ETV Bharat / briefs

মাসুদকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা মোদির কূটনৈতিক সাফল্য : কৈলাস

আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর তালিকাভুক্ত হল মাসুদ আজ়হার । দীর্ঘ লড়াইয়ের পর এই তালিকাভুক্তকরণ নরেন্দ্র মোদির কূটনৈতিক সাফল্য, বলেন কৈলাস বিজয়বর্গীয় ।

author img

By

Published : May 2, 2019, 1:27 AM IST

Updated : May 2, 2019, 1:40 AM IST

কৈলাস বিজয়বর্গীয়

কলকাতা, 2 মে : "মাসুদ আজ়হারকে আন্তর্জাতিক জঙ্গির তালিকাভুক্তকরণ নরেন্দ্র মোদির কূটনৈতিক সাফল্য ।" গতকাল কলকাতায় BJP-র নির্বাচনী অফিসে সাংবাদিক বৈঠকে একথা বলেন BJP-র কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় ।

কৈলাস বলেন, "আজ দক্ষিণ এশিয়ায় ভারতের বড় জয় হয়েছে । মাসুদ আজ়হারকে আন্তজার্তিক জঙ্গি ঘোষণার জন্য ভারত ও ফ্রান্সের পক্ষ থেকে রাষ্ট্রসংঘকে অনেকবার প্রস্তাব পাঠানো হয়েছিল । কিন্তু চিনের আপত্তির কারণে সেই প্রস্তাব পাস হয়নি । শুধু ভারত নয়, এশিয়ার সমস্ত দেশেরই সন্ত্রাসবাদের বিরুদ্ধে বড় জয় হল । মাসুদ আজ়হারকে আন্তজার্তিক জঙ্গি ঘোষণার জন্য চিনের মতো একটা শক্তিশালী দেশকেও বাধ্য করা হয়েছে । এটা ভারতের কাছে সব থেকে বড় জয় ।"

শুনুন বক্তব্য

এই সংক্রান্ত খবর : আন্তর্জাতিক জঙ্গি মাসুদ আজ়হার, আপত্তি প্রত্যাহার চিনের

তিনি আরও বলেন, "UPA আমলে মাসুদ আজ়হারকে আন্তজার্তিক সন্ত্রাসবাদী হিসেবে তালিকাভুক্ত করার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল । কিন্তু শেষ পর্যন্ত ওরা এটা করতে পারেনি । আমি খুব খুশি কারণ, ভারতের সফল কূটনীতির জন্য আজ মাসুদ আজ়হারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করা হয়েছে । সন্ত্রাসবাদের বিরুদ্ধে এটা মোদিজির অনেক বড় সাফল্য ।"

এই সংক্রান্ত খবর : ISI-র ব্লু আইড বয়, কে এই মাসুদ ?

কলকাতা, 2 মে : "মাসুদ আজ়হারকে আন্তর্জাতিক জঙ্গির তালিকাভুক্তকরণ নরেন্দ্র মোদির কূটনৈতিক সাফল্য ।" গতকাল কলকাতায় BJP-র নির্বাচনী অফিসে সাংবাদিক বৈঠকে একথা বলেন BJP-র কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় ।

কৈলাস বলেন, "আজ দক্ষিণ এশিয়ায় ভারতের বড় জয় হয়েছে । মাসুদ আজ়হারকে আন্তজার্তিক জঙ্গি ঘোষণার জন্য ভারত ও ফ্রান্সের পক্ষ থেকে রাষ্ট্রসংঘকে অনেকবার প্রস্তাব পাঠানো হয়েছিল । কিন্তু চিনের আপত্তির কারণে সেই প্রস্তাব পাস হয়নি । শুধু ভারত নয়, এশিয়ার সমস্ত দেশেরই সন্ত্রাসবাদের বিরুদ্ধে বড় জয় হল । মাসুদ আজ়হারকে আন্তজার্তিক জঙ্গি ঘোষণার জন্য চিনের মতো একটা শক্তিশালী দেশকেও বাধ্য করা হয়েছে । এটা ভারতের কাছে সব থেকে বড় জয় ।"

শুনুন বক্তব্য

এই সংক্রান্ত খবর : আন্তর্জাতিক জঙ্গি মাসুদ আজ়হার, আপত্তি প্রত্যাহার চিনের

তিনি আরও বলেন, "UPA আমলে মাসুদ আজ়হারকে আন্তজার্তিক সন্ত্রাসবাদী হিসেবে তালিকাভুক্ত করার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল । কিন্তু শেষ পর্যন্ত ওরা এটা করতে পারেনি । আমি খুব খুশি কারণ, ভারতের সফল কূটনীতির জন্য আজ মাসুদ আজ়হারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করা হয়েছে । সন্ত্রাসবাদের বিরুদ্ধে এটা মোদিজির অনেক বড় সাফল্য ।"

এই সংক্রান্ত খবর : ISI-র ব্লু আইড বয়, কে এই মাসুদ ?

Intro:
01-05-19


সুজয় ঘোষ, কলকাতা


কলকাতাঃ "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কূটনৈতিক সফল্যে ও চীনের প্রতি ভারতের চাপ সৃষ্টির জন্যই আজ মাসুদ আজাহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তালিকা ভুক্ত করা হল" আজ কলকাতায় বিজেপি নির্বাচনী অফিসে সাংবাদিক বৈঠকে এই দাবী করেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গী।




কৈলাস বিজয়বর্গী বলেন, "মাসুদ আজাহাকে আন্তজার্তিক সন্ত্রাসবাদী ঘোষণা করার জন্য চীনের মত একটা মহা শক্তিশালি দেশকেও বাধ্য করা হয়েছে। এটা ভারতের কাছে সব থেকে বড় জয় হয়েছে"



"UPA সরকারের আমলে মাসুদ আজাহারকে আন্তজার্তিক সন্ত্রাসবাদী হিসাবে তালিকা ভুক্ত করার জন্য অনেক চেষ্টায় করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত UPA সরকার এটা করতে পারে নি। আজ আমি খুবই খুশি। এটা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতবর্ষ ও মোদীজির খুব বড় সাফল্য। তার জন্য সারা দেশে উৎসব শুরু হচ্ছে। এই উৎসব এর আচ বাংলাতেও দেখা যাচ্ছে" বলে জানান কৈলাস।



কৈলাস বলেন, আজ শুধু ভারতবর্ষে নয়। দক্ষিণপূর্ব ভারতের দেশের কাছে বড় জয় হয়েছে। মাসুদ আজাহারকে আন্তজার্তিক সন্ত্রাশবাদী ঘোষণা করার জন্য ভারত ও ফান্সের পক্ষ থেকে রাষ্ট্রসংঘকে অনেকবার প্রস্তাব পাঠানো হয়েছিলও। কিন্তু চীনের আপত্তির কারণে সেই প্রস্তাব পাশ হয় নি। আজ আমি খুবই খুশি সারা বিশ্বের দেশগুলি চাপ সৃষ্টি করার জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কূটনৈতিক সাফল্যের জন্য এই সাফল্য। শুধু ভারত নয়, এশিয়ার সমস্ত দেশের কাছে আতঙ্কবাদের বিরুদ্ধে বড় জয় হল।Body:কপিConclusion:
Last Updated : May 2, 2019, 1:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.