দিল্লি, 14 অক্টোবর : 1999 সালের ঝাড়খণ্ড কয়লা কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দিলীপ রায়ের সাজা ঘোষণা অক্টোবরের 26 তারিখ পর্যন্ত স্থগিত রাখল দিল্লির একটি আদালত ।
চলতি মাসের 6 তারিখ রাউস অ্যাভিনিউ আদালতের বিশেষ বিচারক ভারত পরাশর এই মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করেছিলেন ।
অটলবিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন কয়লা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ছিলেন দিলীপ রায় । 1999 সালে কয়লা ব্লক বণ্টনে অনিয়মের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে । অভিযোগ ছিল, ভারত সরকারের কয়লা মন্ত্রকের 14 তম স্ক্রিনিং কমিটির তরফে ঝাড়খণ্ডের গিরিডি জেলার 105.153 হেক্টর পরিত্যক্ত কয়লা খনি এলাকা বণ্টন করা হয়েছিল M/s. ক্যাসট্রন টেকনোলজিস লিমিটেডকে । দিলীপ ছাড়াও এই মামলায় কয়লা মন্ত্রকের আরও দুই প্রাক্তন অধিকারিক প্রদীপকুমার বন্দ্যোপাধ্যায় ও নিত্যানন্দ গৌতম এবং ক্যাসট্রন টেকনোলজিস লিমিটেডের প্রধান মহেশকুমার আগারওয়ালকে দোষী সাব্যস্ত করে আদালত ।
"ক্যাসট্রন টেকনোলজিস লিমিটেডকে ব্রহ্মডিহা কয়লা ব্লকটি পাইয়ে দিতে দোষীরা মিলিতভাবে ষড়যন্ত্র করেছিল এতে সন্দেহের কোনও অবকাশ নেই । " এমনটাই জানিয়েছিলেন বিশেষ বিচারক । ভারতীয় দণ্ডবিধি (IPC) এবং দুর্নীতি প্রতিরোধ আইন (Prevention of Corruption Act)-এর একাধিক ধারায় অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে আদালত ।
ক্যাসট্রন টেকনোলজিস লিমিটেডের প্রধান মহেশকুমার আগারওয়াল ছাড়াও ক্যাসট্রন মাইনিং লিমিটেডকেও ভারতীয় দণ্ডবিধির 379 নম্বর (চুরির জন্য শাস্তি), 34 নম্বর (সাধারণ উদ্দেশ্য) ধারায় দোষী সাব্যস্ত করা হয় ।