ETV Bharat / briefs

রাজনীতির ইনিংসে নেমেই "ম্যান অফ দা ম্যাচ" গম্ভীর - Narendra modi

BJP-র হয়ে পূর্ব দিল্লি কেন্দ্র থেকে লড়াই করেছেন গৌতম । এবার আর ভাগ্য থাকে খালি হাতে ফেরায়নি । নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী অরিবন্দর সিং লাভলিকে হারালেন 3 লাখ 36 হাজারেরও বেশি ভোটে । গম্ভীরের প্রাপ্ত ভোট 6 লাখ 21 হাজার 605 ।

গৌতম
author img

By

Published : May 23, 2019, 5:27 PM IST

Updated : May 23, 2019, 5:37 PM IST

দিল্লি, 23 মে : দেশকে দু-দু'টি বিশ্বকাপ জিতিয়েছেন তিনি । 2007-এর T 20 হোক বা 2011 ODI বিশ্বকাপ ফাইনাল, গম্ভীর মানেই যেন রূপকথা । লড়াইয়ের অন্য নাম । ক্রিকেটের চ্যালেঞ্জ নিতে বরাবরই ভালোবাসতেন । ক্রিকেট ছেড়ে এবার রাজনীতির ময়দানে । চ্যালেঞ্জ নিয়েছিলেন । জিতেও দেখালেন চ্যাম্পিয়ন গম্ভীর ।

2007 ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল । পাকিস্তানের বিরুদ্ধে একের এক উইকেট হারিয়ে ধুঁকছে ভারত । একা কুম্ভ হয়ে বুঁদিরগড় রক্ষা করছেন তিনি । 75 রানের দুর্দান্ত ইনিংস খেলে তিনি যখন প্যাভিলিয়নে তখন লড়াই করার মতো রান পেয়ে গেছে ভারত । বোলিংয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন ইরফান পাঠান । ম্যাচ জেতানো ইনিংস খেলেও সেবার গম্ভীর রয়ে গেলেন অন্তরালে ।

2011 বিশ্বকাপ ফাইনাল । প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা 274 রান তোলে । ব্যাট করতে নেমে সচিন, সেহওয়াগের উইকেট খুইয়ে তখন ভারত ধুঁকছে । বিরাট কোহলিকে নিয়ে ফের একবার রুখে দাঁড়ালেন গম্ভীর । এক রানকে দু'রানে বদলালেন । চার, ছক্কার ফুলঝুড়িতে ম্যাচ নিয়ে এলেন হাতের মুঠোয় । কোহলি আউট হলেও গম্ভীর হাল ছাড়েননি । এরপর ধোনিকে নিয়ে ম্যাচ জেতানো ইনিংস খেলেন । শেষপর্যন্ত 97 রান করে যখন প্যাভিলিয়নে ফিরছেন তখন দলের জয় নিশ্চিত । দেশবাসী আনন্দে উদগ্রীব হয়ে অপেক্ষা করছে 28 বছর পর ফের একবার বিশ্বকাপ আসবে । বিশ্বকাপ এল । কিন্তু, এবারও ভাগ্যের পরিহাসে ম্যান অফ দা ম্যাচ হলেন না গম্ভীর (97 রান) । অপরাজিত 91 রানের ইনিংস খেলে সেই তকমা পেলেন ধোনি ।

ভাগ্যের পরিহাসে তিনি বিদ্ধ । তবু, নতুন লড়াইয়ে নেমেছিলেন । BJP-র হয়ে পূর্ব দিল্লি কেন্দ্র থেকে লড়াই করেছেন গৌতম । এবার আর ভাগ্য থাকে খালি হাতে ফেরায়নি । নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী অরিবন্দর সিং লাভলিকে হারালেন 3 লাখ 36 হাজারেরও বেশি ভোটে । গম্ভীরের প্রাপ্ত ভোট 6 লাখ 21 হাজার 605 ।

গম্ভীরের জয়ে খুশি BJP নেতৃত্ব । দিল্লির নেতারা বলছেন, "চ্যাম্পিয়ন খেলোয়াড় রাজনীতিতেও চ্যাম্পিয়ন হয়েই দেখালেন । এবার তিনিই ম্যান অফ দা ম্যাচ । তকমা কারার আর কেউ থাকল না ।"

