দিল্লি, 2জুলাই : COVID-19সংক্রমিতদের জন্য দেশের প্রথমপ্লাজ়মা ব্যাঙ্কের ঘোষণা করলেন কেজরিওয়াল । দিল্লিতে এই প্লাজ়মা ব্যাঙ্কটি তৈরিকরা হয়েছে । কোরোনা আক্রান্ত যে ব্যক্তিরা সুস্থ হয়ে উঠেছেন, তাঁদের প্লাজ়মা দান করার জন্য আজঅনুরোধ করেন দিল্লির মুখ্যমন্ত্রী । তাঁদের প্লাজ়মা অন্যের জীবন বাঁচাতে পারেবলেও জানান কেজরিওয়াল ।
আজভার্চুয়াল সাংবাদিক বৈঠকে কোরোনা সংক্রমণে দিল্লির সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কেজানান কেজরিওয়াল । সাংবাদিক বৈঠকেই তিনি বলেন, “আমি আজ দিল্লিতে একটি প্লাজ়মাব্যাঙ্কের ঘোষণা করছি । COVID-19 পজ়িটিভ ব্যক্তিদের সমস্যা সমাধান করবে এই প্লাজ়মা ব্যাঙ্কই ।”
যেকোরোনা আক্রান্ত ব্যক্তিরা সুস্থ হয়ে উঠেছেন, তাঁদের এগিয়ে আসার অনুরোধ করেন কেজরি। এই প্লাজ়মা ব্যাঙ্ক সফল হবে যদি সেই নির্দিষ্ট ব্যক্তিরা তাঁদের প্লাজমা দানকরেন ।
প্লাজ়মাদানের জন্য একটি হেল্পলাইন নম্বরও ঘোষণা করেন কেজরি । তিনি বলেন, যে ব্যক্তিরা প্লাজ়মা দান করতে চানতাঁরা 1031-এসরাসরি ফোন করতে পারেন । বা 8800007722-এ হোয়াটস অ্যাপ করতে পারেন ।
যেব্যক্তিরা কোরোনা সংক্রমিত ছিলেন । চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন, কোরোনা ভাইরাস মুক্ত হওয়ার পরে যাঁরা 14দিন পার করেছেন তাঁরাই এসে প্লাজ়মাদান করতে পারবেন । 50কেজি-রবেশি ওজন এবং 18-60 বছরবয়সী ব্যক্তি প্লাজ়মা দান করতে পারবেন বলে জানান কেজরিওয়াল ।
তবেক্যানসার আক্রান্ত, গর্ভবতীমহিলারা প্লাজ়মা দিতে পারবেন না । এছাড়াও যে ব্যক্তি মধুমেহ রোগে আক্রান্ত বাইনসুলিন নেন তাঁরাও প্লাজ়মা দিতে পারবেন না । উচ্চরক্তচাপ বা হাইপারটেনশনের রোগী, ফুসফুস, কিডনি এবং হৃদরোগে আক্রান্ত ব্যক্তিপ্লাজ়মা দান করতে পারবেন না ।