ভাটপাড়া , 21 জুন : থমথমে ভাটপাড়া । সকাল থেকেই চলছে পুলিশি টহল । গোটা এলাকা ঘিরে রেখেছে RAF, কমব্যাট ফোর্স । ইতিমধ্যেই ভাটপাড়া-কাঁকিনাড়া এলাকায় হিংসা ছড়ানোর অভিযোগ গ্রেপ্তার করা হয়েছে 14 জনকে । আটক করা হয়েছে আরও কয়েকজনকে । তারই মধ্যে ঘোষপাড়ার রোডে কাছারি পাড়ার মোড়ে একটি তাজা বোমা উদ্ধার হয়েছে । সেজন্য রাস্তা অবরোধ করেছে BJP । অন্যদিকে, BJP-র অভিযোগ, পুলিশ বেছে বেছে তাদের দলীয় কর্মীকে গ্রেপ্তার করেছে । প্রতিবাদে ব্যারাকপুর পুলিশ কমিশনারের অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার সাংসদ অর্জুন সিং ।
বৃহস্পতিবার দুপুরে ভাটপাড়াতে একটি ফাঁড়িকে থানা হিসেবে উদ্বোধন করার সময় তৈরি হয়েছিল উত্তেজনা । উদ্বোধনের সময় কয়েকজন দুষ্কৃতী থানার পাশে রাস্তায় বোমাবাজি শুরু করে । পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় । পুলিশও পালটা গুলি চালায় । পুলিশ ও দুষ্কৃতীদের মধ্যে শুরু হয় গুলির লড়াই । গুলি লেগে জখম হয় একাধিক দুষ্কৃতী । এরমধ্যে দু'জনের মৃত্যু হয় বলে জানিয়েছেন রাজ্যে পুলিশের DG পি বীরেন্দ্র । তাঁদের নাম রামবাবু সাউ, সন্তোষ সাউ । এলাকা থেকে প্রচুর বোমা উদ্ধার করে পুলিশ । উত্তেজনা ক্রমেই বাড়তে থাকে ।
এই সংক্রান্ত আরও খবর : ভাটপাড়ায় দুষ্কৃতীদের বোমাবাজি, গুলি; মৃত 3
তড়িঘড়ি বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করে রাজ্য প্রশাসন । নবান্নতে উচ্চপর্যায়ের বৈঠকের পর স্বরাষ্টসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, আইনশৃঙখ্লা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে যথাযথ ও কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছিল । একইসঙ্গে পদস্থ পুলিশ আধিকারিকদের পাঠানোর কথাও তিনি জানান । এখানেই শেষ নয় । ভাটপাড়ার ঘটনায় পুলিশ-প্রশাসনের স্তরেও কঠোর পদক্ষেপ করা হয় । ভাটপাড়া-কাঁকিনাড়ায় 144 ধারা জারি করা হয় । সন্ধ্যায় সরিয়ে দেওয়া হয় ব্যারাকপুরের পুলিশ কমিশনার তন্ময় রায়চৌধুরিকে । নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নেন মনোজ বর্মা । ADG (দক্ষিণবঙ্গ) সঞ্জয় সিংকে বিশেষ তদারকির (ADG ইনচার্জ)-র ভার দিয়ে পাঠানো হয় । রাতে উত্তর 24 পরগনার জেলাশাসকের দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, বসিরহাট, বনগাঁ, ব্যারাকপুর মহকুমায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করার কথা ।
এই সংক্রান্ত আরও খবর : রণক্ষেত্র ভাটপাড়া; দুষ্কৃতীদের বোমাবাজি, গুলিতে মৃত 2
গতরাত থেকে দফায় দফায় এলাকায় চলতে থাকে পুলিশি টহলদারি । বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় 14 জনকে । আজ সকালেও পরিস্থিতির বিন্দুমাত্র পরিবর্তন ঘটেনি । বিভিন্ন মোড়ে পুলিশ পিকেট বসানো হয় । টহলদারি চলে RAF-এর । দোকানপাট বন্ধ । ফাঁকা রাস্তাঘাট । এরইমধ্যে BJP সূত্রে খবর, আগামীকাল ভাটপাড়া পরিদর্শনে যেতে পারেন BJP-র সংসদীয় দলের প্রতিনিধিরা ।
এই সংক্রান্ত আরও খবর : ভাটপাড়ায় দুষ্কৃতী দৌরাত্ম্য়; বোমাবাজি, গুলিতে মৃত 2