ETV Bharat / briefs

সাংবাদিকরা BJP-র কাছে পয়সা খেয়ে কাটমানির খবর করছে : অনুব্রত

কাটমানি নিয়ে সাংবাদিকরা অনুব্রত মণ্ডলকে প্রশ্ন করেন । জবাবে তিনি বলেন, "সাংবাদিকরাই BJP-র কাছ থেকে পয়সা খেয়ে (কাটমানির খবর) করছে । "

অনুব্রত
author img

By

Published : Jun 26, 2019, 8:38 PM IST

Updated : Jun 26, 2019, 9:40 PM IST

বীরভূম, 26 জুন : তৃণমূল কংগ্রেসের কাছে ক্রমশ মাথাব্যথা হয়ে দাঁড়াচ্ছে কাটমানি । রাজ্যের বিভিন্ন জেলায় কাটমানি ইশুতে বিক্ষোভের মুখে পড়ছেন তৃণমূল নেতারা । বাদ যায়নি বীরভূমও । যদিও তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দাবি, পুরো বিষয়টি সাংবাদিকদের তৈরি করা । তাঁর কথায়, "সাংবাদিকরাই BJP-র কাছ থেকে পয়সা খেয়ে (কাটমানির খবর) করছে । "

BJP ছেড়ে বাহিরি-পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা থেকে প্রায় 1 হাজার লোক আজ তৃণমূল কংগ্রেসে যোগ দেন । সাংবাদিক বৈঠক করে তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন অনুব্রত । সেখানে কাটমানি নিয়ে প্রশ্ন করা হলে ক্ষুব্ধ হন অনুব্রত । উত্তেজিত হয়ে তিনি বলেন, "ও ফালতু কথা । ও তোমরা (সাংবাদিকরা) করছ । সাংবাদিকরা BJP-র কাছে পয়সা খেয়ে (কাটমানির খবর) করছে । "

এই সংক্রান্ত আরও খবর : সরকারি কাজে কাটমানি, টাকা ফেরতের জন্য মুচলেকা তৃণমূল নেতার

কিন্তু, কাটমানি ইশুতে একাধিক জায়গায় তো শাসকদলের বিভিন্ন নেতা ও জনপ্রতিনিধিকে ঘিরে বিক্ষোভে দেখানো হচ্ছে ? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে দৃশ্যতই ক্ষুব্ধ অনুব্রত বলেন, "ও বাজে কথা ! একেবারে ফালতু কথা ! আমাকে দেখাও কটা (এমন ঘটনা ঘটেছে) । "

এই সংক্রান্ত আরও খবর : কাটমানি ফেরত দিলেন সিউড়ির তৃণমূল বুথ সভাপতি

তখন সাংবাদিকরা বলেন, "পাড়ুইয়ে তো কাটমানি নিয়ে আজও বিক্ষোভ হয়েছে । " উত্তরে অনুব্রত বলেন, "পাড়ুইয়ে নয় । পাড়ুইয়ে আমাদের মিছিল চলছে । না জেনে কথা বলবে না । " সাংবাদিকরা পালটা প্রশ্ন করেন, যদি (কাটমানি ইশুতে) দোষ প্রমাণিত হয় তাহলে কি শাস্তি দেওয়া হবে ? অনুব্রত বলেন, "ওসব পরে কথা হবে । ছাড়ো । CPI(M) আমল ভুলে গেছো ? তোমার তখনও জন্ম হয়নি । 1 লাখ 16 হাজার টাকার বাড়ি ছিল । কোনওটাই বাড়ি হত না । চুপ করো । CPI(M) আমলে বাড়ি হত না । পুরোটাই নিয়ে নিত । ছাড়ো । "

এই সংক্রান্ত আরও খবর : আর্থিক দুর্নীতি নিয়ে আরও কড়া নবান্ন, তৈরি হল নতুন পদ

বীরভূম, 26 জুন : তৃণমূল কংগ্রেসের কাছে ক্রমশ মাথাব্যথা হয়ে দাঁড়াচ্ছে কাটমানি । রাজ্যের বিভিন্ন জেলায় কাটমানি ইশুতে বিক্ষোভের মুখে পড়ছেন তৃণমূল নেতারা । বাদ যায়নি বীরভূমও । যদিও তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দাবি, পুরো বিষয়টি সাংবাদিকদের তৈরি করা । তাঁর কথায়, "সাংবাদিকরাই BJP-র কাছ থেকে পয়সা খেয়ে (কাটমানির খবর) করছে । "

BJP ছেড়ে বাহিরি-পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা থেকে প্রায় 1 হাজার লোক আজ তৃণমূল কংগ্রেসে যোগ দেন । সাংবাদিক বৈঠক করে তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন অনুব্রত । সেখানে কাটমানি নিয়ে প্রশ্ন করা হলে ক্ষুব্ধ হন অনুব্রত । উত্তেজিত হয়ে তিনি বলেন, "ও ফালতু কথা । ও তোমরা (সাংবাদিকরা) করছ । সাংবাদিকরা BJP-র কাছে পয়সা খেয়ে (কাটমানির খবর) করছে । "

এই সংক্রান্ত আরও খবর : সরকারি কাজে কাটমানি, টাকা ফেরতের জন্য মুচলেকা তৃণমূল নেতার

কিন্তু, কাটমানি ইশুতে একাধিক জায়গায় তো শাসকদলের বিভিন্ন নেতা ও জনপ্রতিনিধিকে ঘিরে বিক্ষোভে দেখানো হচ্ছে ? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে দৃশ্যতই ক্ষুব্ধ অনুব্রত বলেন, "ও বাজে কথা ! একেবারে ফালতু কথা ! আমাকে দেখাও কটা (এমন ঘটনা ঘটেছে) । "

এই সংক্রান্ত আরও খবর : কাটমানি ফেরত দিলেন সিউড়ির তৃণমূল বুথ সভাপতি

তখন সাংবাদিকরা বলেন, "পাড়ুইয়ে তো কাটমানি নিয়ে আজও বিক্ষোভ হয়েছে । " উত্তরে অনুব্রত বলেন, "পাড়ুইয়ে নয় । পাড়ুইয়ে আমাদের মিছিল চলছে । না জেনে কথা বলবে না । " সাংবাদিকরা পালটা প্রশ্ন করেন, যদি (কাটমানি ইশুতে) দোষ প্রমাণিত হয় তাহলে কি শাস্তি দেওয়া হবে ? অনুব্রত বলেন, "ওসব পরে কথা হবে । ছাড়ো । CPI(M) আমল ভুলে গেছো ? তোমার তখনও জন্ম হয়নি । 1 লাখ 16 হাজার টাকার বাড়ি ছিল । কোনওটাই বাড়ি হত না । চুপ করো । CPI(M) আমলে বাড়ি হত না । পুরোটাই নিয়ে নিত । ছাড়ো । "

এই সংক্রান্ত আরও খবর : আর্থিক দুর্নীতি নিয়ে আরও কড়া নবান্ন, তৈরি হল নতুন পদ

sample description
Last Updated : Jun 26, 2019, 9:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.