মালদা,18 জুলাই : জেলায় দেড় হাজার পেরিয়ে গেল কোরোনা সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছে 83 জন ৷ সংক্রমণ ঢুকে পড়েছে সাংবাদিক মহলেও ৷ তবে,গত কয়েকদিনের তুলনায় মালদা শহরে সংক্রমণের হার কিছুটা কম৷ সব মিলিয়ে জেলায় সংক্রমণের সংখ্যা 1530 ৷ এরই মধ্যে গতকাল এক সংক্রমিত যুবকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷
এবার কোরোনায় সংক্রমিত হলেন জেলার এক সাংবাদিকও৷ হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা, 28 বছরের ওই সাংবাদিক একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমে কাজ করেন৷ গত বুধবার হঠাৎ তাঁর শ্বাসকষ্ট শুরু হয়৷ সঙ্গে অল্প জ্বরও ছিল৷ সেদিনই তিনি হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিজের চিকিৎসা করান৷ পরিস্থিতি বুঝে সেখানকার চিকিৎসকরা তাঁকে মালদা মেডিকেলে রেফার করে দেন৷ পরদিন তাঁকে মালদা মেডিকেলে ভরতি করা হয়৷ মেডিকেলের সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন (SARI) ওয়ার্ডে তাঁর চিকিৎসা চলছিল৷ সেখানেই তাঁর লালারস সংগ্রহ করা হয়৷ গতকাল রাতে তাঁর লালারসের নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে৷ আজই তাঁকে কলকাতা নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে৷
এরই মধ্যে গতকাল রাতে কোরোনা সংক্রমিত 22 বছর বয়সি এক আদিবাসী যুবকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ হবিবপুর ব্লকের বাসিন্দা ওই যুবক কোরোনা উপসর্গ নিয়ে মালদা মেডিকেলে কয়েকদিন আগে ভরতি হয়েছিলেন৷ তাঁরও চিকিৎসা চলছিল SARI ওয়ার্ডে৷ গতকাল রাতে তাঁর শারীরিক পরিস্থিতি খারাপ হতে শুরু করে৷ মেডিকেল কর্তৃপক্ষ তাঁকে কোভিড হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেয়৷ কিন্তু কোভিড হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর৷ যদিও এনিয়ে এখনও মেডিকেল কর্তৃপক্ষ সংবাদমাধ্যমকে কোনও প্রতিক্রিয়া দেয়নি৷ তবে মেডিকেল সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের হৃদ্যন্ত্রের কিছু সমস্যা ছিল৷ তার উপর তিনি কোরোনা সংক্রমিত হয়েছিলেন৷