ETV Bharat / briefs

পুরুলিয়ার 13 টি কনটেইনমেন্ট জ়োনে শুরু লকডাউন - Lockdown

ইতিমধ্যেই একেবারে সিল করে দেওয়া হয়েছে এলাকাগুলিকে । জীবাণুমুক্ত করার কাজ চলছে ।

Purulia, containment zone, lockdown
Purulia, containment zone, lockdown
author img

By

Published : Jul 9, 2020, 7:07 PM IST

পুরুলিয়া, 9 জুলাই : পুরুলিয়ায় কোরোনা আক্রান্তের সংখ্যা শতাধিক ছাড়িয়ে যাওয়ায় কনটেইনমেন্ট জ়োনগুলিতে আজ বিকেল 5 টা থেকে লাগু হল লকডাউন। কয়েকদিন আগে 66টি কনটেইনমেন্ট জ়োন থাকলেও বর্তমানে জেলায় কনটেইনমেন্ট জ়োন রয়েছে 13 টি । এই 13টি কনটেইনমেন্ট জ়োনেই লাগু হল লকডাউন ।

পুরুলিয়া জেলায় এখনও পর্যন্ত কোরোনা আক্রান্তের সংখ্যা 106 । যার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন 88 জন, চিকিৎসাধীন 18 জন । কোরোনা সংক্রমণ ঠেকাতে 13টি কনটেইনমেন্ট জ়োনকে ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে ।

কনটেইনমেন্ট জ়োনের তালিকায় রয়েছে রঘুনাথপুর 2 নম্বর ব্লকের বড়রা গ্রাম পঞ্চায়েত ও বামড়রা গ্রাম পঞ্চায়েতের একাংশ, নতুনডি গ্রাম পঞ্চায়েতের কাশিবেড়িয়া গ্রামের একাংশ । পাড়া ব্লকের পাড়া গ্রাম পঞ্চায়েতের পাড়া গ্রামের একাংশ, দুবড়া গ্রাম পঞ্চায়েতের দুবড়া গ্রামের একাংশ । পুরুলিয়া শহরের 7 নম্বর ওয়ার্ড এলাকা, রঘুনাথপুর 1 নম্বর ব্লকের শাঁকা গ্রাম পঞ্চায়েতের জয়চন্ডী ইউথ হোস্টেল ক্যাম্পাস, নিতুড়িয়া ব্লকের রায়বাঁধ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বকবাড়ি জুনিয়ার উচ্চ বিদ্যালয় ক্যাম্পাস, বাঘমুন্ডি ব্লকের তুনতুড়ি সুইসা গ্রাম পঞ্চায়েতের পেড়েতোরাং গ্রামের মাহাতপাড়া ও মাছুয়াড় পাড়া, ওই ব্লক এলাকারই বুড়দা কালিমাটি গ্রাম পঞ্চায়েতের বুড়দা গ্রামের একাংশ, আড়ষা ব্লকের চাটুহাসা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সিঁদুরপুর গ্রামের একাংশ ।

জেলা প্রশাসন সূত্রে খবর, 13 টি কনটেইনমেন্ট জ়োনকে একেবারে সিল করে দেওয়া হয়েছে । এলাকাগুলিকে জীবাণুমুক্ত করা হচ্ছে । জরুরি কাজ ছাড়া বাসিন্দাদের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে । প্রয়োজনে বাড়ির বাইরে বের হলে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে । মুখে মাস্ক পরা বাধ্যতামূলক ।

পুরুলিয়া, 9 জুলাই : পুরুলিয়ায় কোরোনা আক্রান্তের সংখ্যা শতাধিক ছাড়িয়ে যাওয়ায় কনটেইনমেন্ট জ়োনগুলিতে আজ বিকেল 5 টা থেকে লাগু হল লকডাউন। কয়েকদিন আগে 66টি কনটেইনমেন্ট জ়োন থাকলেও বর্তমানে জেলায় কনটেইনমেন্ট জ়োন রয়েছে 13 টি । এই 13টি কনটেইনমেন্ট জ়োনেই লাগু হল লকডাউন ।

পুরুলিয়া জেলায় এখনও পর্যন্ত কোরোনা আক্রান্তের সংখ্যা 106 । যার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন 88 জন, চিকিৎসাধীন 18 জন । কোরোনা সংক্রমণ ঠেকাতে 13টি কনটেইনমেন্ট জ়োনকে ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে ।

কনটেইনমেন্ট জ়োনের তালিকায় রয়েছে রঘুনাথপুর 2 নম্বর ব্লকের বড়রা গ্রাম পঞ্চায়েত ও বামড়রা গ্রাম পঞ্চায়েতের একাংশ, নতুনডি গ্রাম পঞ্চায়েতের কাশিবেড়িয়া গ্রামের একাংশ । পাড়া ব্লকের পাড়া গ্রাম পঞ্চায়েতের পাড়া গ্রামের একাংশ, দুবড়া গ্রাম পঞ্চায়েতের দুবড়া গ্রামের একাংশ । পুরুলিয়া শহরের 7 নম্বর ওয়ার্ড এলাকা, রঘুনাথপুর 1 নম্বর ব্লকের শাঁকা গ্রাম পঞ্চায়েতের জয়চন্ডী ইউথ হোস্টেল ক্যাম্পাস, নিতুড়িয়া ব্লকের রায়বাঁধ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বকবাড়ি জুনিয়ার উচ্চ বিদ্যালয় ক্যাম্পাস, বাঘমুন্ডি ব্লকের তুনতুড়ি সুইসা গ্রাম পঞ্চায়েতের পেড়েতোরাং গ্রামের মাহাতপাড়া ও মাছুয়াড় পাড়া, ওই ব্লক এলাকারই বুড়দা কালিমাটি গ্রাম পঞ্চায়েতের বুড়দা গ্রামের একাংশ, আড়ষা ব্লকের চাটুহাসা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সিঁদুরপুর গ্রামের একাংশ ।

জেলা প্রশাসন সূত্রে খবর, 13 টি কনটেইনমেন্ট জ়োনকে একেবারে সিল করে দেওয়া হয়েছে । এলাকাগুলিকে জীবাণুমুক্ত করা হচ্ছে । জরুরি কাজ ছাড়া বাসিন্দাদের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে । প্রয়োজনে বাড়ির বাইরে বের হলে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে । মুখে মাস্ক পরা বাধ্যতামূলক ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.