ETV Bharat / briefs

আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস - আবহাওয়া

উত্তরবঙ্গে 7 জুন বর্ষা প্রবেশ করছে । তার আগে আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । কলকাতায় সন্ধ্যের পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

Pre mansoon Heavy rainfall in North bengal
উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস
author img

By

Published : Jun 4, 2020, 5:31 PM IST

কলকাতা, 4 জুন : উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় আগামী 24 ঘন্টায় ভারী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । আজ দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং ও তরাই ডুয়ার্স অঞ্চলে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে । 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । কোচবিহার, আলিপুরদুয়ার ও সিকিমে ভারী ভাকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে ।আগামী 24 ঘন্টায় মুর্শিদাবাদ, মালদা ও উত্তর দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

কেরালায় এবছর বর্ষা সঠিক সময়ে প্রবেশ করেছে । তার ফলে নির্ধারিত সময়েে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে নির্ধারিত সময়ে বর্ষা প্রবেশ করবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । উত্তরবঙ্গে 7 জুন বর্ষা প্রবেশ করতে চলেছে । প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে রাজ্যজুড়ে । 11 তারিখ নির্ধারিত সময় দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে ।

কলকাতায় আকাশ আংশিক মেঘলা রয়েছে । তবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আদ্রতাজনিত অস্বস্তিকর গরম রয়েছে । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজও কলকাতার সন্ধ্যার পর বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক । সর্বনিম্ন তাপমাত্রা 28.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 90 শতাংশ, সর্বনিম্ন 52% ।

কলকাতা, 4 জুন : উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় আগামী 24 ঘন্টায় ভারী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । আজ দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং ও তরাই ডুয়ার্স অঞ্চলে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে । 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । কোচবিহার, আলিপুরদুয়ার ও সিকিমে ভারী ভাকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে ।আগামী 24 ঘন্টায় মুর্শিদাবাদ, মালদা ও উত্তর দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

কেরালায় এবছর বর্ষা সঠিক সময়ে প্রবেশ করেছে । তার ফলে নির্ধারিত সময়েে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে নির্ধারিত সময়ে বর্ষা প্রবেশ করবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । উত্তরবঙ্গে 7 জুন বর্ষা প্রবেশ করতে চলেছে । প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে রাজ্যজুড়ে । 11 তারিখ নির্ধারিত সময় দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে ।

কলকাতায় আকাশ আংশিক মেঘলা রয়েছে । তবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আদ্রতাজনিত অস্বস্তিকর গরম রয়েছে । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজও কলকাতার সন্ধ্যার পর বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক । সর্বনিম্ন তাপমাত্রা 28.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 90 শতাংশ, সর্বনিম্ন 52% ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.