কলকাতা, 30জুন : একদিকে বেড়েছে জ্বালানির দাম ।অন্যদিকে রাজ্য সরকারের নির্দেশিকার পরেও EMI-র জন্য চাপ দিচ্ছে বেসরকারি সংস্থা ওব্যাঙ্কগুলি । এরই মধ্যে গতকাল কাঁকুরগাছি এলাকার মানিকতলার বাসিন্দা গোপাল দাস(32)-র ঝুলন্ত দেহ উদ্ধার হয় । ক্যাবচালকগোপাল আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক অনুমান পুলিশের । সহকর্মীর মৃত্যু ও সাম্প্রতিকপরিস্থিতির প্রতিবাদে আজ কলকাতা ওলা উবর অ্যাপ ক্যাব অপারেটর অ্যান্ড ড্রাইভারইউনিয়নের তরফে বিক্ষোভ মিছিল করা হয় । সুবোধ মল্লিক স্কয়্যার থেকে হিন্দ সিনেমাপর্যন্ত তাঁরা মিছিল করেন ।
CITU অনুমোদিতকলকাতা ওলা ও উবর অ্যাপ ক্যাব অপারেটর ইউনিয়নের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ ঘোষ এইপরিস্থিতিতে সমস্যার কথা উল্লেখ করেন । তিনি বলেন, "যে পরিমাণে জ্বালানির দাম বাড়ছেসারাদিন গাড়ি চালিয়েও 200 টাকাওআয় হচ্ছে না । অস্বাভাবিক জ্বালানি দামের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে নাকেন্দ্র সরকার । লকডাউনের সময় গাড়ি বন্ধ ছিল । অ্যাপ ক্যাব সংস্থাগুলিকে চিঠিদিয়ে বিমার কথা জানিয়েছি । তবে কোনও কাজ হয়নি । পাশাপাশি আমরা গাড়িগুলিকে নিয়মিতস্যানিটাইজ় করার কথাও জানিয়েছিলাম । চালকদের মাস্ক, গ্লভস, হ্যান্ড স্যানিটাইজ়ার ও গাড়িতেকোরোনা শিট দেওয়ার কথা বলেছিলাম । তাও দেওয়া হয়নি । প্রথমদিকে হাতে গোনা কয়েকটিগাড়িতে এই সুবিধা দিলেও বেশিরভাগ গাড়ি গাড়িতে দেওয়া হয়নি । ফলে সংক্রমণবাড়ছে ।”
পাশাপাশিযাত্রী এবং গাড়িচালকের সংক্রমণের প্রসঙ্গেও উদ্বেগ প্রকাশ করেন ইন্দ্রজিৎ । সঠিকপ্রতিরোধ ব্যবস্থা না নেওয়া হলে সংক্রমণের আশঙ্কাও থেকে যাচ্ছে । ইন্দ্রজিৎ বলেন, “রাজ্য সরকার ঘোষণা করেছে যত সিট তত জনযাত্রী নিতে হবে । তাই চালকের পাশের আসনে বসছেন যাত্রীরা । ইতিমধ্যেই চারজন চালকসংক্রমিত হয়েছেন । যাত্রীদের মধ্যেও একটা ভয় কাজ করছে । তাই তাঁরাও অ্যাপ ক্যাবঅনেক কম ব্যবহার করছেন । আমরা সংস্থাগুলির সঙ্গে কথা বলে এঁদের চিকিৎসার পুরো দায়দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছি । গতকাল এক চালক গোপাল দাস আত্মহত্যা করেছেন ।বেসরকারি ব্যাঙ্কগুলি EMI-রজন্য চালকদের ওপর চাপ সৃষ্টি করেছে । তাই প্রশাসন ও ক্যাব সংস্থাগুলি এই সমস্যারদ্রুত সমাধান না করলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হব।" ইতিমিধ্যেই আর একটি সিগালক সংস্থাওয়েস্ট বেঙ্গল অনলাইন ক্যাব অপারেটরস জানিয়ে দিয়েছে , তাঁদের সমস্যাগুলির দ্রুত সুরাহা নাকরা হলে তাঁদের পক্ষে আর গাড়ির পরিষেবা চালিয়ে যাওয়া সম্ভব হবে না ।