ETV Bharat / briefs

দয়া করে চিকিৎসা শুরু করুন : মুখ্যমন্ত্রী - Mamata Banerjee

সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Jun 15, 2019, 6:09 PM IST

Updated : Jun 15, 2019, 11:58 PM IST

কলকাতা, 15 জুন : জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "আমার অনুরোধ, দয়া করে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনুন । আমরা কোনও কড়া অবস্থান নেব না । আমি মনে করি শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত ।"

ডাক্তারদের বৈঠকে না আসা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "জুনিয়র ডাক্তারদের জন্য আমি পাঁচ ঘণ্টা বসেছিলাম । আমি কোনও সেন্টিমেন্টে নিইনি । আমার অন্য প্রোগ্রাম ছিল । তা বাতিল করে আমরা এলাম । সমাধানের জন্য অপেক্ষা করলাম । কালও সময় দিলাম । আজও সময় দিলাম । কিন্তু, এল না । "

এই সংক্রান্ত আরও খবর : চিকিৎসকদের সঙ্গে দেখা করে নিরাপত্তার আশ্বাস দিন, মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের

অপরদিকে, নিজের বহিরাগত মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, "একজন জুনিয়র ডাক্তার হিসেবে বক্তব্য রাখছিলেন । কিন্তু, তিনি জুনিয়র ডাক্তারই নন । 10 বছর ধরে বেসরকারি হাসপাতালে কাজ করছেন । রাজনৈতিক রং তো রয়েছে । আপনি দেখে বলুন না ।" এদিকে, একাধিক হাসপাতালে ইস্তফা দিচ্ছেন চিকিৎসকরা । এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "আইন অনুযায়ী গণইস্তফার কোনও মূল্য নেই । চিকিৎসকদের কাছে অনুরোধ করেছি আপনারা যোগদান করুন ।" নিজেকে মানবিক দাবি করে মুখ্যমন্ত্রী বলেন, "আমরা মানবিকতায় বিশ্বাস করি । তাই, এসমা জারি করিনি ।"

এই সংক্রান্ত আরও খবর : "হুমকি ফোন আসেনি", জানালেন পরিবহর দাদা

সেইসঙ্গে তিনি অভিযোগ করে বলেন, "আমি সেদিন SSKM-এ গেছিলাম । আমাকে ধাক্কা দিয়েছে । তাতেও কিছু বলিনি । পুলিশও অ্যাকশন নেয়নি । অন্য কেউ হলে অ্যাকশন নিত ।" সাংবাদিক বৈঠক থেকে বারবার কর্মবিরতি তুলে নেওয়ার আবেদন জানান মুখ্যমন্ত্রী । বলেন, "আমাকে পছন্দ না হলে রাজ্যপাল, মুখ্যসচিবের সঙ্গে কথা বলুন । কর্মবিরতি তুলে নিন । মানুষ সমস্যায় রয়েছে ।"

কলকাতা, 15 জুন : জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "আমার অনুরোধ, দয়া করে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনুন । আমরা কোনও কড়া অবস্থান নেব না । আমি মনে করি শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত ।"

ডাক্তারদের বৈঠকে না আসা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "জুনিয়র ডাক্তারদের জন্য আমি পাঁচ ঘণ্টা বসেছিলাম । আমি কোনও সেন্টিমেন্টে নিইনি । আমার অন্য প্রোগ্রাম ছিল । তা বাতিল করে আমরা এলাম । সমাধানের জন্য অপেক্ষা করলাম । কালও সময় দিলাম । আজও সময় দিলাম । কিন্তু, এল না । "

এই সংক্রান্ত আরও খবর : চিকিৎসকদের সঙ্গে দেখা করে নিরাপত্তার আশ্বাস দিন, মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের

অপরদিকে, নিজের বহিরাগত মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, "একজন জুনিয়র ডাক্তার হিসেবে বক্তব্য রাখছিলেন । কিন্তু, তিনি জুনিয়র ডাক্তারই নন । 10 বছর ধরে বেসরকারি হাসপাতালে কাজ করছেন । রাজনৈতিক রং তো রয়েছে । আপনি দেখে বলুন না ।" এদিকে, একাধিক হাসপাতালে ইস্তফা দিচ্ছেন চিকিৎসকরা । এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "আইন অনুযায়ী গণইস্তফার কোনও মূল্য নেই । চিকিৎসকদের কাছে অনুরোধ করেছি আপনারা যোগদান করুন ।" নিজেকে মানবিক দাবি করে মুখ্যমন্ত্রী বলেন, "আমরা মানবিকতায় বিশ্বাস করি । তাই, এসমা জারি করিনি ।"

এই সংক্রান্ত আরও খবর : "হুমকি ফোন আসেনি", জানালেন পরিবহর দাদা

সেইসঙ্গে তিনি অভিযোগ করে বলেন, "আমি সেদিন SSKM-এ গেছিলাম । আমাকে ধাক্কা দিয়েছে । তাতেও কিছু বলিনি । পুলিশও অ্যাকশন নেয়নি । অন্য কেউ হলে অ্যাকশন নিত ।" সাংবাদিক বৈঠক থেকে বারবার কর্মবিরতি তুলে নেওয়ার আবেদন জানান মুখ্যমন্ত্রী । বলেন, "আমাকে পছন্দ না হলে রাজ্যপাল, মুখ্যসচিবের সঙ্গে কথা বলুন । কর্মবিরতি তুলে নিন । মানুষ সমস্যায় রয়েছে ।"

Last Updated : Jun 15, 2019, 11:58 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.