ETV Bharat / briefs

ভূতনি সেতু সংলগ্ন 300 মিটার রাস্তা তৈরির নির্দেশ

মালদা জেলার মানিকচক ব্লকের শংকরটোলা এলাকায় যাতায়াতের জন্য ভূতনি সেতু তৈরি হলেও তার সংযোগকারী 300 মিটার রাস্তা তৈরি হয়নি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে আজ জেলাশাসক এলাকা পরিদর্শন করে আগামী দু'মাসের জন্য অস্থায়ী রাস্তা তৈরির নির্দেশ দিলেন।

Malda
Malda
author img

By

Published : Jun 28, 2020, 4:21 AM IST

মালদা, 27জুন : দীর্ঘদিন আগে সেতু উদ্বোধন হলেও সংযোগকারী 300 মিটার রাস্তা তৈরি হয়নি। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলেও শুরু হয়নি কাজ। দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে আজ মালদা জেলার জেলাশাসক রাজর্ষি মিত্র জেলা পরিষদের সদস্যদের নিয়ে ওই এলাকা পরিদর্শন করেন এবং আগামী দুই মাসের জন্য একটি কাঁচা রাস্তা তৈরির নির্দেশ দেন।

মালদা জেলায় মানিকচক ব্লকের শংকরটোলা এলাকায় ভূতনি সেতু তৈরির আগে যোগাযোগের একমাত্র উপায় ছিল নৌকায় পারাপার। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির পর এক বছর আগে তৈরি হয় ভূতনি সেতু। সেতুর উদ্বোধন নিয়েও তৃণমূলের গোষ্ঠীকোন্দল সামনে এসেছিল। প্রায় আড়াই কিলোমিটার সেতু তৈরি হলেও সেতুর সঙ্গে যোগাযোগকারী 300 মিটার রাস্তা তৈরি হয়নি। বালি দিয়ে রাস্তা তৈরির কাজ চলছিল। কিন্তু গার্ডওয়াল না থাকায় সেই বালি ক্রমাগত সরে যাচ্ছিল ।

বর্ষার শুরু হতেই সেতুর সঙ্গে যোগাযোগের রাস্তা কার্যত সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এক হাঁটু কাদাতে সাইকেল, মোটরসাইকেল নিয়ে যাতায়াত তো দূরের কথা, হেঁটেও রাস্তা পারাপার করা অসম্ভব হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দারা এই বিষয়ে বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। অবশেষে আজ জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডলকে সঙ্গে নিয়ে জেলাশাসক রাজর্ষি মিত্র ওই এলাকা পরিদর্শনে যান।

এলাকা পরিদর্শনের পর জেলাশাসক বলেন, “এই রাস্তার জন্য একটা গার্ড ওয়ালের প্রয়োজন রয়েছে। বারবার বালি দিয়ে রাস্তা তৈরি করা হলেও গার্ড ওয়াল না থাকায় বালি সরে যাচ্ছে। আপাতত দুইমাস ব্যবহার যোগ্য একটি রাস্তা তৈরি করা হবে। বর্ষার মরশুম শেষ হলে গার্ডওয়াল দিয়ে পাকা রাস্তা তৈরি করা হবে।”

জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল বলেন, “শংকরটোলায় ভূতনি সেতু সংযোগকারী 300 মিটার রাস্তা খুবই খারাপ অবস্থায় রয়েছে। বর্ষার মরশুমে পাকা রাস্তার কাজ শুরু করা যাবে না। আপাতত দু'মাসের জন্য একটি অস্থায়ী রাস্তা তৈরি করা হচ্ছে। বর্ষাকাল শেষ হলে পাকা রাস্তা তৈরি করা হবে। আজ থেকেই অস্থায়ী রাস্তার কাজ শুরু হবে।”

ভূতনি সেতু সংলগ্ন 300 মিটার রাস্তা তৈরিরনির্দেশ

মালদা, 27জুন : দীর্ঘদিন আগে সেতু উদ্বোধন হলেও সংযোগকারী 300 মিটার রাস্তা তৈরি হয়নি। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলেও শুরু হয়নি কাজ। দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে আজ মালদা জেলার জেলাশাসক রাজর্ষি মিত্র জেলা পরিষদের সদস্যদের নিয়ে ওই এলাকা পরিদর্শন করেন এবং আগামী দুই মাসের জন্য একটি কাঁচা রাস্তা তৈরির নির্দেশ দেন।

মালদা জেলায় মানিকচক ব্লকের শংকরটোলা এলাকায় ভূতনি সেতু তৈরির আগে যোগাযোগের একমাত্র উপায় ছিল নৌকায় পারাপার। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির পর এক বছর আগে তৈরি হয় ভূতনি সেতু। সেতুর উদ্বোধন নিয়েও তৃণমূলের গোষ্ঠীকোন্দল সামনে এসেছিল। প্রায় আড়াই কিলোমিটার সেতু তৈরি হলেও সেতুর সঙ্গে যোগাযোগকারী 300 মিটার রাস্তা তৈরি হয়নি। বালি দিয়ে রাস্তা তৈরির কাজ চলছিল। কিন্তু গার্ডওয়াল না থাকায় সেই বালি ক্রমাগত সরে যাচ্ছিল ।

বর্ষার শুরু হতেই সেতুর সঙ্গে যোগাযোগের রাস্তা কার্যত সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এক হাঁটু কাদাতে সাইকেল, মোটরসাইকেল নিয়ে যাতায়াত তো দূরের কথা, হেঁটেও রাস্তা পারাপার করা অসম্ভব হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দারা এই বিষয়ে বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। অবশেষে আজ জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডলকে সঙ্গে নিয়ে জেলাশাসক রাজর্ষি মিত্র ওই এলাকা পরিদর্শনে যান।

এলাকা পরিদর্শনের পর জেলাশাসক বলেন, “এই রাস্তার জন্য একটা গার্ড ওয়ালের প্রয়োজন রয়েছে। বারবার বালি দিয়ে রাস্তা তৈরি করা হলেও গার্ড ওয়াল না থাকায় বালি সরে যাচ্ছে। আপাতত দুইমাস ব্যবহার যোগ্য একটি রাস্তা তৈরি করা হবে। বর্ষার মরশুম শেষ হলে গার্ডওয়াল দিয়ে পাকা রাস্তা তৈরি করা হবে।”

জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল বলেন, “শংকরটোলায় ভূতনি সেতু সংযোগকারী 300 মিটার রাস্তা খুবই খারাপ অবস্থায় রয়েছে। বর্ষার মরশুমে পাকা রাস্তার কাজ শুরু করা যাবে না। আপাতত দু'মাসের জন্য একটি অস্থায়ী রাস্তা তৈরি করা হচ্ছে। বর্ষাকাল শেষ হলে পাকা রাস্তা তৈরি করা হবে। আজ থেকেই অস্থায়ী রাস্তার কাজ শুরু হবে।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.