ETV Bharat / briefs

মহান ক্রিকেটার হতে হলে বিরাট-শিক্ষা চাই বাবরের, মত সোহেলের

author img

By

Published : Jun 7, 2020, 10:44 PM IST

পাকিস্তানি ব্যাটসম্যান আমির সোহেলের গলায় ভারত অধিনায়ক বিরাট কোহলি প্রশংসা। বলেন, পাকিস্তানি ব্যাটসম্যান বাবর আজমকে যদি মহান ক্রিকেটার হতে হয় তাহলে অবশ্যই বিরাট কোহলির মতো দলকে উজ্জীবিত করতে জানতে হবে।

Image
Virat kohli

লাহোর, 7 জুন: ফের এক পাকিস্তানি ক্রিকেটারের গলায় শোনা গেল ভারত অধিনায়কবিরাট কোহলি প্রশংসা । প্রাক্তন পাকিস্তান ব্যাটসম্যান আমির সোহেল এর মতে বিরাটএকজন বড় ক্রিকেটার। একই সঙ্গে তিনি গোটা দলকে উজ্জীবিত করেন।

পাকিস্তানের হয়ে আমির সোহেল 7 হাজারের উপর রান করেছেন। খেলেছেন 47টি টেস্ট ও 156 টি ওয়ানডে। সোহেলমনে করেন পাকিস্তান ক্রিকেটার বাবর আজম কেউ নিজের সতীর্থদের কোহলির মতো করেউজ্জীবিত করতে হবে। তবেই সে একজন মহান পাকিস্তানি ক্রিকেটার হয়ে উঠবে।

সোহেল মনে করেন কিছু মহান ক্রিকেটার আছেন। কিন্তু তারা তাদের মহানতাদলের মধ্যে সঞ্চার করতে পারেন না। সোহেল কিংবদন্তি পাকিস্তানি ব্যাটসম্যান জাভেদমিয়াঁদাদের কথা বলেন। জাভেদ মিয়াঁদাদের গোটা দলকে উজ্জীবিত করার ক্ষমতা সম্পর্কেবলেন ।

নিজের ইউটিউব চ্যানেলে সোহেল বলেন, “এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কিছু বড়ক্রিকেটার আছেন। ব্যক্তিগতভাবে তারা মহান ক্রিকেটার। কিন্তু তারা দলকে উজ্জীবিতকরতে পারেন না। পাকিস্তান ক্রিকেটে তুমি যদি মহান ক্রিকেটারের কথা বল তাহলেপ্রথমেই জাভেদ মিয়াঁদাদ এর নাম আসে। কারণ তিনি তার চারপাশে ক্রিকেটারদের উজ্জীবিতকরতে পেরেছিলেন। এবং বিরাট কোহলি ও এটা করে দেখিয়েছেন।

বাবার আজমকে মহান পাকিস্তানি ক্রিকেটারদের তালিকা নাম তুলতে হলেবিরোধী দলকে উজ্জীবিত করতে হবে। এমনই মত আমির সোহেলের।

মহান ক্রিকেটার হতে হলে বিরাট-শিক্ষা চাই বাবরের,মত সোহেলের

লাহোর, 7 জুন: ফের এক পাকিস্তানি ক্রিকেটারের গলায় শোনা গেল ভারত অধিনায়কবিরাট কোহলি প্রশংসা । প্রাক্তন পাকিস্তান ব্যাটসম্যান আমির সোহেল এর মতে বিরাটএকজন বড় ক্রিকেটার। একই সঙ্গে তিনি গোটা দলকে উজ্জীবিত করেন।

পাকিস্তানের হয়ে আমির সোহেল 7 হাজারের উপর রান করেছেন। খেলেছেন 47টি টেস্ট ও 156 টি ওয়ানডে। সোহেলমনে করেন পাকিস্তান ক্রিকেটার বাবর আজম কেউ নিজের সতীর্থদের কোহলির মতো করেউজ্জীবিত করতে হবে। তবেই সে একজন মহান পাকিস্তানি ক্রিকেটার হয়ে উঠবে।

সোহেল মনে করেন কিছু মহান ক্রিকেটার আছেন। কিন্তু তারা তাদের মহানতাদলের মধ্যে সঞ্চার করতে পারেন না। সোহেল কিংবদন্তি পাকিস্তানি ব্যাটসম্যান জাভেদমিয়াঁদাদের কথা বলেন। জাভেদ মিয়াঁদাদের গোটা দলকে উজ্জীবিত করার ক্ষমতা সম্পর্কেবলেন ।

নিজের ইউটিউব চ্যানেলে সোহেল বলেন, “এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কিছু বড়ক্রিকেটার আছেন। ব্যক্তিগতভাবে তারা মহান ক্রিকেটার। কিন্তু তারা দলকে উজ্জীবিতকরতে পারেন না। পাকিস্তান ক্রিকেটে তুমি যদি মহান ক্রিকেটারের কথা বল তাহলেপ্রথমেই জাভেদ মিয়াঁদাদ এর নাম আসে। কারণ তিনি তার চারপাশে ক্রিকেটারদের উজ্জীবিতকরতে পেরেছিলেন। এবং বিরাট কোহলি ও এটা করে দেখিয়েছেন।

বাবার আজমকে মহান পাকিস্তানি ক্রিকেটারদের তালিকা নাম তুলতে হলেবিরোধী দলকে উজ্জীবিত করতে হবে। এমনই মত আমির সোহেলের।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.