ETV Bharat / briefs

"টসে জিতে ব্যাটিং নাও", প্রধানমন্ত্রীর পরামর্শ শুনলেন না সরফরাজ় ! - India-Pakistan at Machester

ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান টুইট করেন, "যদি না পিচ স্যাঁতস্যাঁতে থাকে তাহলে টসে জিতে সরফরাজ়ের অবশ্যই ব্যাটিং করা উচিত । "

ইমরান খান ও সরফরাজ় আহমেদ
author img

By

Published : Jun 16, 2019, 11:11 PM IST

Updated : Jun 17, 2019, 12:24 AM IST

ম্যানচেস্টার, 16 জুন : টসে জিতলে প্রথমে ব্যাটিং নাও । ম্যানচেস্টারে ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে অধিনায়ক সরফরাজ় আহমেদকে এই পরামর্শ দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান । কিন্ত, টসে জিতে ঠিক উলটোটাই করেন সরফরাজ় ।

ক্রিকেট বিশ্বকাপে আজ ম্যানচেস্টারে মুখোমুখি ভারত-পাকিস্তান । এর আগে অধিনায়ক হিসেবে ভারতের বিরুদ্ধে একাধিক ম্যাচ খেলেছেন ইমরান খান । তাঁর রেকর্ডও ঈর্ষণীয় । ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে কয়েকটি টুইট করেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক ।

দলকে মানসিকভাবে চাঙ্গা করার পরামর্শ দেন । সরফরাজ়ের প্রশংসা করেন । প্রথম এগারো কী হবে তা নিয়েও পরামর্শ দেন । টসে জিতলে সরফরাজ়ের কী করা উচিত তা নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী লেখেন, "যদি না পিচ স্যাঁতস্যাঁতে থাকে তাহলে টসে জিতে সরফরাজ়ের অবশ্যই ব্যাটিং করা উচিত ।"

ম্যাচ শুরুর আগে ম্যানচেস্টারে বৃষ্টি হয়নি । তাই পিচও তুলনামূলকভাবে শুকনো ছিল । কিন্তু, টসে জিতে বোলিং নেন সরফরাজ় । রোহিত শর্মার 140 রান ও বিরাট কোহলির 77-এর সৌজন্যে 336 তোলে ভারত ।

জবাবে ব্যাট করতে নেমে ইতিমধ্যে 6 উইকেট হারিয়েছে পাকিস্তান । বৃষ্টির জন্য আপাতত খেলা বন্ধ থাকলেও পাকিস্তানের জেতার সম্ভাবনা ক্ষীণ ।

ম্যানচেস্টার, 16 জুন : টসে জিতলে প্রথমে ব্যাটিং নাও । ম্যানচেস্টারে ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে অধিনায়ক সরফরাজ় আহমেদকে এই পরামর্শ দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান । কিন্ত, টসে জিতে ঠিক উলটোটাই করেন সরফরাজ় ।

ক্রিকেট বিশ্বকাপে আজ ম্যানচেস্টারে মুখোমুখি ভারত-পাকিস্তান । এর আগে অধিনায়ক হিসেবে ভারতের বিরুদ্ধে একাধিক ম্যাচ খেলেছেন ইমরান খান । তাঁর রেকর্ডও ঈর্ষণীয় । ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে কয়েকটি টুইট করেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক ।

দলকে মানসিকভাবে চাঙ্গা করার পরামর্শ দেন । সরফরাজ়ের প্রশংসা করেন । প্রথম এগারো কী হবে তা নিয়েও পরামর্শ দেন । টসে জিতলে সরফরাজ়ের কী করা উচিত তা নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী লেখেন, "যদি না পিচ স্যাঁতস্যাঁতে থাকে তাহলে টসে জিতে সরফরাজ়ের অবশ্যই ব্যাটিং করা উচিত ।"

ম্যাচ শুরুর আগে ম্যানচেস্টারে বৃষ্টি হয়নি । তাই পিচও তুলনামূলকভাবে শুকনো ছিল । কিন্তু, টসে জিতে বোলিং নেন সরফরাজ় । রোহিত শর্মার 140 রান ও বিরাট কোহলির 77-এর সৌজন্যে 336 তোলে ভারত ।

জবাবে ব্যাট করতে নেমে ইতিমধ্যে 6 উইকেট হারিয়েছে পাকিস্তান । বৃষ্টির জন্য আপাতত খেলা বন্ধ থাকলেও পাকিস্তানের জেতার সম্ভাবনা ক্ষীণ ।


Sitapur (UP), May 01 (ANI): While addressing a public meeting in Uttar Pradesh's Sitapur, Congress president Rahul Gandhi said, "I am not afraid of the Chowkidar. In Lok Sabha, I asked 4 questions from Chowkidar- 'Why Purchased planes worth of Rs 526 crore in Rs 1600 crore? Why you seized away contract from Hindustan Aeronautics Limited (HAL) and gave it to Anil Ambani? Why you made planes in France not in India? Why you seized jobs from Indian youth?' Chowkidar spoke for one and half hour in Parliament but didn't have any eye contact with me."
Last Updated : Jun 17, 2019, 12:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.