কলকাতা, 20 জানুয়ারি : আবাসনের মালিকরা বা প্রোমোটারেরা সিসি না দিলেও ফ্ল্যাটের মালিকরা সেলফ অ্যাসেসমেন্ট করে সম্পত্তিকর জমা দিতে পারবেন (Self Assessment Tax payment in KMC) । বৃহস্পতিবার কলকাতা পৌরনিগমের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানান মেয়র ফিরহাদ হাকিম । এদিন কলকাতা পৌরনিগম কর মূল্যায়ন ও রাজস্ব বিভাগের একটি বৈঠক হয় । বৈঠকে নেতৃত্ব দেন মেয়র ফিরহাদ হাকিম । এখন তাঁর হাতেই এই বিভাগ । ভাঁড়ারের হাল ফেরাতে এদিন বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেন তিনি ।
পৌরনিগম সূত্রে খবর, অ্যাসেসমেন্ট ছাড়া কোনও ফাঁকা জমি কলকাতা পৌরনিগম এলাকায় আর থাকবে না । জমির মালিক না থাকলে "কলকাতা পৌরনিগমের অধিগৃহীত জমি" এই মর্মে বোর্ড লাগিয়ে দেওয়া হবে । বেহাল কোষাগারের হাল ফেরাতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানালেন মেয়র ফিরহাদ হাকিম ।
পাশাপাশি সঠিক সময়ে সম্পত্তিকর দেওয়ার জন্য সাধারণ মানুষকে ধন্যবাদ জানান তিনি । তবে বড় বড় জমি ও কারখানার মালিকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন বিপুল বকেয়া রাখার জন্য । তাঁর অভিযোগ, অনেকেই সম্পত্তিকর বকেয়া ফেলে রাখছেন । কয়েকশো কোটি টাকা সম্পত্তিকর বকেয়া রয়েছে । এবার সেই সব সম্পত্তির সামনে বোর্ড ঝুলিয়ে দেওয়া হবে বলে হুমকি দেন মেয়র ।
আরও পড়ুন : Traffic Congestion in Kolkata : বহুতলের বেআইনি পার্কিংয়ের জন্য শহরের রাস্তায় যানজট, পদক্ষেপ করবে লালবাজার