ETV Bharat / briefs

কোরোনা রোগীর চিকিৎসায় 9 দিনে বিল প্রায় 9 লাখ, 1 লাখ টাকা ছাড়ের নির্দেশ - ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন

কোরোনা রোগীর চিকিৎসায় 9 দিনে বিল হয়েছে প্রায় 9 (8.87) লাখ টাকা । এর মধ্যে ল্যাবরেটরিতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার খরচ ধরা হয়েছে 2 লাখ টাকা । রোগীর পরিজনদের অভিযোগ খতিয়ে দেখে WBCERC-এর তরফে ওই বেসরকারি হাসপাতালকে 1 লাখ টাকা ছাড় দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Covid 19
Covid 19
author img

By

Published : Oct 6, 2020, 12:39 PM IST

কলকাতা, 6 অক্টোবর : এক COVID-19 রোগীর চিকিৎসায় 9 দিনে বিল হয়েছে প্রায় 9 (8.87) লাখ টাকা । এর মধ্যে ল্যাবরেটরিতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার খরচ ধরা হয়েছে 2 লাখ টাকা । অনেক টাকা বিল হওয়ায় আনন্দপুরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালকে 1 লাখ টাকা ছাড় দেওয়ার নির্দেশ দিল ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC) ।

রাজ‍্যের এই স্বাস্থ্য কমিশন জানিয়েছে, COVID-19 আক্রান্ত কলকাতার রামচন্দ্রপুর এলাকার 60 বছরের এক প্রৌঢ়কে 26 অগাস্ট ভরতি করা হয়েছিল আনন্দপুরের বেসরকারি ওই হাসপাতালে । সেপ্টেম্বরের 4 তারিখে ওই হাসপাতাল থেকে তাঁকে ছুটি দেওয়া হয় । পরের দিন অর্থাৎ 5 সেপ্টেম্বর ওই রোগীর মৃত্যু হয় । মৃত ওই রোগীর পরিজনরা কমিশনে অভিযোগে জানিয়েছেন, ওই হাসপাতালে রোগীর যথাযথ চিকিৎসা হয়নি । হাসপাতালে চিকিৎসার খরচ হিসাবে যে বিল করা হয়েছে, তাও অনেক বেশি ।

কমিশন জানিয়েছে, এই মামলার শুনানিতে দেখা যায় বেসরকারি ওই হাসপাতালের বিরুদ্ধে এই রোগীর চিকিৎসা যথাযথ হয়নি বলে যে অভিযোগ জানানো হয়েছে, তা ঠিক নয় । তবে, বিল সংক্রান্ত অভিযোগটি যুক্তিসঙ্গত । কমিশন জানিয়েছে, আনন্দপুরের বেসরকারি ওই হাসপাতালের তরফে জানানো হয়েছে, রোগীর চিকিৎসায় খরচ হিসাবে বিল করা হয়েছিল 8 লাখ 87 হাজার টাকা, ছাড় দিয়ে 8 লাখ 53 হাজার টাকা । কিন্তু মৃত রোগীর পরিজনদের অভিযোগ, কোনও ছাড় দেওয়া হয়নি । পুরো 8.87 লাখ টাকার বিল-ই তাঁরা দিয়েছেন । এক্ষেত্রে টাকা জমা দেওয়ার রশিদ দেখাতে বলে কমিশন । ওই হাসপাতালকে ছাড় বাবদ ওই টাকা দেওয়ার কথাও জানানো হয়েছে । তবে, এখানেই এই মামলার শেষ নয় । কমিশন জানিয়েছে, বেসরকারি ওই হাসপাতাল ছাড় দিয়ে যে 8.53 লাখ টাকার বিলের কথা বলেছে, সেই বিলে দেখা গিয়েছে বিভিন্ন ক্ষেত্রে অনেক বেশি খরচ ধরা হয়েছে । যার মধ্যে 2 লাখ টাকা ল্যাবরেটরিতে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য ধরা হয়েছে । দেখা গিয়েছে, ল্যাবরেটরির বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার খরচ অনেক বেশি করে ধরা হয়েছে । হাসপাতালে 9 দিন ভরতি ছিলেন ওই রোগী । 9 দিনে চিকিৎসকের ফি 9 হাজার টাকার বেশি নেওয়া হয়েছে । ICU-এর বেড চার্জ ধরা হয়েছে সাড়ে চার হাজার টাকা । এই মামলায় 8.53 লাখ টাকার বিল থেকে আরও 1 লাখ টাকা বেসরকারি ওই হাসপাতালকে ছাড় দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে রাজ্যের এই স্বাস্থ্য কমিশন ।

