ETV Bharat / briefs

শ্রীনগর থেকে গ্রেপ্তার হল জইশ জঙ্গি, মাথার দাম ছিল 2 লাখ - jaish

আবদুল মজ়িদ বাবা নামের এক জঙ্গিকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ । তাকে ধরতে পারলে 2 লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল । তাকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে আনা হয়েছে ।

শ্রীনগর থেকে গ্রেপ্তার হল জইশ জঙ্গি
author img

By

Published : May 14, 2019, 10:14 PM IST

শ্রীনগর, 14 মে : আরও একজন জইশ-ই-মহম্মদ জঙ্গিকে আজ গ্রেপ্তার করল দিল্লি পুলিশের স্পেশাল টিম । শ্রীনগর থেকে গ্রেপ্তার করে দিল্লিতে আনা হয়েছে তাকে । ধৃত জঙ্গির নাম আবদুল মজ়িদ বাবা । দিল্লি পুলিশের তরফে তার মাথার দাম 2 লাখ টাকা ঘোষণা করা হয়েছিল । গত 5 বছর ধরে সে ফেরার ছিল ।

গতকাল, জম্মু ও কাশ্মীর পুলিশ একজন জইশ জঙ্গিকে অনন্তনাগের দোরু এলাকা থেকে গ্রেপ্তার করে । নাম হিলাল নাইকো । তার কাছ থেকে অস্ত্রও উদ্ধার হয়েছে । ঘটনার তদন্ত চলছে ।

শ্রীনগর, 14 মে : আরও একজন জইশ-ই-মহম্মদ জঙ্গিকে আজ গ্রেপ্তার করল দিল্লি পুলিশের স্পেশাল টিম । শ্রীনগর থেকে গ্রেপ্তার করে দিল্লিতে আনা হয়েছে তাকে । ধৃত জঙ্গির নাম আবদুল মজ়িদ বাবা । দিল্লি পুলিশের তরফে তার মাথার দাম 2 লাখ টাকা ঘোষণা করা হয়েছিল । গত 5 বছর ধরে সে ফেরার ছিল ।

গতকাল, জম্মু ও কাশ্মীর পুলিশ একজন জইশ জঙ্গিকে অনন্তনাগের দোরু এলাকা থেকে গ্রেপ্তার করে । নাম হিলাল নাইকো । তার কাছ থেকে অস্ত্রও উদ্ধার হয়েছে । ঘটনার তদন্ত চলছে ।

Lucknow (UP), May 13 (ANI): Bahujan Samaj Party (BSP) chief Mayawati slammed Prime Minister Narendra Modi over doing 'dirty' politics on Alwar gangrape case. She said, "Narendra Modi was earlier silent on Alwar gangrape case, now he's trying to play dirty politics over it so that his party can be benefited in the elections. It is extremely shamefully. How can he respect others' sisters and wives when he has left his own wife for political gains?"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.