ETV Bharat / briefs

লাল-হলুদ রক্ষণে নির্ভরতা দিতে আসছেন স্কট নেভিল - ইস্ট বেঙ্গল

অস্ট্রেলিয়ার ক্লাব দলের হয়ে 12 বছরে দু'শোর বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে স্কট নেভিলের । অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব 23 দলের হয়ে প্রতিনিধিত্ব করার কৃতিত্ব রয়েছে তাঁর ।

East Bengal
author img

By

Published : Oct 13, 2020, 6:39 PM IST

কলকাতা, 13 অক্টোবর : অস্ট্রেলিয়ার A লিগের দল ব্রিসবেন রোর থেকে লিয়েনে স্কট নেভিলকে নিল ইস্টবেঙ্গল । মঙ্গলবার তাঁকে দলে নেওয়ার কথা সরকারি ভাবে জানানো হয় ।

অস্ট্রেলিয়ার ক্লাব দলটির হয়ে গত 12 বছরে দু'শোর বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে । অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব 23 দলের হয়ে প্রতিনিধিত্ব করার কৃতিত্ব রয়েছে তাঁর । 31 বছর বয়সি ডিফেন্ডার গত মরশুমে দলের হয়ে প্রায় সব ম্যাচ খেলেছিলেন । মাত্র দু'টো ম্যাচ মাঠের বাইরে ছিলেন । তাঁর ভালো খেলার কারণেই ব্রিসবেন রোর 4 নম্বরে শেষ করতে পেরেছিল ।

ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে স্কট বলেন, "বর্তমানে ভারত আমার কাছে নতুন চ্যালেঞ্জ । লাল-হলুদ জার্সিতে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি । আমাদের উপর সমর্থকদের প্রত্যাশার চাপ পাহাড়প্রমাণ, তা জানি । আমি আশ্বস্ত করতে পারি চেষ্টার কোনও ত্রুটি রাখব না ।একই সঙ্গে ব্রিসবেন রোর-কে ধন্যবাদ জানাতে চাই । ওদের জন্য ইস্টবেঙ্গলে যাওয়া সম্ভব হচ্ছে ।"

যুদ্ধকালীন তৎপরতায় দল গঠন করা হচ্ছে । বিদেশি ফুটবলার বাছাইয়ের কাজটা লাল-হলুদ কোচ রবি ফাওলার নিজে হাতে করছেন । স্কটকে তিনি বেছেছেন । এছাড়াও যেসব বিদেশি ফুটবলারের দিকে হাত বাড়ানো হয়েছে তাঁদের মধ্যে ড্যানি ফক্স, অ্যান্টনি পিলকিংটন, অ্যান্টনি স্টোকসের সঙ্গে চুক্তি প্রায় পাকা । তিন ইংলিশ প্রিমিয়ার লিগের প্রাক্তনী এবং তিনজন অস্ট্রেলিয়ার A লিগের বর্তমান ফুটবলারকে নিয়ে দলের বিদেশি ব্রিগেড সাজাতে চাইছেন ফাওলার । ভারতীয় ফুটবলারদের মধ্যে মিলন সিং, শংকর রায়, সি কে বিনীথকে রিজ়ার্ভ দলে রাখা হয়েছে । জেজে, নারায়ণ দাস, দেবজিৎ মজুমদারের সঙ্গে চুক্তি পাকা । সব মিলিয়ে উনিশ জন ভারতীয় ফুটবলার এবং সাত বিদেশি নিয়ে গোয়ায় শিবির শুরু হবে । 16 অক্টোবর সম্ভবত গোয়া রওনা হচ্ছে ইস্টবেঙ্গল ।

কলকাতা, 13 অক্টোবর : অস্ট্রেলিয়ার A লিগের দল ব্রিসবেন রোর থেকে লিয়েনে স্কট নেভিলকে নিল ইস্টবেঙ্গল । মঙ্গলবার তাঁকে দলে নেওয়ার কথা সরকারি ভাবে জানানো হয় ।

অস্ট্রেলিয়ার ক্লাব দলটির হয়ে গত 12 বছরে দু'শোর বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে । অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব 23 দলের হয়ে প্রতিনিধিত্ব করার কৃতিত্ব রয়েছে তাঁর । 31 বছর বয়সি ডিফেন্ডার গত মরশুমে দলের হয়ে প্রায় সব ম্যাচ খেলেছিলেন । মাত্র দু'টো ম্যাচ মাঠের বাইরে ছিলেন । তাঁর ভালো খেলার কারণেই ব্রিসবেন রোর 4 নম্বরে শেষ করতে পেরেছিল ।

ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে স্কট বলেন, "বর্তমানে ভারত আমার কাছে নতুন চ্যালেঞ্জ । লাল-হলুদ জার্সিতে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি । আমাদের উপর সমর্থকদের প্রত্যাশার চাপ পাহাড়প্রমাণ, তা জানি । আমি আশ্বস্ত করতে পারি চেষ্টার কোনও ত্রুটি রাখব না ।একই সঙ্গে ব্রিসবেন রোর-কে ধন্যবাদ জানাতে চাই । ওদের জন্য ইস্টবেঙ্গলে যাওয়া সম্ভব হচ্ছে ।"

যুদ্ধকালীন তৎপরতায় দল গঠন করা হচ্ছে । বিদেশি ফুটবলার বাছাইয়ের কাজটা লাল-হলুদ কোচ রবি ফাওলার নিজে হাতে করছেন । স্কটকে তিনি বেছেছেন । এছাড়াও যেসব বিদেশি ফুটবলারের দিকে হাত বাড়ানো হয়েছে তাঁদের মধ্যে ড্যানি ফক্স, অ্যান্টনি পিলকিংটন, অ্যান্টনি স্টোকসের সঙ্গে চুক্তি প্রায় পাকা । তিন ইংলিশ প্রিমিয়ার লিগের প্রাক্তনী এবং তিনজন অস্ট্রেলিয়ার A লিগের বর্তমান ফুটবলারকে নিয়ে দলের বিদেশি ব্রিগেড সাজাতে চাইছেন ফাওলার । ভারতীয় ফুটবলারদের মধ্যে মিলন সিং, শংকর রায়, সি কে বিনীথকে রিজ়ার্ভ দলে রাখা হয়েছে । জেজে, নারায়ণ দাস, দেবজিৎ মজুমদারের সঙ্গে চুক্তি পাকা । সব মিলিয়ে উনিশ জন ভারতীয় ফুটবলার এবং সাত বিদেশি নিয়ে গোয়ায় শিবির শুরু হবে । 16 অক্টোবর সম্ভবত গোয়া রওনা হচ্ছে ইস্টবেঙ্গল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.