ETV Bharat / briefs

ভারত বাংলাদেশ আর্ন্তজাতিক সীমান্তে বাজেয়াপ্ত প্রচুর নিষিদ্ধ ফেন্সিডিল - phencidyl seized at India-Bangladesh international border

BSF র চ্যালেঞ্জের মুখে বস্তা ফেলে রেখে চোরা চালানকারীরা পালিয়ে যায়। উদ্ধার হওয়া কাফ সিরাপ জলঙ্গি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

phencidyl seized
phencidyl seized
author img

By

Published : Sep 14, 2020, 7:53 PM IST

জলঙ্গি, 14 সেপ্টেম্বর : ফের ভারত বাংলাদেশ আর্ন্তজাতিক সীমান্ত এলাকা থেকে বাজেয়াপ্ত প্রচুর নিষিদ্ধ ফেন্সিডিল। এদিন ভোরে বহরমপুর সেক্টরের 117 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা কাঁকড়ামারি বিওপি এলাকা থেকে বস্তা বন্দী নিষিদ্ধ কাফ সিরাপের বোতলগুলি বাজেয়াপ্ত করে।

তবে BSF র চ্যালেঞ্জের মুখে বস্তা ফেলে রেখে চোরা চালানকারীরা পালিয়ে যায়। উদ্ধার হওয়া কাফ সিরাপ জলঙ্গি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

ভারত বাংলাদেশ আর্ন্তজাতিক সীমান্ত দিয়ে পাচার অব্যহত রয়েছে। প্রতিদিন সীমান্তরক্ষী বাহিনী বাজেয়াপ্ত করছে হাজার হাজার বোতল নিষিদ্ধ ফেন্সিডিল। গবাদি পশু পাচার কমলেও দৃষ্টান্তমূলক বেড়েছে গাঁজা ও নিষিদ্ধ ফেন্সিডিল পাচার।

সোমবার ভোরে আর্ন্তজাতিক সীমান্তের জিরো পয়েন্টে পাচারকারীদের আনাগোনা নজরে আসতেই ধাওয়া করে BSF র 117 নম্বর ব্যাটালিয়ন। জিরো পয়েন্ট লাগোয়া কাঁকড়ামারি বিওপি থেকে উদ্ধার 400 বোতল নিষিদ্ধ কাফ সিরাপ। যার বাজারমূল্য আনুমানিক 68 হাজার টাকা বলে দাবি BSF র ।

জলঙ্গি, 14 সেপ্টেম্বর : ফের ভারত বাংলাদেশ আর্ন্তজাতিক সীমান্ত এলাকা থেকে বাজেয়াপ্ত প্রচুর নিষিদ্ধ ফেন্সিডিল। এদিন ভোরে বহরমপুর সেক্টরের 117 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা কাঁকড়ামারি বিওপি এলাকা থেকে বস্তা বন্দী নিষিদ্ধ কাফ সিরাপের বোতলগুলি বাজেয়াপ্ত করে।

তবে BSF র চ্যালেঞ্জের মুখে বস্তা ফেলে রেখে চোরা চালানকারীরা পালিয়ে যায়। উদ্ধার হওয়া কাফ সিরাপ জলঙ্গি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

ভারত বাংলাদেশ আর্ন্তজাতিক সীমান্ত দিয়ে পাচার অব্যহত রয়েছে। প্রতিদিন সীমান্তরক্ষী বাহিনী বাজেয়াপ্ত করছে হাজার হাজার বোতল নিষিদ্ধ ফেন্সিডিল। গবাদি পশু পাচার কমলেও দৃষ্টান্তমূলক বেড়েছে গাঁজা ও নিষিদ্ধ ফেন্সিডিল পাচার।

সোমবার ভোরে আর্ন্তজাতিক সীমান্তের জিরো পয়েন্টে পাচারকারীদের আনাগোনা নজরে আসতেই ধাওয়া করে BSF র 117 নম্বর ব্যাটালিয়ন। জিরো পয়েন্ট লাগোয়া কাঁকড়ামারি বিওপি থেকে উদ্ধার 400 বোতল নিষিদ্ধ কাফ সিরাপ। যার বাজারমূল্য আনুমানিক 68 হাজার টাকা বলে দাবি BSF র ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.