ETV Bharat / briefs

প্রবল গরম ও উচ্চতায় পরীক্ষা শেষ করল HAL-এর লাইট ইউলিটি হেলিকপ্টার - HAL-এর লাইট ইউলিটি হেলিকপ্টার

হিমালয়ে উচ্চতর ও উষ্ণতম পরিবেশে ক্ষমতা প্রদর্শন করে HAL-এর লাইট ইউলিটি হেলিকপ্টারটি ৷ এই পরীক্ষার মধ্যে হেলিকপ্টারটির কর্মক্ষমতা এবং ওড়ার ক্ষমতা , গুণ অন্তর্ভুক্ত করা হয় ৷

HAL
হেলিকপ্টার
author img

By

Published : Sep 9, 2020, 4:35 PM IST

Updated : Sep 9, 2020, 5:24 PM IST

বেঙ্গালুরু , 9 সেপ্টেম্বর : দেশীয় প্রযুক্তিতে তৈরি লাইট ইউলিটি হেলিকপ্টারের(LUH ) দশ দিনের পরীক্ষা শেষ করল HAL ৷ হিমালয়ে উচ্চতর ও উষ্ণতম পরিবেশে ক্ষমতা প্রদর্শন করে হেলিকপ্টারটি ৷ আর পরীক্ষায় সফল হয় HAL-এর লাইট ইউলিটি হেলিকপ্টারটি ৷

লেহ-তে এই পরীক্ষাটি করা হয় ৷ লেহ থেকে লাইট ইউলিটি হেলিকপ্টারটি যাত্রা শুরু করে ৷ এরপর দৌলত বেগ ওল্ডির (DBO) 5000 MAMSL উচ্চতায় অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ডে (ALG) অবতরণ করে ক্ষমতা প্রদর্শন করে ৷ হেলিকপ্টারটি সিয়াচেন হিমবাহ উচ্চতায় ক্ষমতা প্রদর্শন করেছিল । পরীক্ষা চলাকালীন পাইলটরা হেলিকপ্টারটি অমর ও সোনমের সর্বোচ্চ হেলিপ্যাডে নামান ।

HAL-র CMD আর মাধবন জানিয়েছেন , HAL আবারও ডিজ়াইন এবং বিকাশে তার দেশীয় সক্ষমতা প্রমাণ করেছে । LUH -এর সেনা সংস্করণ এখন সেনাদের ব্যবহারের জন্য প্রস্তুত ৷

HAL-এর পরিচালক ( ইঞ্জিনিয়ারিং এবংR&D ) , অরূপ চট্টোপাধ্যায়ের মতে , হেলিকপ্টার এবং এর সিস্টেমগুলির দক্ষতা ব্যবহারকারীদের প্রয়োজনীয়তা পূরণ করে ৷ সমস্ত পরিকল্পিত পরীক্ষা সফলভাবে প্রদর্শন করা হয়েছিল।

এটি একটি যৌথ পরীক্ষামূলক দল দ্বারা পরিচালিত হয়েছিল ৷ যার মধ্যে HAL-এর তরফ থেকে ছিলেন Wg Cdr (অবসরপ্রাপ্ত) উন্নি পিলাই , CTP (RW), Wg Cdr (অবসরপ্রাপ্ত) অনিল ভম্বানি , Gp ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) পুপিনদার সিং এবং Gp ক্যাপ্টেন ভি পানওয়ার ৷ আর ভারতীয় বায়ুসেনার তরফ থেকে ছিলেন Gp ক্যাপ্টেন আর দুবে , Sq Ldr জোশী এবং ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল আর গ্রেওয়াল এবং লেফটেন্যান্ট কর্নেল পবন ।শংসাপত্র কর্তৃপক্ষের প্রতিনিধিরা এই প্রদর্শনের সাক্ষী ছিলেন।

বেঙ্গালুরু , 9 সেপ্টেম্বর : দেশীয় প্রযুক্তিতে তৈরি লাইট ইউলিটি হেলিকপ্টারের(LUH ) দশ দিনের পরীক্ষা শেষ করল HAL ৷ হিমালয়ে উচ্চতর ও উষ্ণতম পরিবেশে ক্ষমতা প্রদর্শন করে হেলিকপ্টারটি ৷ আর পরীক্ষায় সফল হয় HAL-এর লাইট ইউলিটি হেলিকপ্টারটি ৷

লেহ-তে এই পরীক্ষাটি করা হয় ৷ লেহ থেকে লাইট ইউলিটি হেলিকপ্টারটি যাত্রা শুরু করে ৷ এরপর দৌলত বেগ ওল্ডির (DBO) 5000 MAMSL উচ্চতায় অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ডে (ALG) অবতরণ করে ক্ষমতা প্রদর্শন করে ৷ হেলিকপ্টারটি সিয়াচেন হিমবাহ উচ্চতায় ক্ষমতা প্রদর্শন করেছিল । পরীক্ষা চলাকালীন পাইলটরা হেলিকপ্টারটি অমর ও সোনমের সর্বোচ্চ হেলিপ্যাডে নামান ।

HAL-র CMD আর মাধবন জানিয়েছেন , HAL আবারও ডিজ়াইন এবং বিকাশে তার দেশীয় সক্ষমতা প্রমাণ করেছে । LUH -এর সেনা সংস্করণ এখন সেনাদের ব্যবহারের জন্য প্রস্তুত ৷

HAL-এর পরিচালক ( ইঞ্জিনিয়ারিং এবংR&D ) , অরূপ চট্টোপাধ্যায়ের মতে , হেলিকপ্টার এবং এর সিস্টেমগুলির দক্ষতা ব্যবহারকারীদের প্রয়োজনীয়তা পূরণ করে ৷ সমস্ত পরিকল্পিত পরীক্ষা সফলভাবে প্রদর্শন করা হয়েছিল।

এটি একটি যৌথ পরীক্ষামূলক দল দ্বারা পরিচালিত হয়েছিল ৷ যার মধ্যে HAL-এর তরফ থেকে ছিলেন Wg Cdr (অবসরপ্রাপ্ত) উন্নি পিলাই , CTP (RW), Wg Cdr (অবসরপ্রাপ্ত) অনিল ভম্বানি , Gp ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) পুপিনদার সিং এবং Gp ক্যাপ্টেন ভি পানওয়ার ৷ আর ভারতীয় বায়ুসেনার তরফ থেকে ছিলেন Gp ক্যাপ্টেন আর দুবে , Sq Ldr জোশী এবং ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল আর গ্রেওয়াল এবং লেফটেন্যান্ট কর্নেল পবন ।শংসাপত্র কর্তৃপক্ষের প্রতিনিধিরা এই প্রদর্শনের সাক্ষী ছিলেন।

Last Updated : Sep 9, 2020, 5:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.