ETV Bharat / briefs

West Bengal Weather Update : রোববার রোদ ঝলমলে মেজাজ, কমবে রাতের তাপমাত্রা

author img

By

Published : Feb 6, 2022, 6:40 AM IST

সরস্বতী পুজোর ঘোর আজও রয়েছে । গতকাল বৃষ্টি হয়নি । আজও আকাশ প্রধানত পরিষ্কার থাকবে, জানিয়েছে আলিপুর হাওয়া অফিস (West Bengal Weather Update) ।

West Bengal February Weather
West Bengal February Weather

কলকাতা, 6 ফেব্রুয়ারি : মেঘ-বৃষ্টির খেলায় রাতের তাপমাত্রা নেমে গেলেও তা ঠান্ডার ইঙ্গিত নয় । অন্তত আলিপুর আবহাওয়া অফিস পূর্বাভাস তেমনই । শনিবার সরস্বতী পুজোয় দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়নি । উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় বৃষ্টি হয়েছে (Regional Meteorological Centre Kolkata) ।

আজ রবিবার শুষ্ক আবহাওয়া থাকবে । দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা নেই । মেঘ কেটে যাওয়ায় আগামী দু'দিন রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস । তারপর থেকে উল্লেখযোগ্য কোনও পরিবর্তন দেখা যাবে না (West Bengal Weather Forecast mainly clear sky and fog in the morning) ।

রবিবার সপ্তাহের শেষ দিনে পুজোর আনন্দের রেশ কিছুটা হলেও থাকবে । সরস্বতী পুজোয় অনেক দিন পরে স্কুল খোলায় ছাত্রছাত্রীদের আনন্দে মেতে উঠেছিল । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার রাতের তাপমাত্রা ছিল 23.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক ।

আরও পড়ুন : Corona Update in Bengal : সামান্য বাড়ল সংক্রমণের হার, মৃতের সংখ্যা 30-এর উপরে

রোববার ভোরে কুয়াশা থাকলেও পরে রোদ উঠবে । মেঘ কেটে যাওয়ায় পরিষ্কার আকাশ । পারদ কিছুটা হলেও নামবে । এদিন সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 23 এবং 14 ডিগ্রির আশপাশে থাকবে । ঠান্ডার খামখেয়ালিপনায় আবহাওয়ার চরিত্র যতই ঘনঘন বদলাক আপাতত ঠান্ডার আমেজ নিয়ে বসন্তের আবাহনের অপেক্ষায় থাকতে হবে ।

কলকাতা, 6 ফেব্রুয়ারি : মেঘ-বৃষ্টির খেলায় রাতের তাপমাত্রা নেমে গেলেও তা ঠান্ডার ইঙ্গিত নয় । অন্তত আলিপুর আবহাওয়া অফিস পূর্বাভাস তেমনই । শনিবার সরস্বতী পুজোয় দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়নি । উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় বৃষ্টি হয়েছে (Regional Meteorological Centre Kolkata) ।

আজ রবিবার শুষ্ক আবহাওয়া থাকবে । দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা নেই । মেঘ কেটে যাওয়ায় আগামী দু'দিন রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস । তারপর থেকে উল্লেখযোগ্য কোনও পরিবর্তন দেখা যাবে না (West Bengal Weather Forecast mainly clear sky and fog in the morning) ।

রবিবার সপ্তাহের শেষ দিনে পুজোর আনন্দের রেশ কিছুটা হলেও থাকবে । সরস্বতী পুজোয় অনেক দিন পরে স্কুল খোলায় ছাত্রছাত্রীদের আনন্দে মেতে উঠেছিল । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার রাতের তাপমাত্রা ছিল 23.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক ।

আরও পড়ুন : Corona Update in Bengal : সামান্য বাড়ল সংক্রমণের হার, মৃতের সংখ্যা 30-এর উপরে

রোববার ভোরে কুয়াশা থাকলেও পরে রোদ উঠবে । মেঘ কেটে যাওয়ায় পরিষ্কার আকাশ । পারদ কিছুটা হলেও নামবে । এদিন সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 23 এবং 14 ডিগ্রির আশপাশে থাকবে । ঠান্ডার খামখেয়ালিপনায় আবহাওয়ার চরিত্র যতই ঘনঘন বদলাক আপাতত ঠান্ডার আমেজ নিয়ে বসন্তের আবাহনের অপেক্ষায় থাকতে হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.