ETV Bharat / briefs

অপহরণ করে খুন, ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার 1 - Miscreant arrested in an abduction and murder case from jharkhand

অপহরণ করে টোটো চালককে খুনের ঘটনায় ঝাড়খণ্ডের পাকুড় থেকে গতরাতে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে জঙ্গিপুর পুলিশ ।

Miscreant arrested from jharkhand
Miscreant arrested from jharkhand
author img

By

Published : Jul 7, 2020, 1:24 PM IST

জঙ্গিপুর, 7 জুলাই : অপহরণ করে খুনের ঘটনার কিনারা করল জঙ্গিপুর পুলিশ। গতরাতে পুলিশের একটি দল ঝাড়খণ্ডের পাকুড় থেকে গ্রেপ্তার করে এক অভিযুক্তকে। উদ্ধার হয়েছে চুরি যাওয়া টোটো ও একটি স্মার্টফোন। ঘটনায় জড়িত আরও একজনের খোঁজে তল্লাশি চলছে ।

গতমাসের 24 তারিখ সামশেরগঞ্জ থানার পুলিশ ফিডার ক্যানেলের পুটিমারা ঘাট থেকে বছর সাতাশের এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় । তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই যুবকের নাম আতাহার শেখ। বাড়ি সামশেরগঞ্জ থানার রতনপুরে। পেশায় টোটোচালক । ঘটনার দিন টোটো নিয়ে ডাকবাংলার উদ্দেশে বেরিয়েছিল। দুস্কৃতীরা তাকে সেখান থেকেই অপহরণ করে খুন করে । দেহ ফেলে রেখে টোটো আর মোবাইল ফোন নিয়ে চম্পট দেয়। তদন্তে নেমে মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ জানতে পারে দুষ্কৃতীরা ঝাড়খণ্ডের পাকুড়ের বাসিন্দা।

জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন, “অপহরণ, খুন ও চুরির ঘটনায় শেনাউল শেখ নামে পাকুড়ের বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের জেরায় স্বীকার করেছে, সে তার এক সঙ্গির সঙ্গে মিলে টোটো চুরির উদ্দেশে টোটোচালককে অপহরণ করে খুন করেছিল। "

পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে আজ ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হচ্ছে ।

জঙ্গিপুর, 7 জুলাই : অপহরণ করে খুনের ঘটনার কিনারা করল জঙ্গিপুর পুলিশ। গতরাতে পুলিশের একটি দল ঝাড়খণ্ডের পাকুড় থেকে গ্রেপ্তার করে এক অভিযুক্তকে। উদ্ধার হয়েছে চুরি যাওয়া টোটো ও একটি স্মার্টফোন। ঘটনায় জড়িত আরও একজনের খোঁজে তল্লাশি চলছে ।

গতমাসের 24 তারিখ সামশেরগঞ্জ থানার পুলিশ ফিডার ক্যানেলের পুটিমারা ঘাট থেকে বছর সাতাশের এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় । তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই যুবকের নাম আতাহার শেখ। বাড়ি সামশেরগঞ্জ থানার রতনপুরে। পেশায় টোটোচালক । ঘটনার দিন টোটো নিয়ে ডাকবাংলার উদ্দেশে বেরিয়েছিল। দুস্কৃতীরা তাকে সেখান থেকেই অপহরণ করে খুন করে । দেহ ফেলে রেখে টোটো আর মোবাইল ফোন নিয়ে চম্পট দেয়। তদন্তে নেমে মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ জানতে পারে দুষ্কৃতীরা ঝাড়খণ্ডের পাকুড়ের বাসিন্দা।

জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন, “অপহরণ, খুন ও চুরির ঘটনায় শেনাউল শেখ নামে পাকুড়ের বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের জেরায় স্বীকার করেছে, সে তার এক সঙ্গির সঙ্গে মিলে টোটো চুরির উদ্দেশে টোটোচালককে অপহরণ করে খুন করেছিল। "

পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে আজ ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হচ্ছে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.