ETV Bharat / briefs

আলোচনা ফলপ্রসূ, NRS-এ গিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা - Doctor Strike

নবান্নে রওনা
author img

By

Published : Jun 17, 2019, 2:53 PM IST

Updated : Jun 17, 2019, 6:01 PM IST

2019-06-17 17:57:48

কলকাতা, 17 জুন : নবান্নে শেষ হল মুখ্যমন্ত্রী ও জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদের বৈঠক । মুখ্যমন্ত্রী বলেন, "আলোচনা খুব ফলপ্রসূ হয়েছে । আমি খুশি আমার জুনিয়র ডাক্তাররা ছুটে এসেছেন । জুনিয়র ডাক্তার ছাড়া সিনিয়র ডাক্তাররা সমস্যা পড়ি । আমরাও সমস্যায় পড়ি । ভালো থাকুন ।"

মুখ্যমন্ত্রী বলেন, "আলোচনা খুব ফলপ্রসূ হয়েছে । আমি খুশি আমার জুনিয়র ডাক্তাররা ছুটে এসেছেন । জুনিয়র ডাক্তার ছাড়া সিনিয়র ডাক্তাররা সমস্যা পড়ি । আমরাও সমস্যায় পড়ি । ভালো থাকুন । "

2019-06-17 17:57:26

মুখ্যমন্ত্রী বলেন, "আমরা আশ্বস্ত হয়েছি । ডাক্তারকে ভগবানের মতো মানি । তোমাদের দাবিটা সঠিক । আমি নির্দেশ দিয়ে দিচ্ছি । আমি তো সব করতে পারি না । সেটা প্রয়োগ করতে হবে । এরকম ঘটনা যেন না ঘটে দেখতে হবে । আর ঘটলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে । তোমরা যা বললে সব করব । আমরা বাচ্চা ভাইটি ভালো হয়ে উঠুক । তোমরা করছ না বলে দেখতে যেতে পারছি না ।"

2019-06-17 17:51:27

আন্দোলনকারীদের তরফে একজন বলেন, "আমরা কারও পদবি দেখে চিকিৎসা করি না । " এর জবাবে মুখ্যমন্ত্রী বলেন, "করবে না । করাটা উচিত নয় । "

2019-06-17 17:51:05

মুখ্যমন্ত্রী বলেন, "ডাক্তারকে আমরা ভগবানের মতো শ্রদ্ধা করি । আজ অনেক লোক সত্যিই সমস্যায় পড়েছে । পুলিশকেও বলব ব্যবস্থা নিন । সব পাবলিক খারাপ, সব পেশেন্ট খারাপ ঠিক নয় । চিকিৎসক, ডাক্তার, ইন্টার্নদের নিয়ে আমরা সবকিছু দেখবে । যদি কিছু ঘটে সঙ্গে সঙ্গে স্ট্রং অ্যাকশন নেওয়া হবে । "

2019-06-17 17:43:30

উত্তরবঙ্গে মেডিকেল কলেজ ও হাসপাতাল নিয়ে একজন বলে উঠলে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, "উত্তরবঙ্গ মেডিকেল কলেজে CT স্ক্যানের ব্যবস্থা করা হোক । মেডিকেল কলেজ থেকে অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড ওঠাতে হবে ।  "

2019-06-17 17:29:30

এক আন্দোলনকারী বলেন, "প্রতিটি পয়েন্টের ডেডলাইন বেঁধে দিন ।" এনিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "আমি তো ডাক্তারদের সঙ্গে মিটিং করি । ডাক্তারদের মিটিংয়ে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিত্ব থাকবে ।"

2019-06-17 17:29:14

এক আন্দোলনকারী বলেন, "আপনি স্ট্রং ওযার্ড বলুন ।" এনিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "আমি স্ট্রং ওয়ার্ড ব্যবহার করেছি । চারবার বলেছি । তোমরা কী বলতে হবে বল, বলব ।" তিনি আরও বলেন, "মূল্যবোধ ও জনসংযোগের জন্য বিশেষ পাঠ্যক্রম হবে । "

2019-06-17 17:23:41

যে কোনও ধরনের স্বাস্থ্যপরীক্ষা স্বাস্থ্যসাথীর মধ্যে অন্তর্ভূক্ত করলেন মুখ্যমন্ত্রী 

2019-06-17 17:21:14

মুখ্যমন্ত্রী বলেন, "ডাক্তার পাচ্ছি না । তাই এখন প্রাইভেট ডাক্তারদেরও কাজ করাচ্ছি । কোনও ওষুধ বা ব্যান্ডেজ যেন নষ্ট না হয় । "

2019-06-17 17:21:07


এক আন্দোলনকারী বলেন, "পাবলিক অ্যাড্রেস এবং কাউন্সেলিং সিস্টেম সব হাসপাতালে কার্যকর করা দরকার ।" এনিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "পুলিশের সঙ্গে যোগাযোগের জন্য টোল ফ্রি নম্বর ব্যবস্থা করা হবে ।"

