ETV Bharat / briefs

DA মামলার চূড়ান্ত শুনানি 25 এপ্রিল - case

আগামী ২৫ এপ্রিল DA মামলার শেষ শুনানি। গতকাল ঘোষণা করল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (SAT)।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Apr 11, 2019, 2:34 AM IST

Updated : Apr 11, 2019, 3:11 AM IST

কলকাতা, 11 এপ্রিল : DA মামলার চূড়ান্ত শুনানির দিন ঘোষণা করল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল। আগামী 25 এপ্রিল এই মামলার শুনানি। রাজ‍্য সরকার এবং কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ় হলফনামা জমা দেওয়ার পরই DA মামলার চূড়ান্ত শুনানির দিন জানিয়ে দিল SAT।

দুই পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল SAT। সেই নির্দেশ মেনে গতকাল হলফনামা দাখিল করে রাজ্য সরকার এবং মামলাকারী কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ়। রাজ্য সরকার হাইকোর্টে রিভিউ পিটিশন করেছিল। সেই মতো রাজ্যকে আগেই হাইকোর্টের আদেশনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল SAT। সেই সময় SAT জানিয়ে দেয়, রাজ‍্য সরকার হাইকোর্টে রিভিউ পিটিশন করার কারণে তাঁদের কিছু করার নেই। কারণ হাইকোর্টের আদেশনামা পাওয়ার প্রয়োজন রয়েছে। হাইকোর্ট যেহেতু রাজ‍্য সরকারের করা মামলাটি গ্রহণ করেছে, সেই কারণে SAT-এর পক্ষে রায়দান করা সম্ভব নয়। হাইকোর্টের একটি বক্তব‍্য আসতেই হবে।

এরপর বিচারপতি হরিশ ট্যান্ডন এবং শেখর বি শরাফের এজলাসে 2 নম্বর কোর্টে শুনানি হয়। ফের DA মামলা SAT ফিরে আসে। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল রাজ্য সরকার এবং মামলাকারী দু'পক্ষকে হলফনামা জমা দিতে নির্দেশ দেয়। সেই মতো গতকাল দু'পক্ষই হলফনামা জমা দেয়। এরপর SAT জানিয়ে দেয়, DA মামলার শেষ 25 এপ্রিল হবে শেষ শুনানি।

কলকাতা, 11 এপ্রিল : DA মামলার চূড়ান্ত শুনানির দিন ঘোষণা করল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল। আগামী 25 এপ্রিল এই মামলার শুনানি। রাজ‍্য সরকার এবং কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ় হলফনামা জমা দেওয়ার পরই DA মামলার চূড়ান্ত শুনানির দিন জানিয়ে দিল SAT।

দুই পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল SAT। সেই নির্দেশ মেনে গতকাল হলফনামা দাখিল করে রাজ্য সরকার এবং মামলাকারী কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ়। রাজ্য সরকার হাইকোর্টে রিভিউ পিটিশন করেছিল। সেই মতো রাজ্যকে আগেই হাইকোর্টের আদেশনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল SAT। সেই সময় SAT জানিয়ে দেয়, রাজ‍্য সরকার হাইকোর্টে রিভিউ পিটিশন করার কারণে তাঁদের কিছু করার নেই। কারণ হাইকোর্টের আদেশনামা পাওয়ার প্রয়োজন রয়েছে। হাইকোর্ট যেহেতু রাজ‍্য সরকারের করা মামলাটি গ্রহণ করেছে, সেই কারণে SAT-এর পক্ষে রায়দান করা সম্ভব নয়। হাইকোর্টের একটি বক্তব‍্য আসতেই হবে।

এরপর বিচারপতি হরিশ ট্যান্ডন এবং শেখর বি শরাফের এজলাসে 2 নম্বর কোর্টে শুনানি হয়। ফের DA মামলা SAT ফিরে আসে। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল রাজ্য সরকার এবং মামলাকারী দু'পক্ষকে হলফনামা জমা দিতে নির্দেশ দেয়। সেই মতো গতকাল দু'পক্ষই হলফনামা জমা দেয়। এরপর SAT জানিয়ে দেয়, DA মামলার শেষ 25 এপ্রিল হবে শেষ শুনানি।

Last Updated : Apr 11, 2019, 3:11 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.