শান্তিপুর, 14 অক্টোবর : আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব । শান্তিপুরে তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধেই ।
সূত্রের খবর, নদিয়া শান্তিপুর থানার বেলঘড়িয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত । এটি তৃণমূল কংগ্রেস পরিচালিত । পঞ্চায়েতের প্রধান তপতী বসাকের বাড়িতে গভীর রাতে বোমাবাজি করার অভিযোগ ওঠে ।
বিকট আওয়াজ পেয়ে ঘর থেকে প্রধান-সহ তাঁর পরিবারের সদস্যরা উঠে আসেন । উঠোন জুড়ে ধোঁয়া ভরতি হয়ে গিয়েছে । এরপরে ঘটনাস্থান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা ।
পঞ্চায়েত প্রধান তপতী বসাক বলেন, “তৃণমূল কংগ্রেসের বেলঘড়িয়া অঞ্চল সভাপতি দুলাল বসাকের নেতৃত্বে এই হামলা হয়েছে । এর আগেও পঞ্চায়েত অফিস তাঁর নেতৃত্বেই ভাঙচুর করা হয় । পঞ্চায়েত ভাঙচুরের ঘটনায় নাম দিয়ে শান্তিপুর থানার দুলাল বসাকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় । তারপরও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি । মূলত প্রধানের পদ নিয়ে এই সমস্যা । যেহেতু দুলাল বসাকের স্ত্রী গ্রাম পঞ্চায়েতের সদস্য, সেই কারণে প্রধানের পদ তাঁকে দিতে হবে ।“
তপতী বসাক শান্তিপুর থানায় দুলাল বসাকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ । যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি ।