ETV Bharat / briefs

অপরাধীদের নিয়ে প্রচারে ঘোরার অভিযোগ নিরজের বিরুদ্ধে - দার্জিলিং

অপরাধীদের নিয়ে প্রচারে ঘুরছে BJP প্রার্থী নিরজ জিম্বা । দাবি মোর্চার বিনয়পন্থী নেতা কেশবরাজ পোখরালের । তাঁর দাবি, প্রচার পাওয়ার জন্য নিরজ এসব করছে ।

কেশবরাজ পোখরাল
author img

By

Published : May 4, 2019, 2:23 PM IST

দার্জিলিং, 4 মে : "BJP প্রার্থী নিরজ জিম্বা জামিন অযোগ্য ধারায় অভিযুক্ত লোকদের নিয়ে ঘুরছে ।" গতকাল এই দাবি করেন মোর্চার বিনয় তামাং অনুগামী নেতা কেশবরাজ পোখরেল । পাশাপাশি তাঁর দাবি, নির্বাচন কমিশন BJP-র হয়ে কাজ করছে ।

গোর্খা জনমুক্তি মোর্চার (বিনয়পন্থী) কেন্দ্রীয় কমিটির সদস্য কেশবরাজ । বিধানসভা উপনির্বাচনে দার্জিলিং কেন্দ্রে BJP-র জোটপ্রার্থী নিরজ জিম্বা । বৃহস্পতিবার দার্জিলিঙে হ্যাপি ভ্যালি চা বাগানে ভোট প্রচারে যান তিনি । সেইসময় দু'জন যুবক বাইকে চেপে এসে নিরজের গাড়িতে হামলা চালায় । অভিযোগ, হামলাকারীরা মোর্চার বিনয়পন্থী শিবিরের । এই ঘটনায় দার্জিলিং সদর থানায় অভিযোগ দায়ের করা হয় ।

এবিষয়ে মোর্চার কেন্দ্রীয় কমিটির নেতা কেশবরাজ পোখরেলকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "প্রচার পাওয়ার জন্য নিজের গাড়ি নিজের লোকদের দিয়ে ভাঙচুর করাচ্ছে নিরজ । এটা নির্বাচন কমিশনের দেখা উচিত । নির্বাচন কমিশন BJP- র হয়ে কাজ করছে । নিরজ জিম্বার সঙ্গে যারা ঘুরছে তাদের অনেকের বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারায় মামলা রয়েছে । নির্বাচন কমিশন এগুলো দেখছে না কেন ? আমরা অনেক কষ্ট করে পাহাড়ে শান্তি ফিরিয়েছি । আর কোনওভাবেই পাহাড়ে কোনওরকম অশান্তি আমরা হতে দেব না ।"

দার্জিলিং, 4 মে : "BJP প্রার্থী নিরজ জিম্বা জামিন অযোগ্য ধারায় অভিযুক্ত লোকদের নিয়ে ঘুরছে ।" গতকাল এই দাবি করেন মোর্চার বিনয় তামাং অনুগামী নেতা কেশবরাজ পোখরেল । পাশাপাশি তাঁর দাবি, নির্বাচন কমিশন BJP-র হয়ে কাজ করছে ।

গোর্খা জনমুক্তি মোর্চার (বিনয়পন্থী) কেন্দ্রীয় কমিটির সদস্য কেশবরাজ । বিধানসভা উপনির্বাচনে দার্জিলিং কেন্দ্রে BJP-র জোটপ্রার্থী নিরজ জিম্বা । বৃহস্পতিবার দার্জিলিঙে হ্যাপি ভ্যালি চা বাগানে ভোট প্রচারে যান তিনি । সেইসময় দু'জন যুবক বাইকে চেপে এসে নিরজের গাড়িতে হামলা চালায় । অভিযোগ, হামলাকারীরা মোর্চার বিনয়পন্থী শিবিরের । এই ঘটনায় দার্জিলিং সদর থানায় অভিযোগ দায়ের করা হয় ।

এবিষয়ে মোর্চার কেন্দ্রীয় কমিটির নেতা কেশবরাজ পোখরেলকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "প্রচার পাওয়ার জন্য নিজের গাড়ি নিজের লোকদের দিয়ে ভাঙচুর করাচ্ছে নিরজ । এটা নির্বাচন কমিশনের দেখা উচিত । নির্বাচন কমিশন BJP- র হয়ে কাজ করছে । নিরজ জিম্বার সঙ্গে যারা ঘুরছে তাদের অনেকের বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারায় মামলা রয়েছে । নির্বাচন কমিশন এগুলো দেখছে না কেন ? আমরা অনেক কষ্ট করে পাহাড়ে শান্তি ফিরিয়েছি । আর কোনওভাবেই পাহাড়ে কোনওরকম অশান্তি আমরা হতে দেব না ।"

দার্জিলিংয়ের ভানভবনে বুধ বার সকাল থেকেই ভোট কর্মী দের জোর তৎপরতা। ভোট কর্মীরা এখান থেকেই দার্জিলিং বিভিন্ন জায়গায় ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.