2019-06-17 17:19:07

এক আন্দোলনকারী পুলিশ নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলেন । বলেন, "50 জন হামলা করলে একজন সিকিউরিটি কী করে আমাদের বাঁচাবে ?" এর জবাবে মুখ্যমন্ত্রী বলেন, "লোকাল থানাগুলোকে দেখেছি চুপ করে বসে থাকতে । ডাক্তারদের বিরুদ্ধে আক্রমণ হলে পুলিশ ব্যবস্থা না নিলে তাঁকে সাসপেন্ড করা হবে । " প্রত্যুত্তরে এক প্রতিনিধি সশস্ত্র পুলিশ মোতায়েনের প্রস্তাব দেন । তা শুনে মুখ্যমন্ত্রী বলেন, "হাসপাতালে সশস্ত্র পুলিশ দিয়ো না, কখনও গুলি চালিয়ে দেবে গেল ।"

2019-06-17 17:17:20

মুখ্যমন্ত্রী বলেন, "দাঁতের ডাক্তারখানা গেলে আমারও জ্বর আসে । জেলায় জেলায় একটা করে হস্টেল করে দাও । অনেক মেশিন আছে আপনারা চালু করেন না । হাসপাতালে অ্যালার্ম সিস্টেম ভাবা হচ্ছে । অ্যালার্ম বাজলেই খবর পাবে পুলিশ । "

2019-06-17 17:17:14

পরিকাঠামো প্রসঙ্গে এক আন্দোলনকারীর বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন, "অনেক মেশিন রয়েছে, সেগুলি আপনারা চালু করেন । আমি একবার মিটিংয়ে বলেছিলাম । টাকা দিয়ে কেনা হয়েছে । জং পড়ে যাবে । "

2019-06-17 17:12:33

পরিকাঠামো প্রসঙ্গে এক আন্দোলনকারীর বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন, "অনেক মেশিন রয়েছে, সেগুলি আপনারা চালু করেন । আমি একবার মিটিংয়ে বলেছিলাম । টাকা দিয়ে কেনা হয়েছে । জং পড়ে যাবে । "

2019-06-17 17:11:56

পরিকাঠামো প্রসঙ্গে এক আন্দোলনকারীর বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন, "অনেক মেশিন রয়েছে, সেগুলি আপনারা চালু করেন । আমি একবার মিটিংয়ে বলেছিলাম । টাকা দিয়ে কেনা হয়েছে । জং পড়ে যাবে । "

2019-06-17 17:01:56

মুখ্যমন্ত্রী বলেন, "একটি রোগী কল্যাণ কমিটি রয়েছে । তা অনেক জায়গায় এফেকটিভ, অনেক জায়গায় এফেকটিভ নয় । 600 কোটি থেকে 9 হাজার 600 কোটি বাজেট করা হয়েছে । টাকাটাও জোগাড় করতে হবে ।রোগী কল্যাণ কমিটিতে একজন করে চিকিৎসক প্রতিনিধি রাখতে হবে । ওটা কার্যকরী করতে হবে । পুলিশের প্রতিনিধি রাখতে হবে ।"

2019-06-17 17:01:17

মুখ্যমন্ত্রী আরও বলেন, "ডাক্তার চাইলেই আকাশ থেকে পাওয়া যায় না । আমরা প্রত্যেক জেলায় ICU তৈরি করেছি । ৯ হাজার ৬০০ কোটি টাকা স্বাস্থ্য বাজেট । এখন হাসপাতাল দেখে বলে এতো প্রাইভেট হাসপাতালের থেকেও ভালো । আমরা পরিকাঠামো অনেক ভালো করেছি । চিকিৎসক পর্যাপ্ত নেই । আবেদন করেও ডাক্তার পাইনি । বাংলা ছেড়ে যেও না, সবাই এখানে কাজ করো ।"

2019-06-17 16:58:27

এক আন্দোলনকারী বলেন, "হামলা হলে যেন কোনওরকম রাখঢাক না করা হয় । অর্থাৎ, জিরো টলারেন্স নীতি চাই ।" এর উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, "তোমরা কী ভাবো আমরা চাই, এই ধরনের ঘটনা ঘটুক ? স্বতঃস্ফূর্তভাবে এধরনের ঘটনা ঘটে যায় । আমরা অনুরোধ করছি, আইন হাতে তুলে নিয়ো না । কিছু জিনিস ঘটে যায় যা আমরা চাই না । এদের সবাইকে বোঝাতে হবে । সামাজিক কর্তব্য আমাদের ।" NRS-এর ইশু নিয়ে পুলিশ কমিশনারকে মমতা বলেন, "পুলিশকে বলো অ্যাকশন নিতে ।"
 

