ETV Bharat / briefs

মনুয়া-কাণ্ডের সাজা ঘোষণা 15 জুলাই - manua

স‌ওয়াল-জবাব শেষ। আগামী 15 জুলাই অনুপম হত‍্যা মামলার রায় ঘোষণা করবে বারাসত আদালত । বুধবার বারাসত আদালতের ফাস্ট ট্রাক ফোর্থ কোর্টের বিচারক বৈষ্ণব সরকার এই ঘোষণা করেন ।

বারাসত আদালত
author img

By

Published : Jun 27, 2019, 5:43 AM IST

Updated : Jun 27, 2019, 6:28 AM IST

বারাসত, 27 জুন : স‌ওয়াল-জবাব শেষ। আগামী 15 জুলাই অনুপম হত‍্যা মামলার রায় ঘোষণা করবে বারাসত আদালত । বুধবার বারাসত আদালতের ফাস্ট ট্রাক ফোর্থ কোর্টের বিচারক বৈষ্ণব সরকার এই ঘোষণা করেন ।

2017 সালের 2 মে বারাসত হৃদয়পুরের বাড়িতে খুন হন বেসরকারি সংস্থার কর্মী অনুপম সিং । প্রথমে ধোঁয়াশা থাকলেও পরে স্পষ্ট হয়, অনুপম খুনের ঘটনায় যুক্ত আছে তাঁরই স্ত্রী মনুয়া মজুমদার ও প্রেমিক অজিত রায় ওরফে বুবাই । তদন্তে উঠে আসে, মনুয়া ও তার প্রেমিক অজিত পরিকল্পনা করেই এই খুন করে । খুনের সময় প্রেমিক অজিতের মোবাইল অন রেখে স্বামীর মৃত্যুর শেষ আর্তনাদ শুনেছিল মনুয়া । জানা যায়, খুনের সময় মনুয়া বারাসতে তার বাপের বাড়িতে ছিল । এরপর 2017 সালের 16 মে বারাসত থানার পুলিশ মনুয়া ও অজিতকে গ্রেপ্তার করে ।

অজিতের সঙ্গে মনুয়ার বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পারেন অনুপম । এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তিও শুরু হয়েছিল । তারপরই মনুয়া অজিতের সঙ্গে পরিকল্পনা করে খুনের ব্লু-প্রিন্ট তৈরি করে । 2017 সালের 14 জুলাই দুই অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ । দুই বছর ধরে মামলা চলে বারাসতের ফাস্ট ট্রাক ফোর্থ কোর্টের বিচারকের এজলাসে । হত্যা মামলায় মোট 31 জন সাক্ষী দিয়েছেন । প্রথম সাক্ষী দিয়েছিলেন মনুয়ার বাবা । একে একে সাক্ষী দিয়েছেন অনুপমের বন্ধু সহ অন্যান্যরা ।

এই সংক্রান্ত আরো খবর: BJP কর্মীর হয়ে মামলা লড়ার জের ? অনুপম কেসে সরানো হল সরকারি আইনজীবীকে

বুধবার স‌ওয়াল-জবাবের সময় হাজির ছিলেন অনুপমের মা কল্পনা সিং, বন্ধু কৃশানু ঘোষ দস্তিদার । কল্পনাদেবী বলেন, "প্রথম থেকেই ছেলের হত‍্যাকারীদের ফাঁসি চেয়ে এসেছি । এখনও ফাঁসির দাবিতেই অনড় ।'' সরকারি আইনজীবী শ্যামলকান্তি দত্ত বলেন, ''এদের শাস্তি হলে সমাজে একটা বার্তা দেওয়া যাবে ।"

বারাসত, 27 জুন : স‌ওয়াল-জবাব শেষ। আগামী 15 জুলাই অনুপম হত‍্যা মামলার রায় ঘোষণা করবে বারাসত আদালত । বুধবার বারাসত আদালতের ফাস্ট ট্রাক ফোর্থ কোর্টের বিচারক বৈষ্ণব সরকার এই ঘোষণা করেন ।

2017 সালের 2 মে বারাসত হৃদয়পুরের বাড়িতে খুন হন বেসরকারি সংস্থার কর্মী অনুপম সিং । প্রথমে ধোঁয়াশা থাকলেও পরে স্পষ্ট হয়, অনুপম খুনের ঘটনায় যুক্ত আছে তাঁরই স্ত্রী মনুয়া মজুমদার ও প্রেমিক অজিত রায় ওরফে বুবাই । তদন্তে উঠে আসে, মনুয়া ও তার প্রেমিক অজিত পরিকল্পনা করেই এই খুন করে । খুনের সময় প্রেমিক অজিতের মোবাইল অন রেখে স্বামীর মৃত্যুর শেষ আর্তনাদ শুনেছিল মনুয়া । জানা যায়, খুনের সময় মনুয়া বারাসতে তার বাপের বাড়িতে ছিল । এরপর 2017 সালের 16 মে বারাসত থানার পুলিশ মনুয়া ও অজিতকে গ্রেপ্তার করে ।

অজিতের সঙ্গে মনুয়ার বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পারেন অনুপম । এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তিও শুরু হয়েছিল । তারপরই মনুয়া অজিতের সঙ্গে পরিকল্পনা করে খুনের ব্লু-প্রিন্ট তৈরি করে । 2017 সালের 14 জুলাই দুই অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ । দুই বছর ধরে মামলা চলে বারাসতের ফাস্ট ট্রাক ফোর্থ কোর্টের বিচারকের এজলাসে । হত্যা মামলায় মোট 31 জন সাক্ষী দিয়েছেন । প্রথম সাক্ষী দিয়েছিলেন মনুয়ার বাবা । একে একে সাক্ষী দিয়েছেন অনুপমের বন্ধু সহ অন্যান্যরা ।

এই সংক্রান্ত আরো খবর: BJP কর্মীর হয়ে মামলা লড়ার জের ? অনুপম কেসে সরানো হল সরকারি আইনজীবীকে

বুধবার স‌ওয়াল-জবাবের সময় হাজির ছিলেন অনুপমের মা কল্পনা সিং, বন্ধু কৃশানু ঘোষ দস্তিদার । কল্পনাদেবী বলেন, "প্রথম থেকেই ছেলের হত‍্যাকারীদের ফাঁসি চেয়ে এসেছি । এখনও ফাঁসির দাবিতেই অনড় ।'' সরকারি আইনজীবী শ্যামলকান্তি দত্ত বলেন, ''এদের শাস্তি হলে সমাজে একটা বার্তা দেওয়া যাবে ।"

sample description
Last Updated : Jun 27, 2019, 6:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.