ETV Bharat / briefs

বেশি তাপমাত্রার কারণে হতে পারে ক্যানসার, বলছেন চিকিৎসকরা

দীর্ঘদিন বেশি তাপমাত্রা থাকলে লিভার, কিডনি, ইউরিনারি ব্লাডারে সমস্যা দেখা দিতে পারে । হতে পারে ক্যানসারও । বলছেন চিকিৎসকরা ।

ফাইল ফোটো
author img

By

Published : May 13, 2019, 11:50 AM IST

কলকাতা, 13 মে : কলকাতাসহ রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রা ক্রমে বেড়েই চলেছে। তাপমাত্রা বাড়ার কারণে শরীরে একাধিক সমস্যা দেখা দিতে পারে । আক্রান্ত হতে পারে একাধিক রোগে। যার মধ্যে রয়েছে ক্যানসারও । দীর্ঘদিন বেশি তাপমাত্রা থাকলে শরীরে ক্যানসার বাসা বাঁধতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা ।

অত্যাধিক তাপমাত্রায় হিটস্ট্রোকের আশঙ্কা থাকেই । থাকে ক্যনসারের আশঙ্কাও । এবিষয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু ক্যান্সার হাসপাতালের মেডিকেল ডিরেক্টর আশিস মুখোপাধ্যায় বলেন, "স্বল্পমেয়াদী সম্পর্ক না থাকলেও দীর্ঘমেয়াদী সম্পর্ক অবশ্যই রয়েছে । গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য বেশিরভাগ জায়গায় বৃষ্টি হচ্ছে না । ফলে বছরের বেশিরভাগ সময়ই গরম থাকে । আর এই গরমের জন্য শরীরের মেটাবলিক সিস্টেম ক্ষতিগ্রস্ত হয় । এর জন্য লিভার, কিডনি, খাদ্যনালীর সেলগুলি ক্ষতিগ্রস্ত হতে থাকে । আর এভাবে বেশিদিন চলতে থাকলে ক্যানসার হতে পারে ।"

তাপমাত্রা বেশি থাকার কারণে লিভার, কিডনি, ইউরিনারি ব্লাডার বেশি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছেন আশিসবাবু । বলেন, "ক্যানসার যেভাবে বাড়ছে, তার পিছনে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণও রয়েছে। " এই আবহাওয়ার কারণে শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে থাকে । এর পর বিভিন্ন পরীক্ষানিরীক্ষায় ক্যানসার ধরা পড়ে । কেন এমন হয় ? তিনি বলেন, "বেশি তাপমাত্রার কারণে শরীরে জলের অভাব হয় । এর ফলে জারণ-বিজারণ প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয় । আবার তার জন্য সেলগুলিরও ক্ষতি হতে থাকে ।"

একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক সৌমেন দাস বলেন, "মানুষের শরীরে 60 ভাগ জল থাকে । মহিলাদের ক্ষেত্রে আরও একটু বেশি। দীর্ঘদিন তাপমাত্রা বেশি থাকলে শরীরের কোষগুলি ক্ষতিগ্রস্ত হতে থাকে । এর ফলে সাধারণত গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল (GI) ক্যানসার হতে পারে ।" একই সঙ্গে তিনি বলেন, "পরিবেশ দূষণের কারণে আবহাওয়ার প্রচুর পরিবর্তন হচ্ছে । যার জেরে ক্যানসার হতে পারে । কারণ, পরিবেশ দূষণের কারণে বায়ুমণ্ডলের ওজনস্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে । পৃথিবীতে প্রবেশ করছে সূর্যের অতি বেগুনি রশ্মি । এর জেরে ত্বকের ক্যানসার হতে পারে ।"

তবে এখনই খুব একটা ভয় পাওয়ার কোনও কারণ নেই বলে আশ্বস্ত করেছেন চিকিৎসকরা । দীর্ঘদিন ধরে বেশি তাপমাত্রা থাকলে ক্যানসার হতে পারে । সাবধানতা অবলম্বন করলে এই বিপদ এড়ানো সম্ভব । এর জন্য প্রচন্ড গরম এড়িয়ে চলতে হবে । প্রচুর পরিমাণে জল খেতে হবে । বাইরে বেরোলে সঙ্গে রাখতে হবে ছাতা ।

