ETV Bharat / briefs

মুম্বই থেকে কলম্বো, দুইবারই অল্পের জন্য বাঁচলেন অভিনব - Colombo Attack

2008 সালের 26 নভেম্বর মুম্বইয়ে ছিলেন অভিনব । আর ইস্টার রবিরারে কলম্বোতে ছিলেন অভিনব ও তাঁর স্ত্রী নভরূপ ।

ছবি সৌজন্যে : ফেসবুক
author img

By

Published : Apr 28, 2019, 5:52 PM IST

কলম্বো, 28 এপ্রিল : 2008 সালের 26 নভেম্বর । জঙ্গি হামলায় কেঁপে উঠেছিল মুম্বই । তিনদিন পর জঙ্গি মুক্ত হয়েছিল তাজ হোটেল । মারা গেছিলেন প্রায় 166 জন । সেই রক্তক্ষয়ী কয়েকটা দিন একেবারে সামনে থেকে দেখেছিলেন অভিনব চারি । দুবাইতে বড় হওয়া অভিনব মেডিসিন বিষয়ে একটি কোর্স করতে তখন মুম্বইতে ছিলেন । তারপর পার হয়ে গেছে 11 বছর । মুম্বই হামলার ধাক্কা সামলে উঠেছিলেন । কিন্তু, গত ইস্টার রবিবারে কলম্বোয় গিয়ে ফের একই ঘটনার সাক্ষী থাকলেন অভিনব । এবার আরও কাছ থেকে মৃত্যুকে প্রত্যক্ষ করলেন ।

21 এপ্রিল গির্জায় ইস্টারের প্রার্থনা চলাকালীন ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে ওঠে কলম্বো । উত্তর অংশের কোচ্চিকাড়, কাটুওয়াপিটিয়া ও বাট্টিকালোর চার্চে বিস্ফোরণ হয় । শাংরি লা, সিনামন গ্র্যান্ড ও কিংসবারি হোটেলও বিস্ফোরণে কেঁপে ওঠে । তার ঘণ্টাখানেক পরই আরও দুটি বিস্ফোরণ হয় । ঘটনায় 253 জনের মৃত্যু হয় ।

কয়েকদিন আগেই ব্যবসায়িক কাজে শ্রীলঙ্কায় এসেছিলেন অভিনব ও তাঁর স্ত্রী নভরূপ । দুবাইয়ের বাসিন্দা ওই দম্পতি সিনামন গ্র্যান্ড হোটেলে ছিলেন । আর পাঁচটা ইস্টারের মতো সেই অভিশপ্ত সকালেও প্রার্থনার জন্য স্ত্রীর সঙ্গে চার্চে গেছিলেন অভিনব । তাঁর কথায়, "প্রার্থনা চলাকালীন ফাদার একটি ঘোষণা করেন । চার্চের ভিতর থেকে সবাইকে বাইরে যাওয়ার অনুরোধ করেন । " সেইমতো দুজনে চার্চ থেকে বেরিয়ে আসনে । সেই সময় রাস্তায় জটলা চোখে পড়ায় অভিনব ও তাঁর স্ত্রী হোটেলে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন ।

অভিনব বলেন, "হোটেলে ফিরে দেখি সবাই লনে বেরিয়ে পড়েছেন । প্রাথমিকভাবে মনে হয়েছিল, নিরাপত্তা প্রটোকল হিসেবে এরকম করা হচ্ছে । " কিন্তু, তারপরই ভুলটা ভাঙে । জানতে পারেন, তাঁদের হোটেলের ব্রেকফাস্ট বুফেতে বিস্ফোরণ হয়েছে । পাশাপাশি, আরও দুটি হোটেল ও তিনটি চার্চ বিস্ফোরণে কেঁপে উঠেছে । নভরূপ বলেন, "আমার সামনে কী হচ্ছিল, তা বিশ্বাস করতে পারছিলাম না । মনে হচ্ছিল, এটা যেন একটা সিনেমা । " আর অভিনবের কথায়, "আমি দু'বার সংযুক্ত আরব আমিরশাহীর বাইরে পা রেখেছি । একবার মুম্বইয়ে গেছিলাম । আর এবার কলম্বোতে এসেছিলাম । আর দু'বারই এরকম ভয়াবহ জঙ্গি হামলার সাক্ষী হলাম । "