এদিকে, পার্কসার্কাস অঞ্চলে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধেও অতিরিক্ত বিলের অভিযোগ দায়ের হয় রাজ্যের স্বাস্থ্য কমিশনে । এই মামলার শুনানি শেষে, বেসরকারি ওই হাসপাতালকে 14 হাজার টাকা ছাড় দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন ।

কলকাতা, 6 অক্টোবর : এক COVID-19 রোগীর চিকিৎসায় 9 দিনে বিল হয়েছে প্রায় 9 (8.87) লাখ টাকা । এর মধ্যে ল্যাবরেটরিতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার খরচ ধরা হয়েছে 2 লাখ টাকা । অনেক টাকা বিল হওয়ায় আনন্দপুরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালকে 1 লাখ টাকা ছাড় দেওয়ার নির্দেশ দিল ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC) ।

রাজ‍্যের এই স্বাস্থ্য কমিশন জানিয়েছে, COVID-19 আক্রান্ত কলকাতার রামচন্দ্রপুর এলাকার 60 বছরের এক প্রৌঢ়কে 26 অগাস্ট ভরতি করা হয়েছিল আনন্দপুরের বেসরকারি ওই হাসপাতালে । সেপ্টেম্বরের 4 তারিখে ওই হাসপাতাল থেকে তাঁকে ছুটি দেওয়া হয় । পরের দিন অর্থাৎ 5 সেপ্টেম্বর ওই রোগীর মৃত্যু হয় । মৃত ওই রোগীর পরিজনরা কমিশনে অভিযোগে জানিয়েছেন, ওই হাসপাতালে রোগীর যথাযথ চিকিৎসা হয়নি । হাসপাতালে চিকিৎসার খরচ হিসাবে যে বিল করা হয়েছে, তাও অনেক বেশি ।

কমিশন জানিয়েছে, এই মামলার শুনানিতে দেখা যায় বেসরকারি ওই হাসপাতালের বিরুদ্ধে এই রোগীর চিকিৎসা যথাযথ হয়নি বলে যে অভিযোগ জানানো হয়েছে, তা ঠিক নয় । তবে, বিল সংক্রান্ত অভিযোগটি যুক্তিসঙ্গত । কমিশন জানিয়েছে, আনন্দপুরের বেসরকারি ওই হাসপাতালের তরফে জানানো হয়েছে, রোগীর চিকিৎসায় খরচ হিসাবে বিল করা হয়েছিল 8 লাখ 87 হাজার টাকা, ছাড় দিয়ে 8 লাখ 53 হাজার টাকা । কিন্তু মৃত রোগীর পরিজনদের অভিযোগ, কোনও ছাড় দেওয়া হয়নি । পুরো 8.87 লাখ টাকার বিল-ই তাঁরা দিয়েছেন । এক্ষেত্রে টাকা জমা দেওয়ার রশিদ দেখাতে বলে কমিশন । ওই হাসপাতালকে ছাড় বাবদ ওই টাকা দেওয়ার কথাও জানানো হয়েছে । তবে, এখানেই এই মামলার শেষ নয় । কমিশন জানিয়েছে, বেসরকারি ওই হাসপাতাল ছাড় দিয়ে যে 8.53 লাখ টাকার বিলের কথা বলেছে, সেই বিলে দেখা গিয়েছে বিভিন্ন ক্ষেত্রে অনেক বেশি খরচ ধরা হয়েছে । যার মধ্যে 2 লাখ টাকা ল্যাবরেটরিতে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য ধরা হয়েছে । দেখা গিয়েছে, ল্যাবরেটরির বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার খরচ অনেক বেশি করে ধরা হয়েছে । হাসপাতালে 9 দিন ভরতি ছিলেন ওই রোগী । 9 দিনে চিকিৎসকের ফি 9 হাজার টাকার বেশি নেওয়া হয়েছে । ICU-এর বেড চার্জ ধরা হয়েছে সাড়ে চার হাজার টাকা । এই মামলায় 8.53 লাখ টাকার বিল থেকে আরও 1 লাখ টাকা বেসরকারি ওই হাসপাতালকে ছাড় দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে রাজ্যের এই স্বাস্থ্য কমিশন ।

এদিকে, পার্কসার্কাস অঞ্চলে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধেও অতিরিক্ত বিলের অভিযোগ দায়ের হয় রাজ্যের স্বাস্থ্য কমিশনে । এই মামলার শুনানি শেষে, বেসরকারি ওই হাসপাতালকে 14 হাজার টাকা ছাড় দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.