দিল্লি, 6 জুন: অক্টোবর 8 তারিখে দেশের মাটিতে এশিয়ার চ্যাম্পিয়ন কাতারের মুখোমুখি হবে ভারত। 2022 ফিফা বিশ্বকাপ যোগ্যতা নির্ণয়কারী ম্যাচ এটি ।বিশ্বজুড়ে কোরোনা ভাইরাসের দাপটে স্থগিত রাখা হয়েছিল এই ম্যাচটি ।
নভেম্বরে 12 তারিখে বাংলাদেশের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে ভারত । এবং 17 নভেম্বর খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে।
সূচি অনুযায়ী ভুবনেশ্বর কলিঙ্গ স্টেডিয়ামে 26 মার্চ কাতারের বিরুদ্ধে খেলার কথা ছিল ভারতের । কিন্তু বিশ্বজুড়ে কোরোনা ভাইরাসের প্রকোপে বিশ্বকাপ যোগ্যতা নির্ণয়কারী গ্রুপ E র এই ম্যাচ স্থগিত করতে হয় ।এখনো পর্যন্ত গোটা দেশে প্রায় 6000 প্রাণ গেছে কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়ে।
ইতিমধ্যে ফিফার কাতার বিশ্বকাপ 2022 এর প্রাথমিক প্রতিযোগিতা এবং AFC এশিয়ান কাপ চিন 2023 কোয়ালিফায়ার প্রাথমিক রাউন্ড 2-এর নতুন ম্যাচের সময়সূচি সম্পর্কে এশিয়ান ফুটবল কনফেডারেশন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে জানিয়েছে ।
অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে একটি চিঠিতে AFC বলেছে, “কয়েকমাসের উদ্বেগের পর বিশ্বজুড়ে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছে। এমন পরিস্থিতিতে নতুন নিয়ম তৈরির জন্য AFC ফিফার সঙ্গে আলোচনা করেছে। সেখানেই দুই হাজার কুড়ি অক্টোবর নভেম্বর এর নতুন উইন্ডোতে স্থগিত হওয়া ম্যাচগুলো শেষ করতে বলা হয়েছে।”
ক্রোয়েশিয়ান ঈগর স্টিমাচের প্রশিক্ষণাধীন ভারত 5 ম্যাচ থেকে 3 পয়েন্ট নিয়ে গ্রুপ E-এর চতুর্থ স্থানে অবস্থান করছে।