2019-06-17 16:54:29

এক আন্দোলনকারী বলেন, "আরও জোরদার আইন করতে হবে  এই ঘটনা আটকানোর জন্য ।" এনিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "তোমরা কি মনে কর, আমরা কোনও ইনসিডেন্ট চাই ? দুর্ঘটনা হলে স্থানীয়রা এসে পুলিশকে এসে মেরে দেয় । এটা স্বতঃস্ফূর্ত । কাল তোমাদের গায়ে কেউ হাত দেবে । সেটা আমরা চাইনি । তোমার কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে গ্রিভ্যান্সে সেলে যাও । নিজেদের হাতে আইন তুলে নাও । এটা পুরোপুরি কন্ট্রোল করা যায় না । 0.1 শতাংশ এই ঘটনা করে । এটা সবাইকে বোঝাই সবাই মিলে । বিজ্ঞাপন দেওয়ার কথা বলেছি ।"

2019-06-17 16:52:56

2019-06-17 16:49:46

মুখ্যমন্ত্রী বলেন, "আমি কখন, কোথায় কীভাবে যাবে সেটা আমার উপর ছেড়ে দাও । তোমরাও ভালো ছেলেমেয়ে । কাজও করে । কিছু লোক চেষ্টা করছে, তোমাদের রাগানোর । আমি প্রথম শুনেই চন্দ্রিমাকে পাঠাই । বলেছিলাম, NRS-এর ছেলেমেয়েদের সঙ্গে কথা বলি । কিন্তু, তোমরা কথা বলোনি । পরিবহর পরিবারের সঙ্গে গিয়ে রাজীব কথা বলে এসেছেন ।"মুখ্যমন্ত্রী বলেন, "আমি কখন, কোথায় কীভাবে যাবে সেটা আমার উপর ছেড়ে দাও । তোমরাও ভালো ছেলেমেয়ে । কাজও করে । কিছু লোক চেষ্টা করছে, তোমাদের রাগানোর । আমি প্রথম শুনেই চন্দ্রিমাকে পাঠাই । বলেছিলাম, NRS-এর ছেলেমেয়েদের সঙ্গে কথা বলি । কিন্তু, তোমরা কথা বলোনি । পরিবহর পরিবারের সঙ্গে গিয়ে রাজীব কথা বলে এসেছেন ।"

2019-06-17 16:44:58

এনিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "এমন জায়গায় রোগীর অভিযোগ কেন্দ্র করা হোক যে সবাই তা দেখতে পান । বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষায়  করা হোক । কোচবিহারে রাজবংশী ও জঙ্গলমহলে অলচিকি থাকবে । "এনিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "এমন জায়গায় রোগীর অভিযোগ কেন্দ্র করা হোক যে সবাই তা দেখতে পান । বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষায়  করা হোক । কোচবিহারে রাজবংশী ও জঙ্গলমহলে অলচিকি থাকবে । "

2019-06-17 16:42:15

এনিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "এমন জায়গায় রোগীর অভিযোগ কেন্দ্র করা হোক যে সবাই তা দেখতে পান । বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষায়  করা হোক । কোচবিহারে রাজবংশী ও জঙ্গলমহলে অলচিকি থাকবে । "এনিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "এমন জায়গায় রোগীর অভিযোগ কেন্দ্র করা হোক যে সবাই তা দেখতে পান । বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষায়  করা হোক । কোচবিহারে রাজবংশী ও জঙ্গলমহলে অলচিকি থাকবে । "

2019-06-17 16:41:54

এক আন্দোলনকারী বলেন, "ভিজ়িটের আগে সাজিয়ে গুজিয়ে রাখা হয় । কিন্তু, বজায় রাখা হয় না । আমি নিরাপত্তা বাহিনী অনেক দিয়েছেন । কিন্তু, সেটা বজায় রাখা হচ্ছে না । সেটায় খামতি হলেই তার রেশ আমাদের উপর আসছে । গ্রিভ্যান্স রিড্রেসাল দেখা যায় না । আমার বিরুদ্ধে রোগীর অভিযোগ থাকতেই পারে । তাঁর এটা অধিকার থাকতে পারে । তাই গ্রিভ্যান্স রিড্রেসাল সেলে রোগী ও চিকিৎসক সবাইকে দেখা হবে । একজন ইন্টার্নকে রোগী পরিজনদের সামনে দাঁড়িয়ে CPR করতে করতে যখন আমাদের উপর যে চাপ তৈরি হয়, তা বোঝানো যাবে না । আমাদের সাজেশন, গ্রিভ্যান্স রিড্রেসাল সেল করা হোক ।"

2019-06-17 16:41:40

মুখ্যমন্ত্রী বলেন, "পুলিশের কেউ মারা গেলে কেউ আমি সঙ্গে সঙ্গে চাকরি দিয়ে দিই । এটা পলিসি করে দাও ।"
 

2019-06-17 16:38:33

এক আন্দোলনকারী রিভিউ মিটিংয়ের দাবি তোলেন । এনিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "জেলাশাসক রিভিউ মিটিং করেন । এখানে উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন । "

2019-06-17 16:38:18

মুখ্যমন্ত্রী বলেন, "অনেক বাইরের রোগী আসেন । তাঁরা হঠাৎ ঢুকে পড়েন, তাই ক্রস চেক করতে হবে । রাতের বেলায় নোডাল অফিসার দিনে কাজ করলে তিনি রাতে ঘুমোবেন । রাতে বেশি সমস্যা হয় । তাই রাতে অন্য কোনও ব্যবস্থা হয় ।"

