ETV Bharat / briefs

Kolkata Traffic Police seize Buses : বৈধ কাগজপত্র না-থাকার অভিযোগে একাধিক বাস বাজেয়াপ্ত করল কলকাতা পুলিশ - Kolkata Traffic Police seize Buses

দুর্ঘটনার পর টনক নড়ল । এখন থেকে বৈধ কাগজ না-থাকলে বা সিএফ-এর মেয়াদ ফুরিয়ে গেলে পুলিশ সেই সব বাস বাজেয়াপ্ত করছে । আপনার গাড়ির সব নথি ঠিক আছে তো (Kolkata Traffic Police seize Buses) ?

Kolkata Traffic Police seize Buses
বৈধ কাগজ না থাকায় বাস বাজেয়াপ্ত
author img

By

Published : Feb 2, 2022, 7:09 PM IST

কলকাতা, 2 ফেব্রুয়ারি : ধর্মতলা ডোরিনা ক্রসিং-এ মিনি বাস উল্টে যাওয়ায় নড়েচড়ে বসল রাজ্য পরিবহন দফতর এবং কলকাতা পুলিশ । বিভিন্ন ট্রাফিক গার্ড এবং থানার আওতায় ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ (Safe Drive Save Life) প্রচার অভিযান চলছে । পাশাপাশি যে সব বাসের বৈধ কাগজপত্র নেই অথবা সিএফ-এর সময়সীমা শেষ হয়ে গিয়েছে, সেগুলিকে আটক করছে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ (without legal document in Kolkata) ।

লালবাজার ট্রাফিক বিভাগ সূত্রে খবর, এখনও পর্যন্ত মোট 45টি বাস বাজেয়াপ্ত করা হয়েছে । এদের মধ্যে কিছু বাসের বৈধ কাগজপত্র ছিল না। অনেক বাসের সিএফ-র মেয়াদ শেষ হয়ে গিয়েছিল । 2018 সালে এই সমস্ত বাসগুলোর বিমার মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর পুনর্নবীকরণ করানো হয়নি । রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম সিএফ না থাকা গাড়ি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন ।

আরও পড়ু‌ন : Kolkata Bus Accident: টায়ারে ছিল গলদ, ডোরিনা ক্রসিংয়ের বাস দুর্ঘটনায় মত ফরেনসিক বিশেষজ্ঞদের

তবে এতদিন পর্যন্ত সিএফ না থাকা সত্ত্বেও বাসগুলোকে বাজেয়াপ্ত করা হয়নি । পরিবর্তে জরিমানা করে ছেড়ে দেওয়া হত । গত রবিবার, 30 জানুয়ারি দুপুরে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এ (Dorina Crossing, Esplanade) বরযাত্রী-সহ পার্ক সার্কাস থেকে হাওড়া বাঁকড়াগামী মিনিবাস উল্টে যায় । দুর্ঘটনাগ্রস্ত সেই বাসটির বিরুদ্ধে বহুবার শহরের রাস্তায় বেপরোয়া চলাচলের অভিযোগ রয়েছে । এর সঙ্গে একাধিক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছিল কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ । প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বাসটির গতি এতটাই বেশি ছিল যে অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে সেটি উল্টে যায় ৷ এই ঘটনায় সজাগ হয় রাজ্য পরিবহন বিভাগ ।

পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম, কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েলকে (Vineet Kumar Goyal) নির্দেশ দেন শহরের রাস্তায় যে সব গাড়ি বৈধ কাগজপত্র ছাড়া চলাফেরা করছে, অবিলম্বে সেগুলিকে চিহ্নিত করা হোক । তারপরে এই পদক্ষেপ ।

আরও পড়ু‌ন : Kolkata Bus Accident : রাজভবনের কাছে উল্টে গেল বাস, আহত বেশ কয়েকজন

কলকাতা, 2 ফেব্রুয়ারি : ধর্মতলা ডোরিনা ক্রসিং-এ মিনি বাস উল্টে যাওয়ায় নড়েচড়ে বসল রাজ্য পরিবহন দফতর এবং কলকাতা পুলিশ । বিভিন্ন ট্রাফিক গার্ড এবং থানার আওতায় ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ (Safe Drive Save Life) প্রচার অভিযান চলছে । পাশাপাশি যে সব বাসের বৈধ কাগজপত্র নেই অথবা সিএফ-এর সময়সীমা শেষ হয়ে গিয়েছে, সেগুলিকে আটক করছে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ (without legal document in Kolkata) ।

লালবাজার ট্রাফিক বিভাগ সূত্রে খবর, এখনও পর্যন্ত মোট 45টি বাস বাজেয়াপ্ত করা হয়েছে । এদের মধ্যে কিছু বাসের বৈধ কাগজপত্র ছিল না। অনেক বাসের সিএফ-র মেয়াদ শেষ হয়ে গিয়েছিল । 2018 সালে এই সমস্ত বাসগুলোর বিমার মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর পুনর্নবীকরণ করানো হয়নি । রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম সিএফ না থাকা গাড়ি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন ।

আরও পড়ু‌ন : Kolkata Bus Accident: টায়ারে ছিল গলদ, ডোরিনা ক্রসিংয়ের বাস দুর্ঘটনায় মত ফরেনসিক বিশেষজ্ঞদের

তবে এতদিন পর্যন্ত সিএফ না থাকা সত্ত্বেও বাসগুলোকে বাজেয়াপ্ত করা হয়নি । পরিবর্তে জরিমানা করে ছেড়ে দেওয়া হত । গত রবিবার, 30 জানুয়ারি দুপুরে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এ (Dorina Crossing, Esplanade) বরযাত্রী-সহ পার্ক সার্কাস থেকে হাওড়া বাঁকড়াগামী মিনিবাস উল্টে যায় । দুর্ঘটনাগ্রস্ত সেই বাসটির বিরুদ্ধে বহুবার শহরের রাস্তায় বেপরোয়া চলাচলের অভিযোগ রয়েছে । এর সঙ্গে একাধিক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছিল কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ । প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বাসটির গতি এতটাই বেশি ছিল যে অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে সেটি উল্টে যায় ৷ এই ঘটনায় সজাগ হয় রাজ্য পরিবহন বিভাগ ।

পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম, কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েলকে (Vineet Kumar Goyal) নির্দেশ দেন শহরের রাস্তায় যে সব গাড়ি বৈধ কাগজপত্র ছাড়া চলাফেরা করছে, অবিলম্বে সেগুলিকে চিহ্নিত করা হোক । তারপরে এই পদক্ষেপ ।

আরও পড়ু‌ন : Kolkata Bus Accident : রাজভবনের কাছে উল্টে গেল বাস, আহত বেশ কয়েকজন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.