ETV Bharat / briefs

এশিয়ানে মেয়েদের 800 মিটার দৌড়ে ভারতে প্রথম সোনা - run

এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মেয়েদের 800 মিটার দৌড়ে ভারতকে প্রথম সোনার পদক এনে দিলেন গোমতী মারিমুথু।

ছবি সৌজন্যে অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া
author img

By

Published : Apr 23, 2019, 2:27 AM IST

Updated : Apr 23, 2019, 4:31 AM IST

দোহা, 23 এপ্রিল: এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মেয়েদের 800 মিটার দৌড়ে ভারতকে প্রথম সোনার পদক এনে দিলেন গোমতী মারিমুথু।

দোহায় অনুষ্ঠিত এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের গতকাল ছিল দ্বিতীয় দিন। এখনও পর্যন্ত মোট চারটি পদক পেয়েছে ভারত। গতকাল দোহায় মেয়েদের ৮০০ মিটার দৌড়ে ব্যক্তিগত সেরা সময় (2 মিনিট 02.70 সেকেন্ড) করেছেন গোমতী। ভারতকে প্রথম সোনাটি তিনিই এনে দেন।

পুরুষদের জ্যাভেলিন থ্রোয়ে ব্যক্তিগত সেরা (86.23 মিটার) পারফর্ম করেন শিবপাল সিং। রুপো পান তিনি। এছাড়া পুরুষ ও মহিলাদের 400 মিটার হার্ডলস রেস থেকে ভারতকে দু'টি ব্রোঞ্জ দিয়েছেন জাবির মদারি পল্লিয়ালিল ও সরিতা বেন গায়কওয়ার্ড।

গতকালের চারটি পদক নিয়ে এখনও পর্যন্ত ভারতের মোট পদক 9টি। 1টি সোনা, 3টি রুপো ও 5টি ব্রোঞ্জ।

দোহা, 23 এপ্রিল: এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মেয়েদের 800 মিটার দৌড়ে ভারতকে প্রথম সোনার পদক এনে দিলেন গোমতী মারিমুথু।

দোহায় অনুষ্ঠিত এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের গতকাল ছিল দ্বিতীয় দিন। এখনও পর্যন্ত মোট চারটি পদক পেয়েছে ভারত। গতকাল দোহায় মেয়েদের ৮০০ মিটার দৌড়ে ব্যক্তিগত সেরা সময় (2 মিনিট 02.70 সেকেন্ড) করেছেন গোমতী। ভারতকে প্রথম সোনাটি তিনিই এনে দেন।

পুরুষদের জ্যাভেলিন থ্রোয়ে ব্যক্তিগত সেরা (86.23 মিটার) পারফর্ম করেন শিবপাল সিং। রুপো পান তিনি। এছাড়া পুরুষ ও মহিলাদের 400 মিটার হার্ডলস রেস থেকে ভারতকে দু'টি ব্রোঞ্জ দিয়েছেন জাবির মদারি পল্লিয়ালিল ও সরিতা বেন গায়কওয়ার্ড।

গতকালের চারটি পদক নিয়ে এখনও পর্যন্ত ভারতের মোট পদক 9টি। 1টি সোনা, 3টি রুপো ও 5টি ব্রোঞ্জ।

Amethi (UP), Apr 22 (ANI): While addressing a public rally in Uttar Pradesh's Amethi, Congress president Rahul Gandhi hit once again at Prime Minister Narendra Modi. Gandhi said, "These mediapersons are laughing because they know that if they ever said their 'mann ki baat', then Narendra Modi will hit them. But please don't be afraid, after 2019 elections, you'll be free to write whatever you want to, you can even write against us."
Last Updated : Apr 23, 2019, 4:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.