ETV Bharat / briefs

ডালখোলায় উদ্ধার 5 লাখ টাকার ভেজাল বিদেশি মদ - excise department

উদ্ধার হওয়া ভেজাল বিদেশি মদের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা । জেলা আবগারি বিভাগের আধিকারিকদের অনুমান, বিহারে পাচারের উদ্দেশ্যে এই ভেজাল মদ তৈরি করা হচ্ছিল ।

Adulterated foreign liquor recovered
Adulterated foreign liquor recovered
author img

By

Published : Oct 9, 2020, 4:01 PM IST

রায়গঞ্জ, 9 অক্টোবর : ডালখোলা থানার ভূষামণি গ্রামের দীপচর এলাকা থেকে ভেজাল বিদেশি মদ উদ্ধার করল উত্তর দিনাজপুর জেলা আবগারি বিভাগ । যার বাজারমূল্য প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা ।

জেলা আবগারি বিভাগ সূত্রে খবর, রাজ্য আবগারি দপ্তরের মালদা ডিভিশনের অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট গৌতম দাস ও উত্তর দিনাজপুর আবগারি বিভাগের OC কাকলি চন্দের নেতৃত্বে ডালখোলা থানার ভূষামণি গ্রামের দীপচর এলাকায় বিশেষ অভিযান চালানো হয় । ভেজাল বিদেশি মদ, স্পিরিট, মদ তৈরির সরঞ্জাম এবং বিদেশি মদের লেবেল উদ্ধার করা হয় ।

উদ্ধার হওয়া ভেজাল বিদেশি মদের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা । জেলা আবগারি বিভাগের আধিকারিকদের অনুমান, বিহারে পাচারের উদ্দেশ্যে বেআইনিভাবে এই ভেজাল মদ তৈরি করা হচ্ছিল ।

রায়গঞ্জ, 9 অক্টোবর : ডালখোলা থানার ভূষামণি গ্রামের দীপচর এলাকা থেকে ভেজাল বিদেশি মদ উদ্ধার করল উত্তর দিনাজপুর জেলা আবগারি বিভাগ । যার বাজারমূল্য প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা ।

জেলা আবগারি বিভাগ সূত্রে খবর, রাজ্য আবগারি দপ্তরের মালদা ডিভিশনের অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট গৌতম দাস ও উত্তর দিনাজপুর আবগারি বিভাগের OC কাকলি চন্দের নেতৃত্বে ডালখোলা থানার ভূষামণি গ্রামের দীপচর এলাকায় বিশেষ অভিযান চালানো হয় । ভেজাল বিদেশি মদ, স্পিরিট, মদ তৈরির সরঞ্জাম এবং বিদেশি মদের লেবেল উদ্ধার করা হয় ।

উদ্ধার হওয়া ভেজাল বিদেশি মদের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা । জেলা আবগারি বিভাগের আধিকারিকদের অনুমান, বিহারে পাচারের উদ্দেশ্যে বেআইনিভাবে এই ভেজাল মদ তৈরি করা হচ্ছিল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.