দার্জিলিং, 19 জুন : স্বাস্থ্য বিভাগের পর এবার রদবদল পুলিশেও। উত্তরবঙ্গের IG আনন্দ কুমারকে বদলি করে CID-র IG পদে বসানো হল।
উত্তরবঙ্গের নতুন IG হচ্ছেন বিশাল গর্গ। তিনি রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার IG পদে রয়েছেন। উত্তরবঙ্গের IG ছাড়াও আরও কয়েকজন IPS অফিসারের বদলির নির্দেশ এসেছে। জানা গিয়েছে, এর মধ্যে রাজ্য গোয়েন্দা সংস্থা IB- র স্পেশাল সুপার জয় বিশ্বাসকেও পদ থেকে সরিয়ে কলকাতার সশস্ত্র পুলিশের সেকেন্ড ব্যাটেলিয়নের DC পদে বদলি করা হয়েছে ।
![Transfer letter](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/07:49:41:1592576381_wb-darj-02-transfer-order-7205425_19062020193053_1906f_1592575253_486.jpg)
কোরোনা আবহের মাঝে স্বাস্থ্য দপ্তরে একাধিক কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এবার বদলি হল পুলিশেও। যদিও সরকারের তরফে একে রুটিন বদলি বলা হয়েছে।