থানে, 11 সেপ্টেম্বর : অক্সিজেন সরবরাহের 80 শতাংশই পাবে হাসপাতাল । বাকি অংশ বাণিজ্য ক্ষেত্রে যাবে বলে জানালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে যে, এই সময় সংক্রমণ বাড়বে । আগামীদিনের কথা ভেবে এখন থেকেই সতর্ক থাকতে হবে দেশগুলিকে । সেই প্রসঙ্গ টেনেই উদ্ধব ঠাকরে বলেন, সেই জন্যই প্রস্তুত থাকছে মহারাষ্ট্র সরকার ।
উদ্ধব বলেন, যখন সংক্রমণ প্রথম ছড়ায়, সেই সময় রাজ্যে কয়েকটিই ল্যাব ছিল । কিন্তু এখন সেই সংখ্যা বেড়ে হয়েছে 550 । শুধু মুম্বই নয়, গোটা রাজ্যেই চিকিৎসা ব্যবস্থা উন্নত করার জন্য মহারাষ্ট্র সরকার একাধিক পদক্ষেপ করছে ।
গতকাল একটি ল্যাব এবং ছয়টি কোভিড কেয়ার সেন্টার উদ্বোধন করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী । সেখানেই তিনি জানান, অক্সিজেন সিলিন্ডারের সরবরাহের কেন্দ্রীকরণ হবে । এই প্যানডেমিক মোকাবিলার জন্য রাজ্য সরকার উন্নত চিকিৎসা পরিকাঠামো তৈরির চেষ্টা করছে ।
মহারাষ্ট্রের অন্যতম শ্রেষ্ঠ উৎসব গণেশ উৎসবের কথাও উল্লেখ করেন উদ্ধব । বলেন, গণেশোৎসবও এইবার সমস্ত নির্দেশিকা মেনেই পালন হয়েছে । সংক্রমণ প্রতিরোধে সবরকম পদক্ষেপ করছে রাজ্য সরকার । কিন্তু তারপরেও দেখা গিয়েছে, অনেক পরিবারই কোরোনা সংক্রমিত হয়েছে । প্রত্যেককে মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনে চলা এবং বারাবর হাত ধোওয়ার পরামর্শ দেন তিনি ।