কলম্বো, 28 এপ্রিল : 2008 সালের 26 নভেম্বর । জঙ্গি হামলায় কেঁপে উঠেছিল মুম্বই । তিনদিন পর জঙ্গি মুক্ত হয়েছিল তাজ হোটেল । মারা গেছিলেন প্রায় 166 জন । সেই রক্তক্ষয়ী কয়েকটা দিন একেবারে সামনে থেকে দেখেছিলেন অভিনব চারি । দুবাইতে বড় হওয়া অভিনব মেডিসিন বিষয়ে একটি কোর্স করতে তখন মুম্বইতে ছিলেন । তারপর পার হয়ে গেছে 11 বছর । মুম্বই হামলার ধাক্কা সামলে উঠেছিলেন । কিন্তু, গত ইস্টার রবিবারে কলম্বোয় গিয়ে ফের একই ঘটনার সাক্ষী থাকলেন অভিনব । এবার আরও কাছ থেকে মৃত্যুকে প্রত্যক্ষ করলেন ।

21 এপ্রিল গির্জায় ইস্টারের প্রার্থনা চলাকালীন ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে ওঠে কলম্বো । উত্তর অংশের কোচ্চিকাড়, কাটুওয়াপিটিয়া ও বাট্টিকালোর চার্চে বিস্ফোরণ হয় । শাংরি লা, সিনামন গ্র্যান্ড ও কিংসবারি হোটেলও বিস্ফোরণে কেঁপে ওঠে । তার ঘণ্টাখানেক পরই আরও দুটি বিস্ফোরণ হয় । ঘটনায় 253 জনের মৃত্যু হয় ।

কয়েকদিন আগেই ব্যবসায়িক কাজে শ্রীলঙ্কায় এসেছিলেন অভিনব ও তাঁর স্ত্রী নভরূপ । দুবাইয়ের বাসিন্দা ওই দম্পতি সিনামন গ্র্যান্ড হোটেলে ছিলেন । আর পাঁচটা ইস্টারের মতো সেই অভিশপ্ত সকালেও প্রার্থনার জন্য স্ত্রীর সঙ্গে চার্চে গেছিলেন অভিনব । তাঁর কথায়, "প্রার্থনা চলাকালীন ফাদার একটি ঘোষণা করেন । চার্চের ভিতর থেকে সবাইকে বাইরে যাওয়ার অনুরোধ করেন । " সেইমতো দুজনে চার্চ থেকে বেরিয়ে আসনে । সেই সময় রাস্তায় জটলা চোখে পড়ায় অভিনব ও তাঁর স্ত্রী হোটেলে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন ।

অভিনব বলেন, "হোটেলে ফিরে দেখি সবাই লনে বেরিয়ে পড়েছেন । প্রাথমিকভাবে মনে হয়েছিল, নিরাপত্তা প্রটোকল হিসেবে এরকম করা হচ্ছে । " কিন্তু, তারপরই ভুলটা ভাঙে । জানতে পারেন, তাঁদের হোটেলের ব্রেকফাস্ট বুফেতে বিস্ফোরণ হয়েছে । পাশাপাশি, আরও দুটি হোটেল ও তিনটি চার্চ বিস্ফোরণে কেঁপে উঠেছে । নভরূপ বলেন, "আমার সামনে কী হচ্ছিল, তা বিশ্বাস করতে পারছিলাম না । মনে হচ্ছিল, এটা যেন একটা সিনেমা । " আর অভিনবের কথায়, "আমি দু'বার সংযুক্ত আরব আমিরশাহীর বাইরে পা রেখেছি । একবার মুম্বইয়ে গেছিলাম । আর এবার কলম্বোতে এসেছিলাম । আর দু'বারই এরকম ভয়াবহ জঙ্গি হামলার সাক্ষী হলাম । "

Sitamarhi (Bihar), Apr 28 (ANI): While addressing a public meeting in Bihar's Sitamarhi Bharatiya Janata Party (BJP) president Amit Shah said, "Omar Abdullah of the 'Mahagathbandhan' says that there should be another Prime Minster in Kashmir. They want Kashmir to be separated from India. Even if BJP is not in power then also as long as the BJP workers live, no one can separate Kashmir from India."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.