ETV Bharat / briefs

মালদায় ফণীর দাপটে আমচাষে ক্ষতির আশঙ্কা - mango farmers apprehend loss due to fani

গতকাল রাতের ঝোড়ো হাওয়ায় প্রচুর আম ঝরে গেছে ।

আমচাষে ক্ষতির আশঙ্কা
author img

By

Published : May 4, 2019, 3:27 PM IST

Updated : May 4, 2019, 3:38 PM IST

মালদা, 4 মে : মালদা জেলায় ফণীর প্রত্যক্ষ প্রভাব পড়ল না । তবে পরোক্ষ প্রভাবে জেলায় আমচাষের ক্ষতি হয়েছে । কিছু কাঁচা বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে । ফণীর প্রভাবে আজও জেলায় চলছে দমকা হাওয়া, সঙ্গে বৃষ্টি ।

গতকাল বিকেলে ফণী নিয়ে জেলাপ্রশাসন সতর্কতামূলক নির্দেশিকা জারি করেছিল । ফেরি পরিষেবা বন্ধ করে দেওয়া হয় । প্রশাসন জেলার দক্ষিণ ও পূর্বাংশের কাঁচাবাড়িগুলি খালি করার চেষ্টা করে । প্রাণ বাঁচানোর তাগিদে অনেকে পাকা বাড়িতে আশ্রয় নেন । যদিও মাঝরাতে ফণী পশ্চিমবঙ্গে ঢুকে পশ্চিম মেদিনীপুর, হুগলি, নদীয়া হয়ে মুর্শিদাবাদ ঘেঁসে বাংলাদেশের চলে গেছে । তবে ফণীর রেশ জেলায় এখনও থেকে গেছে । রাত থেকেই জেলা জুড়ে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি চলছে । এখন বৃষ্টি একটু কমলেও হাওয়ার দাপট রয়েছে । তাতেই জেলার আমচাষে ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

মালদার ফুলবাড়িয়া গ্রামের বাসিন্দা সঞ্জীবকুমার মণ্ডল, নারায়ণ ঘোষ জানালেন, ঝড়-বৃষ্টিতে ধানচাষের ব্যাপক ক্ষতি হয়েছে । গতকাল রাতের ঝোড়ো হাওয়ায় প্রচুর আম ঝরে গেছে । কিছু কাঁচাবাড়িরও ক্ষতি হয়েছে । গরিবরা অনেকেই রাতে এলাকার পাকা বাড়িগুলিতে আশ্রয় নিয়েছিলেন ।

মালদা, 4 মে : মালদা জেলায় ফণীর প্রত্যক্ষ প্রভাব পড়ল না । তবে পরোক্ষ প্রভাবে জেলায় আমচাষের ক্ষতি হয়েছে । কিছু কাঁচা বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে । ফণীর প্রভাবে আজও জেলায় চলছে দমকা হাওয়া, সঙ্গে বৃষ্টি ।

গতকাল বিকেলে ফণী নিয়ে জেলাপ্রশাসন সতর্কতামূলক নির্দেশিকা জারি করেছিল । ফেরি পরিষেবা বন্ধ করে দেওয়া হয় । প্রশাসন জেলার দক্ষিণ ও পূর্বাংশের কাঁচাবাড়িগুলি খালি করার চেষ্টা করে । প্রাণ বাঁচানোর তাগিদে অনেকে পাকা বাড়িতে আশ্রয় নেন । যদিও মাঝরাতে ফণী পশ্চিমবঙ্গে ঢুকে পশ্চিম মেদিনীপুর, হুগলি, নদীয়া হয়ে মুর্শিদাবাদ ঘেঁসে বাংলাদেশের চলে গেছে । তবে ফণীর রেশ জেলায় এখনও থেকে গেছে । রাত থেকেই জেলা জুড়ে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি চলছে । এখন বৃষ্টি একটু কমলেও হাওয়ার দাপট রয়েছে । তাতেই জেলার আমচাষে ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

মালদার ফুলবাড়িয়া গ্রামের বাসিন্দা সঞ্জীবকুমার মণ্ডল, নারায়ণ ঘোষ জানালেন, ঝড়-বৃষ্টিতে ধানচাষের ব্যাপক ক্ষতি হয়েছে । গতকাল রাতের ঝোড়ো হাওয়ায় প্রচুর আম ঝরে গেছে । কিছু কাঁচাবাড়িরও ক্ষতি হয়েছে । গরিবরা অনেকেই রাতে এলাকার পাকা বাড়িগুলিতে আশ্রয় নিয়েছিলেন ।

Intro:মালদা, ৪ মে : মালদা জেলায় প্রত্যক্ষ প্রভাব পড়ল না ফণীর৷ তবে তার পরোক্ষ প্রভাবে বেশ খানিকটা ক্ষতি হয়েছে জেলার আমচাষের৷ ক্ষয়ক্ষতি হয়েছে কিছু কাঁচা বাড়িরও৷ যদিও এনিয়ে এখনও প্রশাসনিক কোনও বক্তব্য এখনও পাওয়া যায়নি৷ এদিকে ফণীর প্রভাবে এখনও জেলা জুড়ে চলছে দমকা হাওয়া, সঙ্গে বৃষ্টি৷Body:ফণীর আতঙ্কে গতকাল কার্যত বিনিদ্র রাত কাটিয়েছে মালদা জেলা৷ বিশেষত গতকাল বিকেলে ফণী নিয়ে জেলাশাসকের সতর্কতামূলক প্রশাসনিক নির্দেশিকা সেই আতঙ্ক আরও বাড়িয়ে দেয়৷ বন্ধ করে দেওয়া হয় গঙ্গার ফেরি পরিষেবা৷ জেলার দক্ষিণ ও পূর্বাংশের কাঁচাবাড়িগুলি খালি করার চেষ্টা করে প্রশাসন৷ প্রাণ বাঁচানোর তাগিদে অনেকে আবার নিজেরাই রাতের জন্য কাছাকাছি পাকা বাড়িতে আশ্রয় নেন৷ যদিও মাঝরাতে ফণী পশ্চিমবঙ্গে ঢুকে পশ্চিম মেদিনীপুর, হুগলি, নদীয়া হয়ে মুর্শিদাবাদ ঘেঁসে বাংলাদেশের পথে৷ তবে তার ঝাপটার রেশ এখনও থেকে গেছে এই জেলায়৷ রাত থেকেই জেলা জুড়ে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি চলছে৷ এখন বৃষ্টি একটু কমলেও হাওয়ার দাপট রয়েছে ভালোই৷ তাতেই ভালোই ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে জেলার আমচাষে৷Conclusion:         আজ সকালে ইংরেজবাজার ব্লকের ফুলবাড়িয়া গ্রামের বাসিন্দা সঞ্জীবকুমার মণ্ডল, নারায়ণ ঘোষরা জানালেন, মালদা জেলা মূলত ধান আর আম চাষের উপর নির্ভরশীল৷ গতকাল থেকে শুরু হওয়া বৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় ধানচাষের ব্যপক ক্ষতি হয়েছে৷ বিশেষত গতকাল রাতের ঝোড়ো হাওয়ায় প্রচুর আম ঝরে গিয়েছে৷ কিছু কাঁচাবাড়িরও ক্ষতি হয়েছে৷ গরিব মানুষজন অনেকেই রাতে এলাকার পাকা বাড়িতে আশ্রয় নিয়েছিলেন৷
Last Updated : May 4, 2019, 3:38 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.