ETV Bharat / briefs

আফগানিস্তানে তালিবান হামলায় 12 পুলিশকর্মীসহ মৃত 16 - Taliban attacks in Afghanistan

আফগানিস্তানের কুন্দুজ এবং বাদাখশানে তালিবান জঙ্গিদের হামলায় মৃত পুলিশকর্মীসহ 16 জন ।

Taliban attack in afganisthan
Taliban attack in afganisthan
author img

By

Published : Jul 13, 2020, 9:41 PM IST

কাবুল, 13 জুলাই : আফগানিস্তানের কুন্দুজ এবং বাদাখশানে তালিবান হামলা । মৃত 12 জন পুলিশকর্মী এবং 4 জন স্থানীয় বাসিন্দা । পুলিশের পালটা গুলিতে নিকেশ 11 জন তালিবান জঙ্গি ।

গতরাতে কুন্দুজের ইমাম সাহিব জেলায় হামলা চালায় তালিবান জঙ্গিরা । হামলাকারীদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় পাঁচ পুলিশকর্মীর । মারা যান চারজন স্থানীয় বাসিন্দা । জখম হন আরও আটজন । হামলাকারীরা স্থানীয় থানা এবং সরকারি অফিসে ভাঙচুর ও লুটপাট চালায় । জানান কুন্দুজের প্রভিন্সিয়াল কাউন্সিলের এক আধিকারিক ইউসুফ আয়ুবি ।

সূত্রের খবর, সোমবার ভোররাত পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালিবান জঙ্গিদের সংঘর্ষ চলে । অবশেষে জঙ্গিদের শহর ছাড়তে বাধ্য করে নিরাপত্তা বাহিনীর কর্মীরা । ঘটনায় নিকেশ 6 তালিবান জঙ্গি ।

অন্যদিকে বাদাখশানে একটি সিকিউরিটি চেক পোস্টে হামলা চালায় তালিবান জঙ্গিরা । সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষে খতম পাঁচ তালিবান জঙ্গি । মৃত্যু হয়েছে সাতজন পুলিশকর্মীর । জখম আরও দুই ।

জানা গেছে, বিগত কয়েক বছর ধরেই আফগানিস্তানের এই দু'টি প্রদেশে হামলা চালাচ্ছে তালিবান জঙ্গিরা ।

কাবুল, 13 জুলাই : আফগানিস্তানের কুন্দুজ এবং বাদাখশানে তালিবান হামলা । মৃত 12 জন পুলিশকর্মী এবং 4 জন স্থানীয় বাসিন্দা । পুলিশের পালটা গুলিতে নিকেশ 11 জন তালিবান জঙ্গি ।

গতরাতে কুন্দুজের ইমাম সাহিব জেলায় হামলা চালায় তালিবান জঙ্গিরা । হামলাকারীদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় পাঁচ পুলিশকর্মীর । মারা যান চারজন স্থানীয় বাসিন্দা । জখম হন আরও আটজন । হামলাকারীরা স্থানীয় থানা এবং সরকারি অফিসে ভাঙচুর ও লুটপাট চালায় । জানান কুন্দুজের প্রভিন্সিয়াল কাউন্সিলের এক আধিকারিক ইউসুফ আয়ুবি ।

সূত্রের খবর, সোমবার ভোররাত পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালিবান জঙ্গিদের সংঘর্ষ চলে । অবশেষে জঙ্গিদের শহর ছাড়তে বাধ্য করে নিরাপত্তা বাহিনীর কর্মীরা । ঘটনায় নিকেশ 6 তালিবান জঙ্গি ।

অন্যদিকে বাদাখশানে একটি সিকিউরিটি চেক পোস্টে হামলা চালায় তালিবান জঙ্গিরা । সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষে খতম পাঁচ তালিবান জঙ্গি । মৃত্যু হয়েছে সাতজন পুলিশকর্মীর । জখম আরও দুই ।

জানা গেছে, বিগত কয়েক বছর ধরেই আফগানিস্তানের এই দু'টি প্রদেশে হামলা চালাচ্ছে তালিবান জঙ্গিরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.