2019-06-17 16:25:38

অনুজ শর্মা বলেন, "900 পুলিশ দেওয়া হচ্ছে ।"

2019-06-17 16:22:58

মুখ্যমন্ত্রী বলেন, "ইমারজেন্সির সামনে একটা কলাপসিবল গেট লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করব । রোগীর দুই পরিজন ছাড়া কাউকে জরুরি বিভাগে প্রবেশের অনুমতি দেওয়া হবে না । আমি চাই না এসবে দেরি হোক । আর একটা কথা বলব, কোন রোগী কত অসুস্থ, কোন পেশেন্ট মারা গেছে, এই কথা সবসময় ঠিক ভাবে হয় না । কমিউনিকেশনের অভাব । PR করার জন্য তিনজনকে রাখা হোক । পেশেন্ট পার্টিকে বোঝানোর জন্য তাঁরা থাকবেন ।"   

2019-06-17 16:22:44

স্বাস্থ্যসচিব রাজীব সিনহা বলেন, "অভিযুক্তদের নাম প্রকাশের কথা বলছে চিকিৎসকরা ।" সেসময় মুখ্যমন্ত্রী বলেন, কী অ্যাকশন নিয়েছ ? সেটা জানিয়ে দাও ডাক্তারদের । ওদের বিরুদ্ধে স্ট্রং কেস দেওয়া হয়েছে । জামিন মঞ্জুরও হয়নি । ঘটনার তদন্তও শুরু হয়েছে ।  তিনি আরও বলেন, "আন্দোলনরত চিকিৎসকদের কারোর বিরুদ্ধে কোনও কেস হয়নি ।" মুখ্যমন্ত্রী বলেন, "তোমরা আমাদের ভবিষ্যত । ছোটোছোটো ছেলেমেয়ে- কেন মামলা করব ?"

2019-06-17 16:19:22

মুখ্যমন্ত্রী বলেন, "ওরা যদি তাহলে দেখানো হোক ওদের কী ব্যবস্থা নেওয়া হয়েছে । কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে । ডাক্তারদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি । "

2019-06-17 16:18:48

জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি বলেন, "আপনাদের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে । আপনাদের সদিচ্ছার কোনও অভাব নেই । আমাদের আর্জি, অনুরোধ এদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হলে স্পর্ধা কমে যায়  । পরিবহকে দেখতে আসুন । আমাদের কাছে 12 দফা প্রস্তাব রয়েছে । তা কী বলতে পারি ?"

2019-06-17 16:17:01

মুখ্যমন্ত্রী বলেন, এত কষ্ট করে নবান্নে আসার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ।

2019-06-17 16:14:00

মুখ্যমন্ত্রী বলেন, এত কষ্ট করে নবান্নে আসার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ।

2019-06-17 16:10:14

মুখ্যমন্ত্রী বলেন, এত কষ্ট করে নবান্নে আসার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ।

2019-06-17 16:10:11

মুখ্যমন্ত্রী বলেন, এত কষ্ট করে নবান্নে আসার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ।

2019-06-17 15:42:20

নবান্নে পৌঁছাল জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল ।

2019-06-17 15:39:47

নবান্নে অপেক্ষা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নবান্নের সামনে পুলিশ মোতায়েন রয়েছে । বাইরে রয়েছে QRT টিম ।

2019-06-17 15:33:25

NRS থেকে নবান্নে রওনা দিলেন জুনিয়র ডাক্তাররা।পিছনে স্বাস্থ্য দপ্তরের একটি প্রতিনিধি দল রয়েছে । সামনে রয়েছে পুলিশের গাড়ি ।

2019-06-17 15:28:52

সরাসরি সম্প্রচারের অনুমতি মিললেও সংবাদমাধ্যম করবে কি না তা নিশ্চিত নয় ।

2019-06-17 15:25:48

আন্দোলনকারীদের বৈঠকে নিয়ে যেতে NRS-এ পৌঁছাল স্বাস্থ্য দপ্তরের বাস । 

2019-06-17 15:17:20

আন্দোলনকারীদের বৈঠকে নিয়ে যেতে NRS-এ পৌঁছাল স্বাস্থ্য দপ্তরের বাস । 

2019-06-17 15:11:25

NRS
NRS-এ বাস

আন্দোলনকারীদের বৈঠকে নিয়ে যেতে NRS-এ পৌঁছাল স্বাস্থ্য দপ্তরের বাস । 

2019-06-17 15:06:09

দেখুন ভিডিয়ো

আন্দোলনকারীদের বৈঠকে নিয়ে যেতে NRS-এ পৌঁছাল স্বাস্থ্য দপ্তরের বাস । 

2019-06-17 15:05:37

আন্দোলনকারীদের বৈঠকে নিয়ে যেতে NRS-এ পৌঁছাল স্বাস্থ্য দপ্তরের বাস । 

2019-06-17 14:44:49

আন্দোলনকারীদের বৈঠকে নিয়ে যেতে NRS-এ পৌঁছাল স্বাস্থ্য দপ্তরের বাস । 

2019-06-17 17:57:48

কলকাতা, 17 জুন : নবান্নে শেষ হল মুখ্যমন্ত্রী ও জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদের বৈঠক । মুখ্যমন্ত্রী বলেন, "আলোচনা খুব ফলপ্রসূ হয়েছে । আমি খুশি আমার জুনিয়র ডাক্তাররা ছুটে এসেছেন । জুনিয়র ডাক্তার ছাড়া সিনিয়র ডাক্তাররা সমস্যা পড়ি । আমরাও সমস্যায় পড়ি । ভালো থাকুন ।"

