ETV Bharat / briefs

লন্ডনে খুন হায়দরাবাদের যুবক - external affairs

লন্ডনে খুন ভারতীয় নাগরিক । ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে ।

murder
author img

By

Published : May 10, 2019, 3:11 PM IST

লন্ডন ও হায়দরাবাদ, 10 মে : লন্ডনে খুন হলেন এক ভারতীয় নাগরিক । ছুরি দিয়ে কুপিয়ে তাঁকে খুন করা হয়েছে । মৃত যুবকের নাম মোহদ নাদিমুদ্দিন । তাঁর বাড়ি পুরোনো হায়দরাবাদে ।

6 বছর ধরে লন্ডনে থাকতেন নাদিমুদ্দিন । স্থানীয় টেসকো সুপার মার্কেটের একটি মলে কাজ করতেন । বুধবার কাজ শেষে বাড়ি না ফেরায় পরিবারের তরফে মল কর্তৃপক্ষকে জানানো হয় । তারপরই মল কর্তৃপক্ষ নাদিমুদ্দিনের খোঁজ শুরু করে । মল কর্তৃপক্ষ খোঁজাখুঁজির পর তাঁর মৃতদেহ মলের পার্কিংয়ে দেখতে পায় । নাদিমুদ্দিনের এক পারিবারিক বন্ধুর অভিযোগ, একজন এশিয়ান যুবক তাঁকে খুন করে ।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । নাদিমুদ্দিনের মৃতদেহ ভারতে নিয়ে আসার জন্য বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কাছে সাহায্য চেয়েছে তাঁর পরিবার ।

লন্ডন ও হায়দরাবাদ, 10 মে : লন্ডনে খুন হলেন এক ভারতীয় নাগরিক । ছুরি দিয়ে কুপিয়ে তাঁকে খুন করা হয়েছে । মৃত যুবকের নাম মোহদ নাদিমুদ্দিন । তাঁর বাড়ি পুরোনো হায়দরাবাদে ।

6 বছর ধরে লন্ডনে থাকতেন নাদিমুদ্দিন । স্থানীয় টেসকো সুপার মার্কেটের একটি মলে কাজ করতেন । বুধবার কাজ শেষে বাড়ি না ফেরায় পরিবারের তরফে মল কর্তৃপক্ষকে জানানো হয় । তারপরই মল কর্তৃপক্ষ নাদিমুদ্দিনের খোঁজ শুরু করে । মল কর্তৃপক্ষ খোঁজাখুঁজির পর তাঁর মৃতদেহ মলের পার্কিংয়ে দেখতে পায় । নাদিমুদ্দিনের এক পারিবারিক বন্ধুর অভিযোগ, একজন এশিয়ান যুবক তাঁকে খুন করে ।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । নাদিমুদ্দিনের মৃতদেহ ভারতে নিয়ে আসার জন্য বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কাছে সাহায্য চেয়েছে তাঁর পরিবার ।

Bhopal (MP), May 09 (ANI): As Lok Sabha elections is underway, the political parties candidates marching towards temples and mosque. Congress leader Digvijaya Singh is not behind in this race. Congress candidate from Bhopal parliamentary constituency of Madhya Pradesh, Digvijaya Singh offered prayers at Gayatri Mandir today. He also performed 'gau pooja' in the temple.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.