ETV Bharat / briefs

বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় SIT গঠন

author img

By

Published : May 16, 2019, 7:58 PM IST

Updated : May 16, 2019, 11:04 PM IST

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় গঠিত হল SIT

ভাঙা মূর্তি

কলকাতা, 16 মে : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় ছয় সদস্যের বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করল কলকাতা পুলিশ । SIT-র নেতৃত্ব দেবেন DC (নর্থ) দেবাশিস সরকার । ঘটনায় দ্রুত সম্ভব রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে ।

মঙ্গলবার কলকাতায় অমিত শাহের রোড-শোকে কেন্দ্র ব্যাপক উত্তেজনা ছড়ায় । কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের সামনে তৃণমূল কংগ্রেস ও BJP-র মধ্যে ধুন্ধুমার হয় । দু'পক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ বাধে । বিদ্যাসাগর কলেজের সামনে উত্তেজনা আরও বাড়ে । ভেঙে ফেলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি । সেই দায় কার, তা নিয়ে তৃণমূল ও BJP-র মধ্যে চাপানউতোর শুরু হয় । দু'পক্ষই একে অপরের বিরুদ্ধে মূর্তি ভাঙার অভিযোগ তোলে ।

তারপর আজ ঘটনার তদন্তের জন্য SIT গঠন করা হল । টিমে রয়েছেন - অ্যান্টি রাউডি সেকশনের একজন ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট কমিশনার (ডিটেকটিভ ডিপার্টমেন্ট), আমহার্ট স্ট্রিট মহিলা থানার OC সহ অন্যরা ।

কলকাতা, 16 মে : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় ছয় সদস্যের বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করল কলকাতা পুলিশ । SIT-র নেতৃত্ব দেবেন DC (নর্থ) দেবাশিস সরকার । ঘটনায় দ্রুত সম্ভব রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে ।

মঙ্গলবার কলকাতায় অমিত শাহের রোড-শোকে কেন্দ্র ব্যাপক উত্তেজনা ছড়ায় । কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের সামনে তৃণমূল কংগ্রেস ও BJP-র মধ্যে ধুন্ধুমার হয় । দু'পক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ বাধে । বিদ্যাসাগর কলেজের সামনে উত্তেজনা আরও বাড়ে । ভেঙে ফেলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি । সেই দায় কার, তা নিয়ে তৃণমূল ও BJP-র মধ্যে চাপানউতোর শুরু হয় । দু'পক্ষই একে অপরের বিরুদ্ধে মূর্তি ভাঙার অভিযোগ তোলে ।

তারপর আজ ঘটনার তদন্তের জন্য SIT গঠন করা হল । টিমে রয়েছেন - অ্যান্টি রাউডি সেকশনের একজন ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট কমিশনার (ডিটেকটিভ ডিপার্টমেন্ট), আমহার্ট স্ট্রিট মহিলা থানার OC সহ অন্যরা ।

Kanpur (Uttar Pradesh), May 15 (ANI): An encounter broke out between police and miscreants in Uttar Pradesh's Kanpur on Tuesday. This incident took place at Shyam Nagar area. A wanted criminal Pawan Soni, who is a resident of Raebareli but currently staying in Barra area, was injured in the encounter. There was a bounty of Rs 25,000 on his head. Pawan has been admitted in the Kashiram Hospital of Kanpur for medical treatment. The other miscreants managed to escape.
Last Updated : May 16, 2019, 11:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.