রায়গঞ্জ, 9 এপ্রিল : "ভিক্ষে নয় চাইছি ঋণ, রায়গঞ্জে এবার তৃণমূল কংগ্রেসকে ভোট দিন।" রায়গঞ্জের জনসভা থেকে আজ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের জন্য ভোট প্রার্থনা করলেন।
আজ রায়গঞ্জ স্টেডিয়ামে নির্বাচনী জনসভায় প্রায় হাজার দশেক মানুষের ভিড় হয়েছিল। সেখানে তিনি বলেন, "কংগ্রেস, CPI(M)-র প্রার্থীদের এখানকার মানুষ ভোট দিয়ে জয়ী করেছিলেন। তবে তারা মানুষের জন্য কোনও কাজ করেনি। তাই এবারের লোকসভা নির্বাচনে মানুষ তৃণমূলকে ভোট দিয়ে জেতালে উন্নয়নের জোয়ার আসবে এলাকায়। আমি সবাইকে বলব এবার ভোটটা তৃণমূল কংগ্রেসকে দিন। কারণ লড়াইটা লড়তে হলে লড়ব, গড়তে হলে গড়ব। কিন্তু মোদিকে ছাড়ব না। BJP কে ছাড়ব না। এই লড়াইটা আমাদের বাঁচা-মরার লড়াই। এই লড়াইয়ে সবাই মিলে শপথ নিন। মোদিবাবুকে বদলে দিন। দিল্লির সরকারটা পালটে দিন। BJP-কে বিদায় দিন। বাংলা আগামীদিন ভারত সরকার গঠন করবে। বাংলাই পথ দেখাবে। এই জায়গাটায় আসতে দিন।"
মমতা কড়া ভাষায় মোদিকে আক্রমণ করে বলেন, "গায়ের জোরে নির্বাচন জিততে চায় BJP। আমরা বিনা যুদ্ধে এক ইঞ্চি জমিও আমরা ছাড়ব না। ফ্যাসিবাদী সম্রাট মোদি। দুর্যোধন, দুঃশাসনদের মন্ত্রিসভা তাঁর। জওয়ান মেরে জওয়ান প্রেম। BJP শেম,শেম। লড়তে হলে লড়ব। করতে হলে করব। মরতে হলে মরব কিন্তু BJP-কে আটকাব।"
সভায় বিভিন্ন কাজের খতিয়ান দিয়ে তিনি বলেন, "কৃষকবন্ধুরা সবাই টাকা পাবে। যারা এখনও নাম লেখাননি তাঁরা ইলেকশনের পরে করবেন। 100 দিনের কাজ আমরা আগামীদিন 200 দিন করার চেষ্টা করব। আমরা বিশ্ববিদ্যালয় করে দিয়েছি। আমরা মেডিকেল কলেজ করে দিয়েছি। আমরা স্টেডিয়াম করে দিয়েছি। আমরা শিক্ষাশ্রী করেছি।"
আজ ভোর থেকেই রায়গঞ্জসহ উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টি হয়। এই অবস্থাতেই সভা করেন তিনি। তারপর ইসলামপুরে যান।