মুখ্যমন্ত্রী বলেন, "আলোচনা খুব ফলপ্রসূ হয়েছে । আমি খুশি আমার জুনিয়র ডাক্তাররা ছুটে এসেছেন । জুনিয়র ডাক্তার ছাড়া সিনিয়র ডাক্তাররা সমস্যা পড়ি । আমরাও সমস্যায় পড়ি । ভালো থাকুন । "

2019-06-17 17:57:26

মুখ্যমন্ত্রী বলেন, "আমরা আশ্বস্ত হয়েছি । ডাক্তারকে ভগবানের মতো মানি । তোমাদের দাবিটা সঠিক । আমি নির্দেশ দিয়ে দিচ্ছি । আমি তো সব করতে পারি না । সেটা প্রয়োগ করতে হবে । এরকম ঘটনা যেন না ঘটে দেখতে হবে । আর ঘটলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে । তোমরা যা বললে সব করব । আমরা বাচ্চা ভাইটি ভালো হয়ে উঠুক । তোমরা করছ না বলে দেখতে যেতে পারছি না ।"

2019-06-17 17:51:27

আন্দোলনকারীদের তরফে একজন বলেন, "আমরা কারও পদবি দেখে চিকিৎসা করি না । " এর জবাবে মুখ্যমন্ত্রী বলেন, "করবে না । করাটা উচিত নয় । "

2019-06-17 17:51:05

মুখ্যমন্ত্রী বলেন, "ডাক্তারকে আমরা ভগবানের মতো শ্রদ্ধা করি । আজ অনেক লোক সত্যিই সমস্যায় পড়েছে । পুলিশকেও বলব ব্যবস্থা নিন । সব পাবলিক খারাপ, সব পেশেন্ট খারাপ ঠিক নয় । চিকিৎসক, ডাক্তার, ইন্টার্নদের নিয়ে আমরা সবকিছু দেখবে । যদি কিছু ঘটে সঙ্গে সঙ্গে স্ট্রং অ্যাকশন নেওয়া হবে । "

2019-06-17 17:43:30

উত্তরবঙ্গে মেডিকেল কলেজ ও হাসপাতাল নিয়ে একজন বলে উঠলে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, "উত্তরবঙ্গ মেডিকেল কলেজে CT স্ক্যানের ব্যবস্থা করা হোক । মেডিকেল কলেজ থেকে অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড ওঠাতে হবে ।  "

2019-06-17 17:29:30

এক আন্দোলনকারী বলেন, "প্রতিটি পয়েন্টের ডেডলাইন বেঁধে দিন ।" এনিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "আমি তো ডাক্তারদের সঙ্গে মিটিং করি । ডাক্তারদের মিটিংয়ে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিত্ব থাকবে ।"

2019-06-17 17:29:14

এক আন্দোলনকারী বলেন, "আপনি স্ট্রং ওযার্ড বলুন ।" এনিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "আমি স্ট্রং ওয়ার্ড ব্যবহার করেছি । চারবার বলেছি । তোমরা কী বলতে হবে বল, বলব ।" তিনি আরও বলেন, "মূল্যবোধ ও জনসংযোগের জন্য বিশেষ পাঠ্যক্রম হবে । "

2019-06-17 17:23:41

যে কোনও ধরনের স্বাস্থ্যপরীক্ষা স্বাস্থ্যসাথীর মধ্যে অন্তর্ভূক্ত করলেন মুখ্যমন্ত্রী 

2019-06-17 17:21:14

মুখ্যমন্ত্রী বলেন, "ডাক্তার পাচ্ছি না । তাই এখন প্রাইভেট ডাক্তারদেরও কাজ করাচ্ছি । কোনও ওষুধ বা ব্যান্ডেজ যেন নষ্ট না হয় । "

2019-06-17 17:21:07


এক আন্দোলনকারী বলেন, "পাবলিক অ্যাড্রেস এবং কাউন্সেলিং সিস্টেম সব হাসপাতালে কার্যকর করা দরকার ।" এনিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "পুলিশের সঙ্গে যোগাযোগের জন্য টোল ফ্রি নম্বর ব্যবস্থা করা হবে ।"

