কলকাতা, 3 জুলাই : "৪০০-৫০০ কোটি টাকা দিয়ে প্রশান্ত কিশোরকে নিযুক্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেটা কাটমানির টাকা । BJP ক্ষমতায় এলে, এনিয়ে তদন্ত করা হবে ।" গতকাল কাটমানি ইশুতে হাজরা মোড়ের ধরনায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে একথা বললেন ভারতী ঘোষ ।
এই সংক্রান্ত আরও পড়ুন : ক্ষমতায় এলে তৃণমূল নেতাদের সম্পত্তি বেচে কাটমানি ফেরত দেব : সায়ন্তন
কাটমানি ইশুতে গতকাল হাজরা মোড়ে ধরনায় বসে BJP । সেখানে উপস্থিত ছিলেন BJP নেত্রী ভারতী ঘোষ । তিনি বলেন, "প্রশান্ত কিশোরের ফ্রি ৪০০-৫০০ কোটি টাকা । কাটমানির টাকা দিয়ে তাঁকে নিযুক্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেই টাকা সাধারণ মানুষের টাকা । আমরা ক্ষমতায় আসার পর কার কার কাটমানি থেকে এই টাকা নেওয়া হয়েছে তা তদন্ত করে বের করব । দিদিমণি মনে রাখবেন এই সরকার ২০২১ পর্যন্ত যাবে না । তার আগেই আপনাদের ঘর বাড়ি সম্পত্তি বাজেয়াপ্ত করে বাংলার প্রতিটি মানুষের কাটমানি সুদসহ আসলে ফেরত দেবে BJP।"
রাজ্য প্রশাসনকে কাঠগোড়ায় তুলে ভারতী ঘোষ বলেন, "রাক্ষসের প্রশাসন শুরু হয়েছে । মানুষের জিনিসপত্র লুটপাট করা হচ্ছে, গরিবের হকের জিনিস কেটে নেওয়া হচ্ছে । এখানে রাবণ রাজত্ব শুরু হয়ে গেছে । তাই মানুষ রামকে স্মরণ করছে । কারণ তারা সুশাসন চায় ।"