ETV Bharat / briefs

অভিষেককে লোকসভার প্রার্থী করতে চাননি মমতা ! - diamon harbour

অভিষেককে লোকসভার প্রার্থী করতে চাননি মমতা । মেটিয়াব্রুজ়ের নির্বাচনী জনসভায় একথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : May 13, 2019, 7:49 PM IST

Updated : May 13, 2019, 9:59 PM IST

মেটিয়াব্রুজ়, 13 মে : অভিষেক ব্যানার্জিকে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী করতে চাননি তৃণমূল সুপ্রিমো । আজ মেটিয়াব্রুজ়ে নির্বাচনী জনসভায় একথা বললেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ।

মমতা বলেন, "আমি অভিষেককে ডায়মন্ডহারবার লোকসভায় দাঁড়াতে বারণ করেছিলাম । বলেছিলাম রাজ্যসভার সাংসদ করে দেব । আমার হাতে আছে । লোকসভাটা ছেড়ে দিতে বলেছিলাম । কারণ অভিষেককে সারা বাংলায় ঘুরে বেড়াতে হবে । তখন অভিষেক বলল, আমি রাজ্যসভায় MP হব না, ডায়মন্ডহারবার ছেড়ে যাব না । আমি তখন বুঝেছিলাম ডায়মন্ডহারবারের প্রতি ওঁর ভালোবাসা আছে ।"

ভিডিয়োয় শুনুন মমতার বক্তব্য

মেটিয়াব্রুজ়, 13 মে : অভিষেক ব্যানার্জিকে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী করতে চাননি তৃণমূল সুপ্রিমো । আজ মেটিয়াব্রুজ়ে নির্বাচনী জনসভায় একথা বললেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ।

মমতা বলেন, "আমি অভিষেককে ডায়মন্ডহারবার লোকসভায় দাঁড়াতে বারণ করেছিলাম । বলেছিলাম রাজ্যসভার সাংসদ করে দেব । আমার হাতে আছে । লোকসভাটা ছেড়ে দিতে বলেছিলাম । কারণ অভিষেককে সারা বাংলায় ঘুরে বেড়াতে হবে । তখন অভিষেক বলল, আমি রাজ্যসভায় MP হব না, ডায়মন্ডহারবার ছেড়ে যাব না । আমি তখন বুঝেছিলাম ডায়মন্ডহারবারের প্রতি ওঁর ভালোবাসা আছে ।"

ভিডিয়োয় শুনুন মমতার বক্তব্য
sample description
Last Updated : May 13, 2019, 9:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.