2019-06-17 17:19:07

এক আন্দোলনকারী পুলিশ নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলেন । বলেন, "50 জন হামলা করলে একজন সিকিউরিটি কী করে আমাদের বাঁচাবে ?" এর জবাবে মুখ্যমন্ত্রী বলেন, "লোকাল থানাগুলোকে দেখেছি চুপ করে বসে থাকতে । ডাক্তারদের বিরুদ্ধে আক্রমণ হলে পুলিশ ব্যবস্থা না নিলে তাঁকে সাসপেন্ড করা হবে । " প্রত্যুত্তরে এক প্রতিনিধি সশস্ত্র পুলিশ মোতায়েনের প্রস্তাব দেন । তা শুনে মুখ্যমন্ত্রী বলেন, "হাসপাতালে সশস্ত্র পুলিশ দিয়ো না, কখনও গুলি চালিয়ে দেবে গেল ।"

2019-06-17 17:17:20

মুখ্যমন্ত্রী বলেন, "দাঁতের ডাক্তারখানা গেলে আমারও জ্বর আসে । জেলায় জেলায় একটা করে হস্টেল করে দাও । অনেক মেশিন আছে আপনারা চালু করেন না । হাসপাতালে অ্যালার্ম সিস্টেম ভাবা হচ্ছে । অ্যালার্ম বাজলেই খবর পাবে পুলিশ । "

2019-06-17 17:17:14

পরিকাঠামো প্রসঙ্গে এক আন্দোলনকারীর বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন, "অনেক মেশিন রয়েছে, সেগুলি আপনারা চালু করেন । আমি একবার মিটিংয়ে বলেছিলাম । টাকা দিয়ে কেনা হয়েছে । জং পড়ে যাবে । "

2019-06-17 17:12:33

পরিকাঠামো প্রসঙ্গে এক আন্দোলনকারীর বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন, "অনেক মেশিন রয়েছে, সেগুলি আপনারা চালু করেন । আমি একবার মিটিংয়ে বলেছিলাম । টাকা দিয়ে কেনা হয়েছে । জং পড়ে যাবে । "

2019-06-17 17:11:56

পরিকাঠামো প্রসঙ্গে এক আন্দোলনকারীর বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন, "অনেক মেশিন রয়েছে, সেগুলি আপনারা চালু করেন । আমি একবার মিটিংয়ে বলেছিলাম । টাকা দিয়ে কেনা হয়েছে । জং পড়ে যাবে । "

2019-06-17 17:01:56

মুখ্যমন্ত্রী বলেন, "একটি রোগী কল্যাণ কমিটি রয়েছে । তা অনেক জায়গায় এফেকটিভ, অনেক জায়গায় এফেকটিভ নয় । 600 কোটি থেকে 9 হাজার 600 কোটি বাজেট করা হয়েছে । টাকাটাও জোগাড় করতে হবে ।রোগী কল্যাণ কমিটিতে একজন করে চিকিৎসক প্রতিনিধি রাখতে হবে । ওটা কার্যকরী করতে হবে । পুলিশের প্রতিনিধি রাখতে হবে ।"

2019-06-17 17:01:17

মুখ্যমন্ত্রী আরও বলেন, "ডাক্তার চাইলেই আকাশ থেকে পাওয়া যায় না । আমরা প্রত্যেক জেলায় ICU তৈরি করেছি । ৯ হাজার ৬০০ কোটি টাকা স্বাস্থ্য বাজেট । এখন হাসপাতাল দেখে বলে এতো প্রাইভেট হাসপাতালের থেকেও ভালো । আমরা পরিকাঠামো অনেক ভালো করেছি । চিকিৎসক পর্যাপ্ত নেই । আবেদন করেও ডাক্তার পাইনি । বাংলা ছেড়ে যেও না, সবাই এখানে কাজ করো ।"

2019-06-17 16:58:27

এক আন্দোলনকারী বলেন, "হামলা হলে যেন কোনওরকম রাখঢাক না করা হয় । অর্থাৎ, জিরো টলারেন্স নীতি চাই ।" এর উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, "তোমরা কী ভাবো আমরা চাই, এই ধরনের ঘটনা ঘটুক ? স্বতঃস্ফূর্তভাবে এধরনের ঘটনা ঘটে যায় । আমরা অনুরোধ করছি, আইন হাতে তুলে নিয়ো না । কিছু জিনিস ঘটে যায় যা আমরা চাই না । এদের সবাইকে বোঝাতে হবে । সামাজিক কর্তব্য আমাদের ।" NRS-এর ইশু নিয়ে পুলিশ কমিশনারকে মমতা বলেন, "পুলিশকে বলো অ্যাকশন নিতে ।"
 

2019-06-17 16:54:29

এক আন্দোলনকারী বলেন, "আরও জোরদার আইন করতে হবে  এই ঘটনা আটকানোর জন্য ।" এনিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "তোমরা কি মনে কর, আমরা কোনও ইনসিডেন্ট চাই ? দুর্ঘটনা হলে স্থানীয়রা এসে পুলিশকে এসে মেরে দেয় । এটা স্বতঃস্ফূর্ত । কাল তোমাদের গায়ে কেউ হাত দেবে । সেটা আমরা চাইনি । তোমার কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে গ্রিভ্যান্সে সেলে যাও । নিজেদের হাতে আইন তুলে নাও । এটা পুরোপুরি কন্ট্রোল করা যায় না । 0.1 শতাংশ এই ঘটনা করে । এটা সবাইকে বোঝাই সবাই মিলে । বিজ্ঞাপন দেওয়ার কথা বলেছি ।"

