ETV Bharat / briefs

অচলাবস্থা কাটায় মুখ্যমন্ত্রী ও জুনিয়র ডাক্তারদের প্রশংসা রাজ্যপালের - Doctor Strike

সাত দিনের মাথায় কাটল অচলাবস্থা । সেজন্য মুখ্যমন্ত্রী ও জুনিয়র ডাক্তারদের প্রশংসা করলেন রাজ্যপাল ।

কেশরীনাথ ত্রিপাঠী
author img

By

Published : Jun 17, 2019, 11:04 PM IST

কলকাতা, 17 জুন : দীর্ঘ টালবাহানার পর অবশেষে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আজ বিকেলে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । জুনিয়র ডাক্তারদের একাধিক দাবি তিনি মেনেও নেন । এরপর গত সাতদিন ধরে চলা ধর্মঘট তুলে নেয় জুনিয়র ডাক্তাররা । রাজ্যে স্বাস্থ্য পরিষেবায় অচলাবস্থা কাটাতে মুখ্যমন্ত্রী ও জুনিয়র ডাক্তারদের এই উদ্যোগের প্রশংসা করেছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী ।

10 জুন NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ ওঠে । এর জেরে এক জুনিয়র ডাক্তারকে মারধর করা হয় । প্রতিবাদে ও বিভিন্ন দাবিতে রাজ্যের মেডিকেল কলেজগুলিতে জুনিয়র ডাক্তাররা আন্দোলনে নামে । বৃহস্পতিবার SSKM হাসপাতালে যান মুখ্যমন্ত্রী । চার ঘণ্টার মধ্যে আন্দোলন তুলে নেওয়ার হুঁশিয়ারি দেন । তাতে জট বাড়ে । আন্দোলনকারীরা দাবি করেন, হুঁশিয়ারি দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং তাঁকে NRS-এ এসে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করতে হবে ।

এই সংক্রান্ত আরও খবর : সাতদিনের অচলাবস্থার অবসান, আন্দোলন প্রত্যাহার জুনিয়র ডাক্তারদের

শেষ পর্যন্ত নিজেদের অনড় অবস্থান থেকে রাজ্য প্রশাসন ও জুনিয়র ডাক্তাররা সরে আসেন । দুইপক্ষের মধ্যে আজ নবান্নে বৈঠক হয় । বৈঠকে জুনিয়র ডাক্তারদের একাধিক দাবি মুখ্যমন্ত্রী মেনে নেন । পরিবর্তে জুনিয়র ডাক্তাররাও ধর্মঘট তুলে নেয় । এরপরই অচলাবস্থা কেটে যায় ।

এই সংক্রান্ত আরও খবর : "আমরা কারা ? লক্ষ্মী ছেলে" , স্লোগান আন্দোলনকারী ডাক্তারদের

জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলে নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজ্যপাল । এজন্য তিনি জুনিয়র ডাক্তারদের ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান । রাজ্যপাল আশা প্রকাশ করেছেন, বৈঠকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে রাজ্য সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে ।

এই সংক্রান্ত খবর : আলোচনা ফলপ্রসূ, NRS-এ গিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা

কলকাতা, 17 জুন : দীর্ঘ টালবাহানার পর অবশেষে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আজ বিকেলে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । জুনিয়র ডাক্তারদের একাধিক দাবি তিনি মেনেও নেন । এরপর গত সাতদিন ধরে চলা ধর্মঘট তুলে নেয় জুনিয়র ডাক্তাররা । রাজ্যে স্বাস্থ্য পরিষেবায় অচলাবস্থা কাটাতে মুখ্যমন্ত্রী ও জুনিয়র ডাক্তারদের এই উদ্যোগের প্রশংসা করেছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী ।

10 জুন NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ ওঠে । এর জেরে এক জুনিয়র ডাক্তারকে মারধর করা হয় । প্রতিবাদে ও বিভিন্ন দাবিতে রাজ্যের মেডিকেল কলেজগুলিতে জুনিয়র ডাক্তাররা আন্দোলনে নামে । বৃহস্পতিবার SSKM হাসপাতালে যান মুখ্যমন্ত্রী । চার ঘণ্টার মধ্যে আন্দোলন তুলে নেওয়ার হুঁশিয়ারি দেন । তাতে জট বাড়ে । আন্দোলনকারীরা দাবি করেন, হুঁশিয়ারি দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং তাঁকে NRS-এ এসে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করতে হবে ।

এই সংক্রান্ত আরও খবর : সাতদিনের অচলাবস্থার অবসান, আন্দোলন প্রত্যাহার জুনিয়র ডাক্তারদের

শেষ পর্যন্ত নিজেদের অনড় অবস্থান থেকে রাজ্য প্রশাসন ও জুনিয়র ডাক্তাররা সরে আসেন । দুইপক্ষের মধ্যে আজ নবান্নে বৈঠক হয় । বৈঠকে জুনিয়র ডাক্তারদের একাধিক দাবি মুখ্যমন্ত্রী মেনে নেন । পরিবর্তে জুনিয়র ডাক্তাররাও ধর্মঘট তুলে নেয় । এরপরই অচলাবস্থা কেটে যায় ।

এই সংক্রান্ত আরও খবর : "আমরা কারা ? লক্ষ্মী ছেলে" , স্লোগান আন্দোলনকারী ডাক্তারদের

জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলে নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজ্যপাল । এজন্য তিনি জুনিয়র ডাক্তারদের ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান । রাজ্যপাল আশা প্রকাশ করেছেন, বৈঠকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে রাজ্য সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে ।

এই সংক্রান্ত খবর : আলোচনা ফলপ্রসূ, NRS-এ গিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা

Visakhapatnam (AP), Apr 29 (ANI): Visakhapatnam Cyclone Warning Centre Duty Officer Murthy informed that the Fani cyclone hovering around Andhra Pradesh may intensify in coming week. He said, "Cyclone is at about 1040 kilometres, South and South-East of Machilipatnam, 870 kilometres of East and South-East of Chennai. Cyclone is moving in North-Western direction, it may recur North and North-Eastern from second May morning onwards. The intensity of cyclone is gradually increasing. It is a cyclonic storm, gradually it may increase to severe cyclone storm.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.