কলকাতা, 13 মে : কলকাতাসহ রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রা ক্রমে বেড়েই চলেছে। তাপমাত্রা বাড়ার কারণে শরীরে একাধিক সমস্যা দেখা দিতে পারে । আক্রান্ত হতে পারে একাধিক রোগে। যার মধ্যে রয়েছে ক্যানসারও । দীর্ঘদিন বেশি তাপমাত্রা থাকলে শরীরে ক্যানসার বাসা বাঁধতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা ।

অত্যাধিক তাপমাত্রায় হিটস্ট্রোকের আশঙ্কা থাকেই । থাকে ক্যনসারের আশঙ্কাও । এবিষয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু ক্যান্সার হাসপাতালের মেডিকেল ডিরেক্টর আশিস মুখোপাধ্যায় বলেন, "স্বল্পমেয়াদী সম্পর্ক না থাকলেও দীর্ঘমেয়াদী সম্পর্ক অবশ্যই রয়েছে । গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য বেশিরভাগ জায়গায় বৃষ্টি হচ্ছে না । ফলে বছরের বেশিরভাগ সময়ই গরম থাকে । আর এই গরমের জন্য শরীরের মেটাবলিক সিস্টেম ক্ষতিগ্রস্ত হয় । এর জন্য লিভার, কিডনি, খাদ্যনালীর সেলগুলি ক্ষতিগ্রস্ত হতে থাকে । আর এভাবে বেশিদিন চলতে থাকলে ক্যানসার হতে পারে ।"

তাপমাত্রা বেশি থাকার কারণে লিভার, কিডনি, ইউরিনারি ব্লাডার বেশি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছেন আশিসবাবু । বলেন, "ক্যানসার যেভাবে বাড়ছে, তার পিছনে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণও রয়েছে। " এই আবহাওয়ার কারণে শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে থাকে । এর পর বিভিন্ন পরীক্ষানিরীক্ষায় ক্যানসার ধরা পড়ে । কেন এমন হয় ? তিনি বলেন, "বেশি তাপমাত্রার কারণে শরীরে জলের অভাব হয় । এর ফলে জারণ-বিজারণ প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয় । আবার তার জন্য সেলগুলিরও ক্ষতি হতে থাকে ।"

একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক সৌমেন দাস বলেন, "মানুষের শরীরে 60 ভাগ জল থাকে । মহিলাদের ক্ষেত্রে আরও একটু বেশি। দীর্ঘদিন তাপমাত্রা বেশি থাকলে শরীরের কোষগুলি ক্ষতিগ্রস্ত হতে থাকে । এর ফলে সাধারণত গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল (GI) ক্যানসার হতে পারে ।" একই সঙ্গে তিনি বলেন, "পরিবেশ দূষণের কারণে আবহাওয়ার প্রচুর পরিবর্তন হচ্ছে । যার জেরে ক্যানসার হতে পারে । কারণ, পরিবেশ দূষণের কারণে বায়ুমণ্ডলের ওজনস্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে । পৃথিবীতে প্রবেশ করছে সূর্যের অতি বেগুনি রশ্মি । এর জেরে ত্বকের ক্যানসার হতে পারে ।"

তবে এখনই খুব একটা ভয় পাওয়ার কোনও কারণ নেই বলে আশ্বস্ত করেছেন চিকিৎসকরা । দীর্ঘদিন ধরে বেশি তাপমাত্রা থাকলে ক্যানসার হতে পারে । সাবধানতা অবলম্বন করলে এই বিপদ এড়ানো সম্ভব । এর জন্য প্রচন্ড গরম এড়িয়ে চলতে হবে । প্রচুর পরিমাণে জল খেতে হবে । বাইরে বেরোলে সঙ্গে রাখতে হবে ছাতা ।