2019-06-17 16:52:56

2019-06-17 16:49:46

মুখ্যমন্ত্রী বলেন, "আমি কখন, কোথায় কীভাবে যাবে সেটা আমার উপর ছেড়ে দাও । তোমরাও ভালো ছেলেমেয়ে । কাজও করে । কিছু লোক চেষ্টা করছে, তোমাদের রাগানোর । আমি প্রথম শুনেই চন্দ্রিমাকে পাঠাই । বলেছিলাম, NRS-এর ছেলেমেয়েদের সঙ্গে কথা বলি । কিন্তু, তোমরা কথা বলোনি । পরিবহর পরিবারের সঙ্গে গিয়ে রাজীব কথা বলে এসেছেন ।"মুখ্যমন্ত্রী বলেন, "আমি কখন, কোথায় কীভাবে যাবে সেটা আমার উপর ছেড়ে দাও । তোমরাও ভালো ছেলেমেয়ে । কাজও করে । কিছু লোক চেষ্টা করছে, তোমাদের রাগানোর । আমি প্রথম শুনেই চন্দ্রিমাকে পাঠাই । বলেছিলাম, NRS-এর ছেলেমেয়েদের সঙ্গে কথা বলি । কিন্তু, তোমরা কথা বলোনি । পরিবহর পরিবারের সঙ্গে গিয়ে রাজীব কথা বলে এসেছেন ।"

2019-06-17 16:44:58

এনিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "এমন জায়গায় রোগীর অভিযোগ কেন্দ্র করা হোক যে সবাই তা দেখতে পান । বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষায়  করা হোক । কোচবিহারে রাজবংশী ও জঙ্গলমহলে অলচিকি থাকবে । "এনিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "এমন জায়গায় রোগীর অভিযোগ কেন্দ্র করা হোক যে সবাই তা দেখতে পান । বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষায়  করা হোক । কোচবিহারে রাজবংশী ও জঙ্গলমহলে অলচিকি থাকবে । "

2019-06-17 16:42:15

এনিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "এমন জায়গায় রোগীর অভিযোগ কেন্দ্র করা হোক যে সবাই তা দেখতে পান । বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষায়  করা হোক । কোচবিহারে রাজবংশী ও জঙ্গলমহলে অলচিকি থাকবে । "এনিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "এমন জায়গায় রোগীর অভিযোগ কেন্দ্র করা হোক যে সবাই তা দেখতে পান । বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষায়  করা হোক । কোচবিহারে রাজবংশী ও জঙ্গলমহলে অলচিকি থাকবে । "

2019-06-17 16:41:54

এক আন্দোলনকারী বলেন, "ভিজ়িটের আগে সাজিয়ে গুজিয়ে রাখা হয় । কিন্তু, বজায় রাখা হয় না । আমি নিরাপত্তা বাহিনী অনেক দিয়েছেন । কিন্তু, সেটা বজায় রাখা হচ্ছে না । সেটায় খামতি হলেই তার রেশ আমাদের উপর আসছে । গ্রিভ্যান্স রিড্রেসাল দেখা যায় না । আমার বিরুদ্ধে রোগীর অভিযোগ থাকতেই পারে । তাঁর এটা অধিকার থাকতে পারে । তাই গ্রিভ্যান্স রিড্রেসাল সেলে রোগী ও চিকিৎসক সবাইকে দেখা হবে । একজন ইন্টার্নকে রোগী পরিজনদের সামনে দাঁড়িয়ে CPR করতে করতে যখন আমাদের উপর যে চাপ তৈরি হয়, তা বোঝানো যাবে না । আমাদের সাজেশন, গ্রিভ্যান্স রিড্রেসাল সেল করা হোক ।"

2019-06-17 16:41:40

মুখ্যমন্ত্রী বলেন, "পুলিশের কেউ মারা গেলে কেউ আমি সঙ্গে সঙ্গে চাকরি দিয়ে দিই । এটা পলিসি করে দাও ।"
 

2019-06-17 16:38:33

এক আন্দোলনকারী রিভিউ মিটিংয়ের দাবি তোলেন । এনিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "জেলাশাসক রিভিউ মিটিং করেন । এখানে উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন । "

2019-06-17 16:38:18

মুখ্যমন্ত্রী বলেন, "অনেক বাইরের রোগী আসেন । তাঁরা হঠাৎ ঢুকে পড়েন, তাই ক্রস চেক করতে হবে । রাতের বেলায় নোডাল অফিসার দিনে কাজ করলে তিনি রাতে ঘুমোবেন । রাতে বেশি সমস্যা হয় । তাই রাতে অন্য কোনও ব্যবস্থা হয় ।"

