ETV Bharat / briefs

আমি এখনও BJP-র সদস্য : মণিরুল ইসলাম - BJP

BJP থেকে মণিরুল ইসলামের ইস্তফা বা বহিষ্কার নিয়ে জল্পনা চলছে গত কয়েকদিন ধরে । আজ এই জল্পনা কার্যত উড়িয়ে দিলেন তিনি । বলেন, "আমি এখনও BJP-র সদস্য ।"

আমি এখনও BJP-র সদস্য : মণিরুল ইসলাম
author img

By

Published : Jun 4, 2019, 2:48 PM IST

বীরভূম, 4 জুন : বহিষ্কার বা ইস্তফা নিয়ে সমস্ত জল্পনা কার্যত উড়িয়ে দিলেন মণিরুল ইসলাম । মঙ্গলবার তিনি বলেন, "আমি এখনও BJP-র সদস্য ।" কয়েকদিন আগেই মণিরুল ইসলাম তৃণমূল কংগ্রেস ছেড়ে BJP-তে যোগ দিয়েছেন । কিন্তু তাঁর দলে আসা BJP-র কর্মী সমর্থকদের একাংশ মেনে নিতে পারেনি । তাই শেষ পর্যন্ত তিনি BJP ছাড়বেন বলে জল্পনা শোনা যাচ্ছিল । আজ সকালে খবর ছড়ায় তিনি BJP ছেড়েছেন । কিন্তু বেলার দিকে সেই জল্পনা কার্যত উড়িয়ে দিলেন তিনি ।

বীরভূমের লাভপুর বিধানসভার তৃণমূল বিধায়ক ছিলেন মণিরুল ইসলাম । তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন তিনি । লোকসভা নির্বাচনের কিছু দিন আগে থেকে অনুব্রতর সঙ্গে মণিরুলের মতবিরোধ শুরু হয় । লোকসভা নির্বাচনের ফল ঘোষণার কিছুদিন পরেই দিল্লিতে গিয়ে মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয়র হাত ধরে BJP-তে যোগ দেন মণিরুল ।

মণিরুলকে দলে নেওয়া নিয়ে জেলা BJP নেতৃত্বের অন্দরে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছিল । BJP-র বীরভূম জেলা সভাপতি রামকৃষ্ণ রায় রাজ্য নেতৃত্বকে চিঠি দিয়ে এই ক্ষোভের কথা জানান । শোনা যাচ্ছিল, এত সমালোচনার কারণেই আর BJP-তে থাকতে চান না মণিরুল । এছাড়া BJP থেকে তাঁকে বহিষ্কার করা হতে পারে বলেও খবর আসছিল । কিন্তু, এই সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে আজ ETV ভারতকে ফোনে মণিরুল বলেন, "এখনও পর্যন্ত আমি BJP-র সদস্য ।" যদিও BJP-র অন্দরে তাঁকে নিয়ে চলা চাপান-উতোর প্রসঙ্গে মুখ খুলতে চাননি তিনি । বলেন, "এই বিষয়ে দলের নেতা মুকুল রায় যা বলার বলবেন ।"

মণিরুলের বহিষ্কার বা ইস্তফা প্রসঙ্গে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আজ বলেন, "এবিষয়ে আমার কাছে কোনও খবর আসেনি । অনেকেই BJP-তে যোগ দিয়েছেন । তাই এই বিষয়ে কী নীতি নেওয়া হবে তা আলোচনা করে ঠিক করতে হবে । যারা আসছেন তাঁদের তাড়া বেশি । আমাদের সঙ্গে তাঁদের মতের মিল হলে তবেই দলে নেওয়া হবে ।"

বীরভূম, 4 জুন : বহিষ্কার বা ইস্তফা নিয়ে সমস্ত জল্পনা কার্যত উড়িয়ে দিলেন মণিরুল ইসলাম । মঙ্গলবার তিনি বলেন, "আমি এখনও BJP-র সদস্য ।" কয়েকদিন আগেই মণিরুল ইসলাম তৃণমূল কংগ্রেস ছেড়ে BJP-তে যোগ দিয়েছেন । কিন্তু তাঁর দলে আসা BJP-র কর্মী সমর্থকদের একাংশ মেনে নিতে পারেনি । তাই শেষ পর্যন্ত তিনি BJP ছাড়বেন বলে জল্পনা শোনা যাচ্ছিল । আজ সকালে খবর ছড়ায় তিনি BJP ছেড়েছেন । কিন্তু বেলার দিকে সেই জল্পনা কার্যত উড়িয়ে দিলেন তিনি ।

বীরভূমের লাভপুর বিধানসভার তৃণমূল বিধায়ক ছিলেন মণিরুল ইসলাম । তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন তিনি । লোকসভা নির্বাচনের কিছু দিন আগে থেকে অনুব্রতর সঙ্গে মণিরুলের মতবিরোধ শুরু হয় । লোকসভা নির্বাচনের ফল ঘোষণার কিছুদিন পরেই দিল্লিতে গিয়ে মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয়র হাত ধরে BJP-তে যোগ দেন মণিরুল ।

মণিরুলকে দলে নেওয়া নিয়ে জেলা BJP নেতৃত্বের অন্দরে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছিল । BJP-র বীরভূম জেলা সভাপতি রামকৃষ্ণ রায় রাজ্য নেতৃত্বকে চিঠি দিয়ে এই ক্ষোভের কথা জানান । শোনা যাচ্ছিল, এত সমালোচনার কারণেই আর BJP-তে থাকতে চান না মণিরুল । এছাড়া BJP থেকে তাঁকে বহিষ্কার করা হতে পারে বলেও খবর আসছিল । কিন্তু, এই সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে আজ ETV ভারতকে ফোনে মণিরুল বলেন, "এখনও পর্যন্ত আমি BJP-র সদস্য ।" যদিও BJP-র অন্দরে তাঁকে নিয়ে চলা চাপান-উতোর প্রসঙ্গে মুখ খুলতে চাননি তিনি । বলেন, "এই বিষয়ে দলের নেতা মুকুল রায় যা বলার বলবেন ।"

মণিরুলের বহিষ্কার বা ইস্তফা প্রসঙ্গে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আজ বলেন, "এবিষয়ে আমার কাছে কোনও খবর আসেনি । অনেকেই BJP-তে যোগ দিয়েছেন । তাই এই বিষয়ে কী নীতি নেওয়া হবে তা আলোচনা করে ঠিক করতে হবে । যারা আসছেন তাঁদের তাড়া বেশি । আমাদের সঙ্গে তাঁদের মতের মিল হলে তবেই দলে নেওয়া হবে ।"

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.