ETV Bharat / briefs

হরিহরপাড়ায় বুথের বাইরে চলল গুলি, ডোমকলে আটক কংগ্রেস এজেন্ট - Third Phase Election

মুর্শিদাবাদের বুথের বাইরে গুলি চালানোর অভিযোগ তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । ডোমকলের সংঘর্ষের জেরে বুথের ভিতর থেকে আটক কংগ্রেস এজেন্ট

আটক কংগ্রেস এজেন্ট
author img

By

Published : Apr 23, 2019, 10:18 AM IST

ডোমকল, 23 এপ্রিল : মুর্শিদাবাদের হরিহরপাড়ার কুমড়িপুরে বুথের বাইরে শূন্যে গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । অভিযোগ, হরিহরপাড়ার কুমড়িপুরে বুথের বাইরে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা ভোটারদের ভয় দেখানোর চেষ্টা করে। তারপর শূন্যে গুলি চালানো হয় বলে অভিযোগ ।

অপরদিকে, আজ সকালে বুথ দখলকে কেন্দ্র করে ডোমকলে সংঘর্ষ হয় । তার জেরে তিনজন তৃণমূল কর্মী জখম হন । ডোমকল পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর জাহানারা বিবির শওহর তোজাম্মেল শেখ জখম হন । তৃণমূলের অভিযোগ, কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে । যদিও অভিযোগ নাকচ করে কংগ্রেসের দাবি তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরেই অশান্তি । তারপর মানিকনগরের 152 নম্বর বুথ থেকে এক কংগ্রেস এজেন্টকে আটক করে পুলিশ । নাম গিয়াসুদ্দিন মোল্লা । যদিও কংগ্রেসের দাবি, ঘটনার সময় গিয়াসুদ্দিন বুথের ভিতরেই ছিলেন ।

ডোমকল, 23 এপ্রিল : মুর্শিদাবাদের হরিহরপাড়ার কুমড়িপুরে বুথের বাইরে শূন্যে গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । অভিযোগ, হরিহরপাড়ার কুমড়িপুরে বুথের বাইরে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা ভোটারদের ভয় দেখানোর চেষ্টা করে। তারপর শূন্যে গুলি চালানো হয় বলে অভিযোগ ।

অপরদিকে, আজ সকালে বুথ দখলকে কেন্দ্র করে ডোমকলে সংঘর্ষ হয় । তার জেরে তিনজন তৃণমূল কর্মী জখম হন । ডোমকল পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর জাহানারা বিবির শওহর তোজাম্মেল শেখ জখম হন । তৃণমূলের অভিযোগ, কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে । যদিও অভিযোগ নাকচ করে কংগ্রেসের দাবি তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরেই অশান্তি । তারপর মানিকনগরের 152 নম্বর বুথ থেকে এক কংগ্রেস এজেন্টকে আটক করে পুলিশ । নাম গিয়াসুদ্দিন মোল্লা । যদিও কংগ্রেসের দাবি, ঘটনার সময় গিয়াসুদ্দিন বুথের ভিতরেই ছিলেন ।

Intro:ওয়াক


Body:জঙ্গিপুরের নবগ্রাম


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.