দিল্লি, 22 জুন : পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চিন সেনাবাহিনীর মধ্যে চাপানউতোরের মধ্যেই আগামী বুধবার মুখোমুখি বৈঠকে বসতে পারেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও চিনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে। মস্কোর রেড স্কোয়ারে বিজয় মিছিলের মাঝে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সারগেই শোইগুর প্রতিনিধিত্বে বৈঠকে মুখোমুখি হতে চলেছেন ভারত ও চিনের প্রতিরক্ষামন্ত্রী।
অন্যদিকে, দুই দেশের মন্ত্রী স্তরেও আলোচনার সুযোগ করে দেওয়া হয়েছে। 23 জুন ভার্চুয়াল কনফারেন্সে রাশিয়া, ভারত ও চিনের যে বৈঠক হতে চলেছে, তাতে ভারতের তরফ থেকে যোগ দেবেন বিদেশমন্ত্রী এস জয়শংকর এবং চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। উপস্থিত থাকবেন রাশিয়ার বিদেশমন্ত্রী সারগেই লাভরভও ।
ভারত ও চিন- উভয়ের সঙ্গেই সম্পর্ক ভালো হওয়ায় দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে পারে রাশিয়া । অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতা করার প্রস্তাব এবং চিনের সেই প্রস্তাব খারিজ করে দেওয়ার পরিপ্রেক্ষিতে রাশিয়ার কাছে এটি বিশেষ সুযোগ হয়ে উঠতে পারে। প্রসঙ্গত, ভারত ও চিনের মধ্যে দীর্ঘকালীন সীমান্ত সমস্যার সমাধান সামরিক দিক থেকে সম্ভব নয় বলে কূটনৈতিক ও রাজনৈতিক পদক্ষেপের ভিত্তি মজবুত হয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে মিত্রশক্তির বিজয়ের 75 তম বার্ষিকী এবং রাশিয়া ও অন্যান্য মিত্র দেশের জনগণের দ্বারা বীরত্ব ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে বিজয় প্যারেড অনুষ্ঠিত হয়। এই বছর 9 মে বিজয় প্যারেড হওয়ার কথা হলেও কোরোনা ভাইরাস প্যানডেমিকের কারণে তা পিছিয়ে যায়। আগামী বুধবার এই অনুষ্ঠানে ভারত ও চিন সহ 13 টি দেশ নিজেদের সামরিক বাহিনী নিয়ে অংশগ্রহণ করবে। ভারতের তরফ থেকে 75 সদস্যের একটি সামরিক দলকে ভারতীয় বায়ুসেনার C-17 গ্লোবমাস্টার সামরিক বিমানে করে মস্কোয় পাঠানো হয়েছে। অন্যদিকে চিন Y-20 সামরিক বিমানে তাদের 105 সদস্যের একটি দল মস্কোয় পাঠিয়েছে।