দিল্লি, 23 মে : দেশকে দু-দু'টি বিশ্বকাপ জিতিয়েছেন তিনি । 2007-এর T 20 হোক বা 2011 ODI বিশ্বকাপ ফাইনাল, গম্ভীর মানেই যেন রূপকথা । লড়াইয়ের অন্য নাম । ক্রিকেটের চ্যালেঞ্জ নিতে বরাবরই ভালোবাসতেন । ক্রিকেট ছেড়ে এবার রাজনীতির ময়দানে । চ্যালেঞ্জ নিয়েছিলেন । জিতেও দেখালেন চ্যাম্পিয়ন গম্ভীর ।

2007 ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল । পাকিস্তানের বিরুদ্ধে একের এক উইকেট হারিয়ে ধুঁকছে ভারত । একা কুম্ভ হয়ে বুঁদিরগড় রক্ষা করছেন তিনি । 75 রানের দুর্দান্ত ইনিংস খেলে তিনি যখন প্যাভিলিয়নে তখন লড়াই করার মতো রান পেয়ে গেছে ভারত । বোলিংয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন ইরফান পাঠান । ম্যাচ জেতানো ইনিংস খেলেও সেবার গম্ভীর রয়ে গেলেন অন্তরালে ।

2011 বিশ্বকাপ ফাইনাল । প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা 274 রান তোলে । ব্যাট করতে নেমে সচিন, সেহওয়াগের উইকেট খুইয়ে তখন ভারত ধুঁকছে । বিরাট কোহলিকে নিয়ে ফের একবার রুখে দাঁড়ালেন গম্ভীর । এক রানকে দু'রানে বদলালেন । চার, ছক্কার ফুলঝুড়িতে ম্যাচ নিয়ে এলেন হাতের মুঠোয় । কোহলি আউট হলেও গম্ভীর হাল ছাড়েননি । এরপর ধোনিকে নিয়ে ম্যাচ জেতানো ইনিংস খেলেন । শেষপর্যন্ত 97 রান করে যখন প্যাভিলিয়নে ফিরছেন তখন দলের জয় নিশ্চিত । দেশবাসী আনন্দে উদগ্রীব হয়ে অপেক্ষা করছে 28 বছর পর ফের একবার বিশ্বকাপ আসবে । বিশ্বকাপ এল । কিন্তু, এবারও ভাগ্যের পরিহাসে ম্যান অফ দা ম্যাচ হলেন না গম্ভীর (97 রান) । অপরাজিত 91 রানের ইনিংস খেলে সেই তকমা পেলেন ধোনি ।

ভাগ্যের পরিহাসে তিনি বিদ্ধ । তবু, নতুন লড়াইয়ে নেমেছিলেন । BJP-র হয়ে পূর্ব দিল্লি কেন্দ্র থেকে লড়াই করেছেন গৌতম । এবার আর ভাগ্য থাকে খালি হাতে ফেরায়নি । নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী অরিবন্দর সিং লাভলিকে হারালেন 3 লাখ 36 হাজারেরও বেশি ভোটে । গম্ভীরের প্রাপ্ত ভোট 6 লাখ 21 হাজার 605 ।

গম্ভীরের জয়ে খুশি BJP নেতৃত্ব । দিল্লির নেতারা বলছেন, "চ্যাম্পিয়ন খেলোয়াড় রাজনীতিতেও চ্যাম্পিয়ন হয়েই দেখালেন । এবার তিনিই ম্যান অফ দা ম্যাচ । তকমা কারার আর কেউ থাকল না ।"

New Delhi, May 23 (ANI): The ongoing counting of Lok Sabha elections indicates storming 'Ghar Wapsi' of Bharatiya Janata Party (BJP). Party's National General Secretary Ram Madhav on Thursday praised Prime Minister Narendra Modi for the victory. "This is going to be historic, unprecedented mandate for PM Modi, this has become a people's election and their one and only choice is Prime Minister Modi, the resulted indicate the very same thing that people have decided that they needed Modi again. The credit for this victory goes to Prime Minister Modi," said Madhav. The LS polls were held in 7 phases from April 11 to May 19. According to Election Commission of India, 67.11 percent voters exercised their right to franchise, which is highest turnout in Lok Sabha polls since Independence.
Last Updated : May 23, 2019, 5:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.