কোচবিহার, 27 মে : উচ্চমাধ্যমিকে যুগ্মভাবে প্রথম । প্রাপ্ত নম্বর 498 । কিন্তু, এখনও ঘোরের মধ্যে রয়েছে কোচবিহারের রাজর্ষি বর্মণ । ফল জানার পর তার প্রতিক্রিয়া , "ভালো লাগছে , এতটা পাব ভাবিনি । 475-র উপর ভেবেছিলাম । "
কোচবিহারের জেনকিংস স্কুলের ছাত্র পরবর্তীকালে ফিজ়িক্স নিয়ে পড়াশোনা করতে চায় । কী ভাবে পড়তে ? সে প্রসঙ্গে রাজর্ষি বলে, "যখন ইচ্ছা হত তখন পড়তাম । আর টেক্সট বই ফলো করতাম । জয়েন্টের বইও পড়তাম । " কিন্তু, উচ্চমাধ্যমিকে প্রথম হয়েও এত গম্ভীর কেন ? তা নিয়ে রাজর্ষির সরল স্বীকারোক্তি, "এখনও অবাক হয়ে আছি । "
পড়াশোনার পাশে আর কী করতে ভালো লাগে ? তা নিয়ে রাজর্ষি বলে, "গান শুনতে ভালো লাগে । আধুনিক গান, রবীন্দ্র সংগীত শুনতে ভালো লাগে । "