ETV Bharat / briefs

"ভালো আছে পরিবহ", দেখা করার পর বললেন রাজ্যপাল

আজ রাত আটটা নাগাদ বেসরকারি হাসপাতালে দেখতে গেলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী ।

রাজ্যপাল
author img

By

Published : Jun 14, 2019, 8:16 PM IST

Updated : Jun 14, 2019, 11:45 PM IST

কলকাতা, 14 জুন : পরিবহ মুখোপাধ্যায়কে হাসপাতালে দেখতে গেলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী । সেখান থেকে বেরিয়ে রাজ্যপাল বলেন, "ভালো আছে পরিবহ ।"

NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগের জেরে পরিবহ মুখোপাধ্যায় নামে ওই জুনিয়র ডাক্তারকে মারধর করা হয় । গুরুতর জখম হয় সে । এরপর থেকে একটি বেসরকারি হাসপাতালে ভরতি রয়েছে । আজ রাত আটটা নাগাদ তাকে হাসপাতালে দেখতে যান রাজ্যপাল ।

কলকাতা, 14 জুন : পরিবহ মুখোপাধ্যায়কে হাসপাতালে দেখতে গেলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী । সেখান থেকে বেরিয়ে রাজ্যপাল বলেন, "ভালো আছে পরিবহ ।"

NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগের জেরে পরিবহ মুখোপাধ্যায় নামে ওই জুনিয়র ডাক্তারকে মারধর করা হয় । গুরুতর জখম হয় সে । এরপর থেকে একটি বেসরকারি হাসপাতালে ভরতি রয়েছে । আজ রাত আটটা নাগাদ তাকে হাসপাতালে দেখতে যান রাজ্যপাল ।

New Delhi, June 14 (ANI): Amid the nationwide protest of junior doctors over violence against doctors in West Bengal, Resident Doctors' Association of AIIMS met Union Health and Family Welfare Minister Dr Harsh Vardhan. While meeting with Health Minister, doctors wore bandages to demonstrate their fear and security issues. Harsh Vardhan assured doctors that the government is committed to ensuring their safety and urged them to ensure that essential services are not disrupted. Doctors in Bengal have launched a massive protest that has now spread across the entire country with health services being disrupted in many cities, including Delhi, Mumbai, Hyderabad and others. Junior doctors in West Bengal are on a strike since Tuesday after two of their colleagues were attacked and seriously injured allegedly by relatives of a patient who died at NRS Medical College and Hospital in Kolkata.

Last Updated : Jun 14, 2019, 11:45 PM IST

For All Latest Updates

TAGGED:

NRS
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.