ETV Bharat / briefs

প্যাকেটবন্দি জলেও কি জন্ডিসের জীবাণু ? নজরদারি শুরু পৌরনিগমের - hepatitis B

কলকাতা পৌরনিগম প্যাকেটবন্দি জলের উপরও নজরদারি চালানো শুরু করল । বিভিন্ন জায়গা থেকে জলের নমুনা সংগ্রহ করা শুরু হয়েছে । এই জলগুলিতে রোগ-জীবানু রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে ।

প্যাকেটবন্দি জলেও কি জন্ডিসের জীবাণু ? নজরদারি শুরু পৌরনিগমের
author img

By

Published : Jun 5, 2019, 2:09 PM IST

কলকাতা, 5 জুন : কলকাতায় একাধিক জায়গা থেকে সম্প্রতি একাধিক বাসিন্দার জন্ডিসে আক্রান্তের খবর পাওয়া গেছে । এই কারণে এবার কলকাতা পৌরনিগম দোকানে বিক্রি হওয়া প্যাকেটবন্দি জলের উপরও নজরদারি শুরু করেছে । বিভিন্ন জায়গা থেকে ওই জলের নমুনা সংগ্রহ করা শুরু হয়েছে । এই জলে জন্ডিস (হেপাটাইটিস A)- এর জীবাণু রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে ।

শহরের 99 নম্বর ওয়ার্ডে জন্ডিস ছড়ানোর পর নড়েচড়ে বসেছে পৌর প্রশাসন । এই এলাকায় পৌরনিমগমের জলে জন্ডিসের জীবাণু পাওয়া গেছে । এ কথা স্বীকার করে নিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । তিনি জানান, এবার থেকে প্যাকেটবন্দি পানীয় জলের নমুনাও পরীক্ষা করে দেখা হবে । এরপরই গতকাল থেকে বিভিন্ন দোকানের প্যাকেটবন্দি পানীয় জলের নমুনা সংগ্রহ করা হচ্ছে । ইতিমধ্যেই শোভাবাজার ও পার্ক স্ট্রিট এলাকা থেকে পৌরকর্মীরা জলের নমুনা সংগ্রহ করেছে ।

গরমে শরবত, লস্যি, বরফের গোলা, লেবু জল ইত্যাদির চাহিদা বেড়ে । এগুলিতে কোথাও বাণিজ্যিক বরফ ব্যবহার করা হয় কি না সেই বিষয়েও নজরদারি চালিয়েছে প্রশাসন । এছাড়া দুর্গাপুজোর সময় বিভিন্ন হোটেল ও রেস্তরাঁর খাবারের নমুনা সংগ্রহ করে গুণমান বিচার করেছে কলকাতা পৌরনিগম ।

কলকাতা, 5 জুন : কলকাতায় একাধিক জায়গা থেকে সম্প্রতি একাধিক বাসিন্দার জন্ডিসে আক্রান্তের খবর পাওয়া গেছে । এই কারণে এবার কলকাতা পৌরনিগম দোকানে বিক্রি হওয়া প্যাকেটবন্দি জলের উপরও নজরদারি শুরু করেছে । বিভিন্ন জায়গা থেকে ওই জলের নমুনা সংগ্রহ করা শুরু হয়েছে । এই জলে জন্ডিস (হেপাটাইটিস A)- এর জীবাণু রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে ।

শহরের 99 নম্বর ওয়ার্ডে জন্ডিস ছড়ানোর পর নড়েচড়ে বসেছে পৌর প্রশাসন । এই এলাকায় পৌরনিমগমের জলে জন্ডিসের জীবাণু পাওয়া গেছে । এ কথা স্বীকার করে নিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । তিনি জানান, এবার থেকে প্যাকেটবন্দি পানীয় জলের নমুনাও পরীক্ষা করে দেখা হবে । এরপরই গতকাল থেকে বিভিন্ন দোকানের প্যাকেটবন্দি পানীয় জলের নমুনা সংগ্রহ করা হচ্ছে । ইতিমধ্যেই শোভাবাজার ও পার্ক স্ট্রিট এলাকা থেকে পৌরকর্মীরা জলের নমুনা সংগ্রহ করেছে ।

গরমে শরবত, লস্যি, বরফের গোলা, লেবু জল ইত্যাদির চাহিদা বেড়ে । এগুলিতে কোথাও বাণিজ্যিক বরফ ব্যবহার করা হয় কি না সেই বিষয়েও নজরদারি চালিয়েছে প্রশাসন । এছাড়া দুর্গাপুজোর সময় বিভিন্ন হোটেল ও রেস্তরাঁর খাবারের নমুনা সংগ্রহ করে গুণমান বিচার করেছে কলকাতা পৌরনিগম ।

Intro:বিকেলের পর থেকে ঝড় বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় । ঝড় বৃষ্টির প্রকোপ চলবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ জুড়ে। আগামীকাল থেকে অবস্থার উন্নতি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। আজ সন্ধ্যার পর থেকে বিশেষ করে বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া হুগলি পুরুলিয়া, বাঁকুড়া, মালদা ও মুর্শিদাবাদ জেলা গুলোতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া থিক কর্তা জানিয়েছেন পশ্চিম ও উত্তর জেলা গুলিতে আগামী 24 ঘণ্টায় ঝড়-বৃষ্টির বেশি সম্ভাবনা রয়েছে।


Body:আলিপুর অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যার ফলে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ডুকছে আমাদের রাজ্যে সেই সঙ্গে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার দাপট যার ফলে উত্তর যার ফলে উত্তর দিক থেকে ঠান্ডা হওয়া ডুকছে রাজ্যে। এবিল সঙ্গে উত্তরে একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। এরফলেই বজ্রগর্ভ মেঘ এর সঞ্চার হচ্ছে এবং ঝড় বৃষ্টি চলছে। আজ বিকেলের পর কলকাতায় 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পূর্বাভাস রয়েছে।


Conclusion:আলিপুর অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন পশ্চিমী ঝঞ্ঝার যেহুতু পশ্চিম দিক থেকে পূর্ব দিকে অগ্রসর হয় তাই জন্য প্রথম বৃষ্টিতো হয়েছে বিহারে। তিনি জানিয়েছেন এর পরে বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে এবং আগামী কালকের পর থেকে বৃষ্টি হবে উত্তর-পূর্ব ভারতে। যার ফলে আমাদের রাজ্যে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। তিনি জানিয়েছেন এরই একটা অংশ বিহার থেকে একটু নিচের দিকে নামতে এবং তার ফলে বাঁকুড়া বীরভূম পুরুলিয়া হয়ে বর্ধমান ও দক্ষিণ বঙ্গের কয়টি জেলা কে প্রভাবিত করবে। এরফলেই জেলাগুলোতে বৃষ্টি হবে আগামীকাল থেকে অবস্থার উন্নতি হবে বলে জানিয়েছেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায় আলিপুর আবহাওয়া অফিস অধিকর্তা।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.