2019-06-17 16:25:38

অনুজ শর্মা বলেন, "900 পুলিশ দেওয়া হচ্ছে ।"

2019-06-17 16:22:58

মুখ্যমন্ত্রী বলেন, "ইমারজেন্সির সামনে একটা কলাপসিবল গেট লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করব । রোগীর দুই পরিজন ছাড়া কাউকে জরুরি বিভাগে প্রবেশের অনুমতি দেওয়া হবে না । আমি চাই না এসবে দেরি হোক । আর একটা কথা বলব, কোন রোগী কত অসুস্থ, কোন পেশেন্ট মারা গেছে, এই কথা সবসময় ঠিক ভাবে হয় না । কমিউনিকেশনের অভাব । PR করার জন্য তিনজনকে রাখা হোক । পেশেন্ট পার্টিকে বোঝানোর জন্য তাঁরা থাকবেন ।"   

2019-06-17 16:22:44

স্বাস্থ্যসচিব রাজীব সিনহা বলেন, "অভিযুক্তদের নাম প্রকাশের কথা বলছে চিকিৎসকরা ।" সেসময় মুখ্যমন্ত্রী বলেন, কী অ্যাকশন নিয়েছ ? সেটা জানিয়ে দাও ডাক্তারদের । ওদের বিরুদ্ধে স্ট্রং কেস দেওয়া হয়েছে । জামিন মঞ্জুরও হয়নি । ঘটনার তদন্তও শুরু হয়েছে ।  তিনি আরও বলেন, "আন্দোলনরত চিকিৎসকদের কারোর বিরুদ্ধে কোনও কেস হয়নি ।" মুখ্যমন্ত্রী বলেন, "তোমরা আমাদের ভবিষ্যত । ছোটোছোটো ছেলেমেয়ে- কেন মামলা করব ?"

2019-06-17 16:19:22

মুখ্যমন্ত্রী বলেন, "ওরা যদি তাহলে দেখানো হোক ওদের কী ব্যবস্থা নেওয়া হয়েছে । কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে । ডাক্তারদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি । "

2019-06-17 16:18:48

জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি বলেন, "আপনাদের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে । আপনাদের সদিচ্ছার কোনও অভাব নেই । আমাদের আর্জি, অনুরোধ এদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হলে স্পর্ধা কমে যায়  । পরিবহকে দেখতে আসুন । আমাদের কাছে 12 দফা প্রস্তাব রয়েছে । তা কী বলতে পারি ?"

2019-06-17 16:17:01

মুখ্যমন্ত্রী বলেন, এত কষ্ট করে নবান্নে আসার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ।

2019-06-17 16:14:00

মুখ্যমন্ত্রী বলেন, এত কষ্ট করে নবান্নে আসার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ।

2019-06-17 16:10:14

মুখ্যমন্ত্রী বলেন, এত কষ্ট করে নবান্নে আসার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ।

2019-06-17 16:10:11

মুখ্যমন্ত্রী বলেন, এত কষ্ট করে নবান্নে আসার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ।

2019-06-17 15:42:20

নবান্নে পৌঁছাল জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল ।

2019-06-17 15:39:47

নবান্নে অপেক্ষা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নবান্নের সামনে পুলিশ মোতায়েন রয়েছে । বাইরে রয়েছে QRT টিম ।

2019-06-17 15:33:25

NRS থেকে নবান্নে রওনা দিলেন জুনিয়র ডাক্তাররা।পিছনে স্বাস্থ্য দপ্তরের একটি প্রতিনিধি দল রয়েছে । সামনে রয়েছে পুলিশের গাড়ি ।

2019-06-17 15:28:52

সরাসরি সম্প্রচারের অনুমতি মিললেও সংবাদমাধ্যম করবে কি না তা নিশ্চিত নয় ।

2019-06-17 15:25:48

আন্দোলনকারীদের বৈঠকে নিয়ে যেতে NRS-এ পৌঁছাল স্বাস্থ্য দপ্তরের বাস । 

2019-06-17 15:17:20

আন্দোলনকারীদের বৈঠকে নিয়ে যেতে NRS-এ পৌঁছাল স্বাস্থ্য দপ্তরের বাস । 

2019-06-17 15:11:25

NRS
NRS-এ বাস

আন্দোলনকারীদের বৈঠকে নিয়ে যেতে NRS-এ পৌঁছাল স্বাস্থ্য দপ্তরের বাস । 

2019-06-17 15:06:09

দেখুন ভিডিয়ো

আন্দোলনকারীদের বৈঠকে নিয়ে যেতে NRS-এ পৌঁছাল স্বাস্থ্য দপ্তরের বাস । 

2019-06-17 15:05:37

আন্দোলনকারীদের বৈঠকে নিয়ে যেতে NRS-এ পৌঁছাল স্বাস্থ্য দপ্তরের বাস । 

2019-06-17 14:44:49

আন্দোলনকারীদের বৈঠকে নিয়ে যেতে NRS-এ পৌঁছাল স্বাস্থ্য দপ্তরের বাস । 

sample description
Last Updated : Jun 17, 2019, 6:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.