Intro:কলকাতা, ১২ মে: কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে দাবদাহ জারি রয়েছে। বছরের অন্য বিভিন্ন সময়ও গরম আবহাওয়া দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রে বৃষ্টি হয় না। আবহাওয়ার খামখেয়ালিপনা অথবা, আবহাওয়া বদলের জেরে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। এর মধ্যে ক্যান্সারও রয়েছে। তাপমাত্রা বেশি। দীর্ঘমেয়াদে এমন আবহাওয়ার কারণে ক্যান্সার হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।Body:আবহাওয়া বদলের জেরে শরীরের উপরে বিভিন্ন ধরনের প্রভাব পড়ে। যে সবের মধ্যে জ্বর, সর্দি, কাশিও রয়েছে। যে কারণে, আবহাওয়া বদলের সময় সতর্ক থাকার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। অত্যধিক তাপমাত্রায় হিটস্ট্রোকের আশঙ্কাও থেকে যায়। কিন্তু, আবহাওয়া বদলের সঙ্গে ক্যান্সারের কোনও সম্পর্ক রয়েছে? ক্যান্সারের চিকিৎসায় নয়াবাদের বেসরকারি একটি হাসপাতালের মেডিকেল ডিরেক্টর, আশিস মুখোপাধ্যায় বলেন, "দীর্ঘমেয়াদে অবশ্যই সম্পর্ক রয়েছে। এই যে গ্লোবাল ওয়ার্মিং, এর জন্য বেশিরভাগ ক্ষেত্রে বৃষ্টি হচ্ছে না। বছরের বেশিরভাগ সময় গরম থাকে। গরম এই তাপমাত্রার মধ্যে বডির মেটাবলিক সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে জারণ-বিজারণ প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়। এর জন্য লিভার, কিডনি, খাদ্যনালী, এই সব জায়গার সেলগুলির ক্ষতি হতে থাকে। এভাবে চলতে থাকলে, দীর্ঘ মেয়াদের ক্যান্সার হতে পারে।"

তাপমাত্রা এমন বেশি থাকার কারণে লিভার, কিডনি, ইউরিনারি ব্লাডার, স্টমাক, এই সব অঙ্গ বেশি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছেন এই বিশেষজ্ঞ চিকিৎসক। তবে, দীর্ঘ মেয়াদ বলতে ৫-৭ বছরের কথা বলেছেন তিনি। তাঁর কথায়, "ক্যান্সার যেভাবে বাড়ছে, তার পিছনে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণও রয়েছে।" এমন আবহাওয়ার কারণে শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে থাকে। এর পর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় ক্যান্সার ধরা পড়ে। কেন এমন হয়? তিনি বলেন, "বেশি তাপমাত্রার কারণে শরীরে জলের অভাব হয়। এর ফলে জারণ-বিজারণ প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়। তার জন্য সেলগুলির ক্ষতি হতে থাকে। দীর্ঘমেয়াদে এভাবে চলতে থাকলে ক্যান্সার হতে পারে।"

বেসরকারি ওই হাসপাতালের চিকিৎসক সৌমেন দাস বলেন, "মানুষের শরীরে ৬০ ভাগ জল থাকে। মহিলাদের ক্ষেত্রে আরও একটু বেশি। দীর্ঘমেয়াদে তাপমাত্রা বেশি থাকার কারণে শরীরের কোষগুলি ক্ষতিগ্রস্ত হতে থাকে। এর ফলে সাধারণত গ্যাস্ট্রো ইন্তেস্টিনাল (GI) ক্যান্সার হতে পারে।" একই সঙ্গে তিনি বলেন, "পরিবেশ দূষণের কারণে এই গ্লোবাল ওয়ার্মিং, আবহাওয়ার খামখেয়ালিপনা দেখা যাচ্ছে। পরিবেশ দূষণের কারণেও ক্যান্সার হতে পারে। যার মধ্যে রয়েছে ত্বকের ক্যান্সার।" কারণ, পরিবেশ দূষণের কারণে বায়ুমন্ডলের ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে সূর্যের অতি বেগুনি রশ্মি পৃথিবীতে প্রবেশ করছে। যার জেরে ত্বকের ক্যান্সার হতে পারে বলে জানিয়েছেন তিনি।
Conclusion:যদিও একই সঙ্গে আশ্বস্ত করেছেন চিকিৎসকরা। অনেক বেশি তাপমাত্রা দীর্ঘ মেয়াদে থাকলে ক্যান্সার হতে পারে। তবে, অনেক বেশি তাপমাত্রার সময় সাবধানতা অবলম্বন করলে এমন বিপদ এড়ানো সম্ভব। এর জন্য প্রচন্ড গরম এড়িয়ে চলতে হবে। অর্থাৎ, এমন আবহাওয়ায় শরীরকে কীভাবে সুস্থ রাখা সম্ভব, সে সব বিষয় মেনে চললেই এড়ানো যাবে ক্যান্সারের এমন বিপদ।
_______

RAP-এ বাইট
wb_kol_global warming cancer bt_7203421
আশিস মুখোপাধ্যায়, মেডিকেল ডিরেক্টর, নেতাজি সুভাষচন্দ্র বসু ক্যান্সার হসপিটাল, নয়াবাদ


WRAP-এ ছবি:
wb_kol_global warming cancer pic 1_7203421
wb_kol_global warming cancer pic 2_7203421
গরমের দিনের ছবি।
_______
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.