আসানসোল, 14 অক্টোবর : আসানসোল পৌরনিগমের পৌরবোর্ডের মেয়াদ পূর্ণ হওয়ায় বিদায়ি মেয়র জিতেন্দ্র তিওয়ারিই মুখ্য প্রশাসক হিসেবে নিযুক্ত হলেন । রাজ্য সরকারের পক্ষ থেকে জিতেন্দ্র তিওয়ারিকেই মুখ্য প্রশাসক হিসেবে নির্বাচিত করা হয়েছে ।
2015 সালের 15 অক্টোবর গঠিত হয়েছিল আসানসোল পৌরনিগমের বর্তমান পৌরবোর্ড । 16 অক্টোবর মেয়র জিতেন্দ্র তিওয়ারিসহ 106 টি ওয়ার্ডের কাউন্সিলর শপথ গ্রহণ করেছিলেন । নিয়মমাফিক বৃহস্পতিবারই আসানসোল পৌরনিগমের পৌরবোর্ডের মেয়াদ পূর্ণ হচ্ছে । অর্থাৎ আগামীকাল মেয়র হিসেবে পৌরনিগমে শেষবারের মতো যেতেন মেয়র জিতেন্দ্র তিওয়ারি । এমনই কথা ছিল । শহরজুড়ে পৌরবোর্ডের মেয়াদ পূর্ণ হওয়ার পর কে হতে পারেন প্রশাসক তা নিয়েও জল্পনা ছিল । কিন্তু সব জল্পনার অবসান হয়ে যায় আজ সন্ধ্যায় । রাজ্য সরকারের নোটিসে স্পষ্ট হয়েছে মুখ্য প্রশাসক হিসেবে নির্বাচিত হয়েছেন বিদায়ি মেয়র জিতেন্দ্র তেওয়ারি ।
এই প্রশাসক বোর্ডে মোট 9 জন সদস্যকে রাখা হয়েছে । বাকিরা হলেন অমরনাথ চট্টোপাধ্যায়, পূর্ণশশী রায়, অভিজিৎ ঘটক, অশোক রুদ্র, দিব্যেন্দু ভগত, মির হাসিম, অঞ্জনা শর্মা এবং শ্যাম সরেন । খবর ছড়িয়ে পড়তেই একদিকে যেমন মেয়র অনুগামীদের মধ্যে খুশির হাওয়া, তেমনি আসানসোল শিল্পাঞ্চলের তৃণমূল কংগ্রেস দলীয় অফিসগুলিতেও খুশির হাওয়া ছড়িয়েছে ।
প্রশাসক দলের সদস্য হিসেবে দায়িত্ব নেওয়া বিদায়ি মেয়র পারিষদ পূর্ণশশী রায় জানিয়েছেন, "জিতেন্দ্র তিওয়ারি ছাড়া এই মুহূর্তে আসানসোলে প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার মতো বিকল্প কেউ ছিলেন না । রাজ্য সরকার সঠিক মানুষকে নির্বাচিত করেছেন ।" জিতেন্দ্র তিওয়ারি বিষয়টি নিয়ে তেমন কিছু বলতে না চাইলেও জানিয়েছেন, "মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়েছেন । যেভাবে মেয়র পদে আমি দায়িত্ব নিয়ে কাজ করেছি, প্রশাসক হিসেবেও সেই দায়িত্ব পালন করব এবং মানুষের কাজ করব ।"
সূত্রের খবর, যতদিন পর্যন্ত আসানসোল পৌরনিগমের ভোট না হয় ততদিন পর্যন্ত জিতেন্দ্র তিওয়ারি মুখ্য প্রশাসক হিসেবে আসানসোল পৌরনিগমের দায়িত্ব সামলাবেন । আসানসোল পৌরনিগমের ভোট বিধানসভা ভোটের পরেই অনুষ্ঠিত হবে বলে জানা গেছে ।